দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
ন্যাচারাল হিস্ট্রি-মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর:
লন্ডনে।
প্রশ্ন:২
CEE-এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর:
Centre for Environment Education।
প্রশ্ন:৩
একটি পাবলিক অ্যাকুরিয়ামের নাম কী ?
উত্তর:
জার্জিয়া অ্যাকুয়ারিয়াম।
প্রশ্ন:৪
ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কী ?
উত্তর:
হাওড়া জেলার শিবপুরে Indian Botanical Garden।
প্রশ্ন:৫
পুরাতাত্ত্বিক মিউজিয়াম কী ?
উত্তর:
যে মিউজিয়ামে প্রাচীনকালের স্থাপত্য, শিল্পকলা প্রদর্শিত হয়।
প্রশ্ন:৬
বৃহত্তম উদ্ভিদ উদ্যান কী ?
উত্তর:
পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যান— Royal Botanic Garden যা পশ্চিম ইংল্যান্ডের কিউতে অবস্থিত।
প্রশ্ন:৭
ওয়েব মিউজিয়াম কী ?
উত্তর:
ইন্টারনেটের ওয়েবসাইটের মাধ্যমে মিউজিয়ামের উপাদান পর্যবেক্ষিত হয়।
প্রশ্ন:৮
ভিয়েনা জু কোথায় অবস্থিত ?
উত্তর:
অস্ট্রিয়াতে।
প্রশ্ন:৯
WAZA এর পুরাে নাম কী ?
উত্তর:
World Association of Zoos & Aquarium।
প্রশ্ন:১০
ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর:
কলকাতায়।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷

Comments
Post a Comment