দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোনটি গ্রিন হাউস ?
(a) CO
(b) CH4
(c) O2
(d) জলীয় বাষ্প
উত্তর: C
প্রশ্ন:২
কোনটি সর্বাধিক ক্ষতিকর ?
(a) DDT
(b) হিউমিউলিন
(c) পাইরিথ্রাম
(d) রােটেনন
উত্তর: A
প্রশ্ন:৩
'Good Ozone' দেখা যায় কোন্ স্তরে ?
(a) ট্রপােস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) আয়নােস্ফিয়ার
(d) মেসােস্ফিয়ার
উত্তর: B
প্রশ্ন:৪
কোন্ গৃহস্থালি সামগ্রীর ক্ষতিকর বিকিরণজনিত প্রভাব আছে ?
(a) রঙিন টিভি
(b) টিউবলাইট
(c) হিটার
(d) ওভেন
উত্তর: B
প্রশ্ন:৫
সর্বনিম্ন গ্রিন হাউস এফেক্ট দেখা যায় কোন্ গ্যাসের ক্ষেত্রে ?
(a) NO2
(b) O3
(c) CO
(d) CO2
উত্তর: A
প্রশ্ন:৬
দূষণ—
(a) মনুষ্য সৃষ্টি
(b) প্রাকৃতিক
(c) a ও b উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৭
Secondary Pollutant হল—
(a) CI2
(b) HNO3
(c) NO2
(d) Br
উত্তর: A
প্রশ্ন:৮
দূষণ হল—
(a) উপরিস্তরের মৃত্তিকা অপসারণ
(b) পরিবেশে ক্ষতিকর পদার্থের নির্গমন
(c) শক্তি সংরক্ষণ
(d) সব কয়টি
উত্তর: B
প্রশ্ন:৯
ওজোন স্তরের সর্বাধিক ক্ষতিসাধন করে—
(a) CFC
(b) CH4
(c) CO2
(d) SO2
উত্তর: A
প্রশ্ন:১০
ইটাই-ইটাই রােগের কারণ হল—
(a) Cd
(b) Pb
(c) Hg
(d) As
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment