নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
স্থানীয় বৈচিত্র্য (local diversity ) হল—
(a) β-diversity
(b) δ-diversity
(c) α-diversity
(d) γ-diversity
উত্তর: C
প্রশ্ন:২
উদ্ভিদের প্রজাতির সংখ্যা যা লুপ্ত হতে চলেছে—
(a) 250
(b) 25,000
(c) 2,500
(d) 25
উত্তর: B
প্রশ্ন:৩
সমগ্র পৃথিবীর 85% খাদ্যদ্রব্য পাওয়া যায় কতপ্রকার প্রজাতির উদ্ভিদ থেকে—
(a) 120
(b) 300
(c) 20
(d) 150
উত্তর: C
প্রশ্ন:৪
1986 খ্রিস্টাব্দে কোথায় ভারতের সর্বপ্রথম বায়ােস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয় ?
(a) সুন্দরবনে
(b) নীলগিরিতে
(c) নন্দাদেবীতে
(d) মিনামার উপকূলে
উত্তর: B
প্রশ্ন:৫
ক্রান্তীয় অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য হ্রাসের কারণ হল—
(a) দূষণ
(b) অরণ্যনিধন
(c) মৃত্তিকা ক্ষয়
(d) শহর স্থাপন
উত্তর: B
প্রশ্ন:৬
ভারতবর্ষে এন্ডেমিক প্রকৃতির স্তন্যপায়ী প্রাণীর পরিমাণ—
(a) 10%
(b) 33%
(c) 30%
(d) 53%
উত্তর: A
প্রশ্ন:৭
পরিযায়ী পাখিদের সংখ্যা হ্রাসের কারণ হল—
(a) বসতির খণ্ডীভবন বা ধ্বংসসাধন
(b) প্রতিকূল আবহাওয়া
(c) কীটনাশক
(d) নতুন শহর স্থাপন
উত্তর: A
প্রশ্ন:৮
ভারতবর্ষে মােট কয়টি জৈব ভৌগােলিক অঞ্চল আছে ?
(a) 10
(b) 16
(c) 18
(d) 8
উত্তর: A
প্রশ্ন:৯
ভারতবর্ষে এন্ডেমিক (endemic) প্রজাতিভুক্ত সপুষ্পক উদ্ভিদের প্রজাতি সংখ্যা হল—
(a) 33%
(b) 66%
(c) 72%
(d) 10%
উত্তর: A
প্রশ্ন:১০
ভারতবর্ষের সর্ববৃহৎ জীবভৌগােলিক অঞ্চল হল—
(a) Deccan peninsula
(b) North-East region
(c) Western Ghats
(d) Coasts
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment