দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
গন্ডার ও সিংহের জন্য প্রসিদ্ধ জাতীয় উদ্যান কোনটি ?
উত্তর: কাজিরাঙা জাতীয় উদ্যান।
প্রশ্ন:২
জীববৈচিত্র্যের ক্ষুদ্রতম একক কোন্ প্রকার বৈচিত্র্যকে বলে ?
উত্তর: আলফা বৈচিত্র্য।
প্রশ্ন:৩
সর্বপ্রথম কে জীববৈচিত্র্য শব্দটির ব্যাখ্যা করেন ?
উত্তর: বিজ্ঞানী ওয়াল্টার রােসেন।
প্রশ্ন:৪
ইন-সিটু সংরক্ষণ কী ?
উত্তর: প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্যের সংরক্ষণকে ইন-সিটু সংরক্ষণ বলে।
প্রশ্ন:৫
জীববৈচিত্র্য কী ?
উত্তর: বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রের জীবের মধ্যে যেসকল বিভিন্নতা দেখা যায়।
প্রশ্ন:৬
বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কী ?
উত্তর: একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে।
প্রশ্ন:৭
পৃথিবীতে স্থলজ হটস্পটের সংখ্যা কয়টি ?
উত্তর: 25 টি।
প্রশ্ন:৮
এক্স-সিটু সংরক্ষণ কাকে বলে ?
উত্তর: উদ্ভিদ ও প্রাণীর নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে তাদের সংরক্ষন করার পদ্ধতিকে এক্স-সিটু সংরক্ষণ বলে।
প্রশ্ন:৯
বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের প্রকারগুলি কী কী ?
উত্তর: আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য।
প্রশ্ন:১০
জীববৈচিত্র্যের পর্যায়গুলি কী কী ?
উত্তর: জেনেটিক, প্রজাতিভুক্ত এবং সম্প্রদায়ভুক্ত জীববৈচিত্র্য।
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕

Comments
Post a Comment