WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
ইউগ্লিনার পুষ্টি পদ্ধতি কী ?
উত্তর:
অটোট্রপিক এবং হলােজয়িক পুষ্টি।
প্রশ্ন:২
সকল প্রােটোজোয়ান প্রােটিস্টদের মধ্যে কী প্রকার খাদ্যের পরিপাক দেখা যায় ?
উত্তর:
ইন্ট্রাসেলুলার (Intracellular)।
প্রশ্ন:৩
ম্যালেরিয়ার পরজীবীর ঊসিস্ট গঠিত হয় কোথায় ?
উত্তর:
মানুষের যকৃতে।
প্রশ্ন:৪
Trypanosoma প্রােটোজোয়ার বাহকের নাম কী ?
উত্তর:
সেটসি মাছি (Tsetse fly)।
প্রশ্ন:৫
কোন্ দশায় ম্যালেরিয়া পরজীবী পরিপাক কালে মশকীর পরিপাক নালি থেকে মুক্ত হয় ?
উত্তর:
গ্যামেটোসাইট দশায়।
প্রশ্ন:৬
কোন্ ধরনের মশকী মানুষের মধ্যে ম্যালেরিয়া রােগ ছড়ায় ?
উত্তর:
স্ত্রী অ্যানােফিলিস।
প্রশ্ন:৭
কোন্ কারণে সিলিয়া যুক্ত জীব অন্যান্য প্রােটোজোয়ার থেকে আলাদা ?
উত্তর:
তাদের দু-রকমের নিউক্লিয বস্তু থাকে, যথা—ম্যাক্রো এবং মাইক্রোনিউক্লিয়াস।
প্রশ্ন:৮
কোন্ ধরনের অঙ্গ সিলিয়ারি এবং অ্যামিবয়েড চলনের জন্য দায়ী ?
উত্তর:
সিলিয়া, সিউডােপােডিয়া।
প্রশ্ন:৯
সালােকসংশ্লেষে সক্ষম প্রােটিস্টদের কি রঞ্জক পদার্থ দেখা যায় ?
উত্তর:
ক্লোরােফিল।
প্রশ্ন:১০
প্রােটোজোয়ানের কন্ট্রাক্টটাইল ভ্যাকুলের প্রধান কাজ কী ?
উত্তর:
অসমােরেগুলেশন।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৬[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৮[NEXT]
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment