নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
পপুলেশন ইকোলজি কী ?
উত্তর: একই প্রজাতির অন্তর্ভুক্ত বিভিন্ন জীবদের বাস্তুবিদ্যা সম্পর্কে আলােচনা।
প্রশ্ন:২
ল্যান্ডস্কেপ কাকে বলে ?
উত্তর: নির্দিষ্ট প্রাকৃতিক সীমানাভক্ত স্থলভূমি যার মধ্যে একাধিক পৃথক প্রকৃতির ইকোসিস্টেম বর্তমান।
প্রশ্ন:৩
জীব কী ?
উত্তর: বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক যার নিজস্ব সত্ত্বা আছে।
প্রশ্ন:৪
ভেজা চিরহরিৎ অরণ্যে কী কী গাছ দেখা যায় ?
উত্তর: Hopea odorata এবং Artocarpus hirsuta।
প্রশ্ন:৫
অটইকোলজি কী ?
উত্তর: প্রতিটি জীব সম্পর্কিত বাস্তু সংস্থানিক চর্চাকে অটইকোলজি বলে।
প্রশ্ন:৬
মাইক্রোক্লাইমেট কী ?
উত্তর: স্বল্প পরিসর অঞ্চলে জলবায়ুর স্থানীয় পরিবর্তন।
প্রশ্ন:৭
সিনইকোলজি কী ?
উত্তর: একই স্থানে বসবাসকারী বিভিন্ন প্রজাতির সকল জীবের বাস্তু সংস্থানিক চর্চাকে সিনইকোলজি বলে।
প্রশ্ন:৮
জলবায়ু কী ?
উত্তর: বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়ার উপাদানগুলির 30-35 বছরের গড় অবস্থা।
প্রশ্ন:৯
ডেমস কী ?
উত্তর: কোনাে নির্দিষ্ট ভৌগােলিক অঞ্চলে উপস্থিত সমগ্রজাতির জীবের বিভিন্ন পপুলেশন।
প্রশ্ন:১০
জিন ইকোলজি কী ?
উত্তর: ইকোলজির যে শাখায় জীবসমূহের জিনগত উপাদান ও প্রজাতির সৃষ্টির জন্য জিনের পরিবর্তন আলােচিত হয়।
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
Comments
Post a Comment