নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
জীববৈচিত্র্যের পর্যায়গুলি কী কী ?
উত্তর:
জেনেটিক, প্রজাতিভুক্ত এবং সম্প্রদায়ভুক্ত জীববৈচিত্র্য।
প্রশ্ন:২
শুক্রাণু ও ডিম্বাণু কোথায় সংরক্ষণ করা হয় ?
উত্তর:
জার্মপ্লাজম ব্যাংকে।
প্রশ্ন:৩
বন্যপ্রাণী জীব সম্পৰ্কীয় গবেষণা কেন্দ্র কোথায় আছে ?
উত্তর:
ভারতবর্ষের দেরাদুনে।
প্রশ্ন:৪
BNHS এবং WPSI- এর পুরাে নাম কী ?
উত্তর:
Bombay Natural History Society এবং Wildlife Preservation Society of India.
প্রশ্ন:৫
জীববৈচিত্র্য কী ?
উত্তর:
বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায়।
প্রশ্ন:৬
বায়ােস্ফিয়ার রিজার্ভকে কী কী অঞ্চলে ভাগ করা হয়েছে ?
উত্তর:
কোর, বনজ, পর্যটক ও পুনরুদ্ধার অঞ্চল।
প্রশ্ন:৭
পৃথিবীতে স্থলজ হট স্পট কয়টি আছে ?
উত্তর:
25 টি।
প্রশ্ন:৮
গন্ডার ও সিংহের জন্য প্রসিদ্ধ জাতীয় উদ্যান কোনটি ?
উত্তর:
কাজিরাঙা জাতীয় উদ্যান।
প্রশ্ন:৯
ফ্লোরা ও ফনায় পরিপূর্ণ ভারতবর্ষের একটি রাজ্যের নাম কী ?
উত্তর:
মধ্যপ্রদেশ।
প্রশ্ন:১০
বিজ্ঞানে স্তন্যপায়ীর কতগুলি প্রজাতি সম্পর্কে জানা সম্ভব হয়েছে ?
উত্তর:
4650 টি প্রজাতি।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment