দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
স্থানীয় বৈচিত্র্য (local diversity ) হল—
(a) β-diversity
(b) δ-diversity
(c) α-diversity
(d) γ-diversity
উত্তর: C
প্রশ্ন:২
উদ্ভিদের প্রজাতির সংখ্যা যা লুপ্ত হতে চলেছে—
(a) 250
(b) 25,000
(c) 2,500
(d) 25
উত্তর: B
প্রশ্ন:৩
সমগ্র পৃথিবীর 85% খাদ্যদ্রব্য পাওয়া যায় কতপ্রকার প্রজাতির উদ্ভিদ থেকে—
(a) 120
(b) 300
(c) 20
(d) 150
উত্তর: C
প্রশ্ন:৪
1986 খ্রিস্টাব্দে কোথায় ভারতের সর্বপ্রথম বায়ােস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয় ?
(a) সুন্দরবনে
(b) নীলগিরিতে
(c) নন্দাদেবীতে
(d) মিনামার উপকূলে
উত্তর: B
প্রশ্ন:৫
ক্রান্তীয় অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য হ্রাসের কারণ হল—
(a) দূষণ
(b) অরণ্যনিধন
(c) মৃত্তিকা ক্ষয়
(d) শহর স্থাপন
উত্তর: B
প্রশ্ন:৬
ভারতবর্ষে এন্ডেমিক প্রকৃতির স্তন্যপায়ী প্রাণীর পরিমাণ—
(a) 10%
(b) 33%
(c) 30%
(d) 53%
উত্তর: A
প্রশ্ন:৭
পরিযায়ী পাখিদের সংখ্যা হ্রাসের কারণ হল—
(a) বসতির খণ্ডীভবন বা ধ্বংসসাধন
(b) প্রতিকূল আবহাওয়া
(c) কীটনাশক
(d) নতুন শহর স্থাপন
উত্তর: A
প্রশ্ন:৮
ভারতবর্ষে মােট কয়টি জৈব ভৌগােলিক অঞ্চল আছে ?
(a) 10
(b) 16
(c) 18
(d) 8
উত্তর: A
প্রশ্ন:৯
ভারতবর্ষে এন্ডেমিক (endemic) প্রজাতিভুক্ত সপুষ্পক উদ্ভিদের প্রজাতি সংখ্যা হল—
(a) 33%
(b) 66%
(c) 72%
(d) 10%
উত্তর: A
প্রশ্ন:১০
ভারতবর্ষের সর্ববৃহৎ জীবভৌগােলিক অঞ্চল হল—
(a) Deccan peninsula
(b) North-East region
(c) Western Ghats
(d) Coasts
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment