দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
সূক্ষ্ম সূক্ষ্ম দূষণ কণাগুলিকে কোনটির দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না ?
(a) অ্যারেস্টার
(b) ইনসিনেরেটর
(c) ফিলটার
(d) স্ক্রাবার
উত্তর: B
প্রশ্ন:২
'Silent Zone'-এ দিনেরবেলায় শব্দের মাত্রা হওয়া উচিত—
(a) 40dB
(b) 30dB
(c) 70dB
(d) 20dB
উত্তর: B
প্রশ্ন:৩
কোন্ ধাতুটির ক্ষতিকর প্রভাব আছে ?
(a) CO
(b) U
(c) Pb
(d) সব কয়টি
উত্তর: D
প্রশ্ন:৪
গ্যাসীয় দূষকগুলি নিয়ন্ত্রণ করা হয় কোন্ পদ্ধতিতে ?
(a) ESP
(b) Arrestors
(c) Adsorption
(d) Pyrolysis
উত্তর: C
প্রশ্ন:৫
একটি 'Mutagenic Pollutant' হল—
(a) হাইড্রোকার্বন
(b) NO2
(c) রেজিন
(d) অরগ্যানােফসফেট
উত্তর: A
প্রশ্ন:৬
জলদূষণের জৈবনির্দেশক (Bioindicator) নয় কোনটি ?
(a) Stone files
(b) Sludge worms
(c) Cattle worms
(d) Sewage fungi
উত্তর: A
প্রশ্ন:৭
সরীসৃপ ও পাখির সংখ্যা হ্রাসের কারণ হল—
(a) বায়ােফার্টিলাইজার
(b) DDT
(c) বায়ােইনসেক্টিসাইড
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৮
সূর্যালােকের UV-রশ্মি উৎপন্ন করে ?
(a) SO2
(b) O3
(c) ফ্লুওরাইড
(d) CO
উত্তর: B
প্রশ্ন:৯
অ্যানথ্রাকোসিসের কারণ হল—
(a) কয়লা গুঁড়াে
(b) সিলিকা
(c) লৌহ গুঁড়াে
(d) আখের ছিবড়া
উত্তর: A
প্রশ্ন:১০
Non-biodegradable pollutant হল—
(a) সবুজ পাতা
(b) DDT
(c) গােবর
(d) কাগজ
উত্তর: B
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment