WBCS Special MCQs
Biologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
ভারতবর্ষে একশৃঙ্গ গন্ডারের নতুন বাসভূমি রূপে তৈরি হয়েছে কোনটি ?
(a) Kanha
(b) Corbett
(c) Dudhwa
(d) Bandhavgarh
উত্তর: C
প্রশ্ন:২
ন্যাশনাল পার্কে রক্ষা করা হয়—
(a) সকল উদ্ভিদকে
(b) সকল প্রাণীকে
(c) সমগ্র বাস্তুতন্ত্রকে
(d) a ও b উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৩
Hot spot-এর বৈশিষ্ট্য হল—
(a) সর্বাপেক্ষা বেশি জীববৈচিত্র্য
(b) স্বল্প জীববৈচিত্র্য
(c) a ও b উভয়ই
(d) সর্বাপেক্ষা বেশি সংরক্ষণ
উত্তর: A
প্রশ্ন:৪
'Project Tiger' সর্বপ্রথম শুরু হয় কোন্ খ্রিস্টাব্দে ?
(a) 1973
(b) 1981
(c) 1953
(d) 1963
উত্তর: A
প্রশ্ন:৫
Mangrove Tiger দেখা যায়—
(a) পেরিয়ারে
(b) সুন্দরবনে
(c) মানস স্যাংচুয়ারিতে
(d) করবেট ন্যাশনাল পার্কে
উত্তর: B
প্রশ্ন:৬
কেরালার পেরিয়ার ওয়াল্ড লাইফ স্যাংচুয়ারি বিখ্যাত কী কারণে ?
(a) জলজ পাখি
(b) প্যানথার
(c) পরিযায়ী পাখি
(d) হাতি
উত্তর: D
প্রশ্ন:৭
স্বল্পমাত্রায় প্রজননের ফলে কোন্ প্রাণীটির অবলুপ্তি ঘটতে পারে ?
(a) পান্ডা
(b) সিংহ
(c) হরিণ
(d) বাঘ
উত্তর: A
প্রশ্ন:৮
কোন্ অঞ্চল থেকে সর্বাপেক্ষা অধিক পরিমাণে প্রজাতি বিলুপ্ত হয়েছে ?
(a) মূল ভূখণ্ড
(b) মহাসাগর
(c) দ্বীপসমূহ
(d) মিষ্টি জলাশয়
উত্তর: C
প্রশ্ন:৯
Ex-situ সংরক্ষণ হয় কোনটিতে ?
(a) ন্যাশানাল পার্ক
(b) চিড়িয়াখানা
(c) স্যাংচুয়ারি
(d) বায়ােস্ফিয়ার রিজার্ভ
উত্তর: B
প্রশ্ন:১০
ভারতবর্ষে আমের বিভিন্ন গন্ধ, বর্ণ, স্বাদ, মিষ্টত্ব ইত্যাদির কারণ হল—
(a) Hybridization
(b) Genetic diversity
(c) Species diversity
(d) Induced mutation
উত্তর: B
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট ২১[PREV]
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট ২৩[NEXT]
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment