নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
ন্যাচারাল হিস্ট্রি-মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর:
লন্ডনে।
প্রশ্ন:২
CEE-এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর:
Centre for Environment Education।
প্রশ্ন:৩
একটি পাবলিক অ্যাকুরিয়ামের নাম কী ?
উত্তর:
জার্জিয়া অ্যাকুয়ারিয়াম।
প্রশ্ন:৪
ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কী ?
উত্তর:
হাওড়া জেলার শিবপুরে Indian Botanical Garden।
প্রশ্ন:৫
পুরাতাত্ত্বিক মিউজিয়াম কী ?
উত্তর:
যে মিউজিয়ামে প্রাচীনকালের স্থাপত্য, শিল্পকলা প্রদর্শিত হয়।
প্রশ্ন:৬
বৃহত্তম উদ্ভিদ উদ্যান কী ?
উত্তর:
পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যান— Royal Botanic Garden যা পশ্চিম ইংল্যান্ডের কিউতে অবস্থিত।
প্রশ্ন:৭
ওয়েব মিউজিয়াম কী ?
উত্তর:
ইন্টারনেটের ওয়েবসাইটের মাধ্যমে মিউজিয়ামের উপাদান পর্যবেক্ষিত হয়।
প্রশ্ন:৮
ভিয়েনা জু কোথায় অবস্থিত ?
উত্তর:
অস্ট্রিয়াতে।
প্রশ্ন:৯
WAZA এর পুরাে নাম কী ?
উত্তর:
World Association of Zoos & Aquarium।
প্রশ্ন:১০
ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর:
কলকাতায়।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment