দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
পপুলেশন ইকোলজি কী ?
উত্তর: একই প্রজাতির অন্তর্ভুক্ত বিভিন্ন জীবদের বাস্তুবিদ্যা সম্পর্কে আলােচনা।
প্রশ্ন:২
ল্যান্ডস্কেপ কাকে বলে ?
উত্তর: নির্দিষ্ট প্রাকৃতিক সীমানাভক্ত স্থলভূমি যার মধ্যে একাধিক পৃথক প্রকৃতির ইকোসিস্টেম বর্তমান।
প্রশ্ন:৩
জীব কী ?
উত্তর: বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক যার নিজস্ব সত্ত্বা আছে।
প্রশ্ন:৪
ভেজা চিরহরিৎ অরণ্যে কী কী গাছ দেখা যায় ?
উত্তর: Hopea odorata এবং Artocarpus hirsuta।
প্রশ্ন:৫
অটইকোলজি কী ?
উত্তর: প্রতিটি জীব সম্পর্কিত বাস্তু সংস্থানিক চর্চাকে অটইকোলজি বলে।
প্রশ্ন:৬
মাইক্রোক্লাইমেট কী ?
উত্তর: স্বল্প পরিসর অঞ্চলে জলবায়ুর স্থানীয় পরিবর্তন।
প্রশ্ন:৭
সিনইকোলজি কী ?
উত্তর: একই স্থানে বসবাসকারী বিভিন্ন প্রজাতির সকল জীবের বাস্তু সংস্থানিক চর্চাকে সিনইকোলজি বলে।
প্রশ্ন:৮
জলবায়ু কী ?
উত্তর: বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়ার উপাদানগুলির 30-35 বছরের গড় অবস্থা।
প্রশ্ন:৯
ডেমস কী ?
উত্তর: কোনাে নির্দিষ্ট ভৌগােলিক অঞ্চলে উপস্থিত সমগ্রজাতির জীবের বিভিন্ন পপুলেশন।
প্রশ্ন:১০
জিন ইকোলজি কী ?
উত্তর: ইকোলজির যে শাখায় জীবসমূহের জিনগত উপাদান ও প্রজাতির সৃষ্টির জন্য জিনের পরিবর্তন আলােচিত হয়।
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕

Comments
Post a Comment