দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোনগুলি মেগাডাইভারসিটি দেশের অন্তর্গত ?
(a) পাকিস্তান
(b) ভারত
(c) পেরু
(d) অস্ট্রেলিয়া
উত্তর: B, C, D
প্রশ্ন:২
1992 খ্রিস্টাব্দে প্রস্তাবিত বায়ােস্ফিয়ারগুলি হল—
(a) নামধাপা
(b) লিটল রান অব কচ্ছ
(c) নকরেক
(d) কানহা
উত্তর: A, D
প্রশ্ন:৩
কোনগুলি জাতীয় উদ্যান ?
(a) কর্ণাটকের বন্দীপুর
(b) মধ্যপ্রদেশের কানহা
(c) পশ্চিমবঙ্গের জলদাপাড়া
(d) উত্তরপ্রদেশের করবেট
উত্তর: B, D
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোনগুলি বিপন্ন উদ্ভিদ প্রজাতি ?
(a) ঘৃতকুমারী
(b) সিঙ্কোনা
(c) ধুতুরা
(d) নিটাম
উত্তর: A, D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোনগুলি বাস্তৃতান্ত্রিক বৈচিত্র্য ?
(a) গামা বৈচিত্র্য
(b) জিনগত বৈচিত্র্য
(c) আলফা বৈচিত্র্য
(d) প্রজাতি বৈচিত্র্য
উত্তর: A, C
প্রশ্ন:৬
Western Ghat হটস্পট কোন্ কোন্ অঞ্চল জুড়ে অবস্থিত ?
(a) কর্ণাটক
(b) নেপাল
(c) মহারাষ্ট্র
(d) ভুটান
উত্তর: A, C
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোনগুলি সংরক্ষিত বনাঞ্চল ?
(a) পশ্চিমবঙ্গের চাপরামারি
(b) উত্তরপ্রদেশের করবেট
(c) অসমের কাজিরাঙা
(d) পশ্চিমবঙ্গের সুন্দরবন
উত্তর: A, C
প্রশ্ন:৮
হজউড ও বাস্তের মতে জিনগত বৈচিত্র্যের প্রকারভেদগুলি হল—
(a) বাস্তুতন্ত্র
(b) ব্যক্তি
(c) জনসংখ্যা
(d) পপুলেশন
উত্তর: B, D
প্রশ্ন:৯
কোনগুলি অভয়ারণ্য ?
(a) পশ্চিমবঙ্গের সুন্দরবন
(b) গুজরাটের গির
(c) মধ্যপ্রদেশের শিবপুরি
(d) কর্ণাটকের বন্দিপুর
উত্তর: A, D
প্রশ্ন:১০
কারা বায়ােস্ফিয়ার রিজার্ভের জন্য প্রচুর অর্থ ও বৈজ্ঞানিক পরামর্শ দেন ?
(a) WWF
(b) WCU
(c) MAB
(d) IUCBN
উত্তর: A, B
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment