দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
জীববৈচিত্র্যের পর্যায়গুলি কী কী ?
উত্তর:
জেনেটিক, প্রজাতিভুক্ত এবং সম্প্রদায়ভুক্ত জীববৈচিত্র্য।
প্রশ্ন:২
শুক্রাণু ও ডিম্বাণু কোথায় সংরক্ষণ করা হয় ?
উত্তর:
জার্মপ্লাজম ব্যাংকে।
প্রশ্ন:৩
বন্যপ্রাণী জীব সম্পৰ্কীয় গবেষণা কেন্দ্র কোথায় আছে ?
উত্তর:
ভারতবর্ষের দেরাদুনে।
প্রশ্ন:৪
BNHS এবং WPSI- এর পুরাে নাম কী ?
উত্তর:
Bombay Natural History Society এবং Wildlife Preservation Society of India.
প্রশ্ন:৫
জীববৈচিত্র্য কী ?
উত্তর:
বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায়।
প্রশ্ন:৬
বায়ােস্ফিয়ার রিজার্ভকে কী কী অঞ্চলে ভাগ করা হয়েছে ?
উত্তর:
কোর, বনজ, পর্যটক ও পুনরুদ্ধার অঞ্চল।
প্রশ্ন:৭
পৃথিবীতে স্থলজ হট স্পট কয়টি আছে ?
উত্তর:
25 টি।
প্রশ্ন:৮
গন্ডার ও সিংহের জন্য প্রসিদ্ধ জাতীয় উদ্যান কোনটি ?
উত্তর:
কাজিরাঙা জাতীয় উদ্যান।
প্রশ্ন:৯
ফ্লোরা ও ফনায় পরিপূর্ণ ভারতবর্ষের একটি রাজ্যের নাম কী ?
উত্তর:
মধ্যপ্রদেশ।
প্রশ্ন:১০
বিজ্ঞানে স্তন্যপায়ীর কতগুলি প্রজাতি সম্পর্কে জানা সম্ভব হয়েছে ?
উত্তর:
4650 টি প্রজাতি।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷

Comments
Post a Comment