দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
কোন্ স্তন্যপায়ী ডিম পাড়ে ?
উত্তর:
হংসচঞ্চু।
প্রশ্ন:২
প্রােটিড কোন্ প্রাণীতে দেখা যায় ?
উত্তর:
ফিতাকৃমি।
প্রশ্ন:৩
কোন্ স্তন্যপায়ীর মারসুপিয়াম থাকে ?
উত্তর:
ক্যাঙ্গারু।
প্রশ্ন:৪
নিমাটোসিস্ট কোথায় দেখা যায় ?
উত্তর:
Hydra।
প্রশ্ন:৫
কোন্ শ্রেণির প্রাণীদের অগ্রপদ ডানায় রূপান্তরিত ?
উত্তর:
পক্ষী শ্রেণির প্রাণীদের।
প্রশ্ন:৬
কোন্ উভচর নিজ অপত্যকে দেহের পশ্চাদভাগে বহন করে ?
উত্তর:
Pipa (একধরনের ব্যাঙ)।
প্রশ্ন:৭
স্তন্যপায়ী প্রাণীদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর:
সারা দেহ রােমাবৃত, স্তনগ্রন্থি উপস্থিত।
প্রশ্ন:৮
কোয়ানােসাইট কোশ কোন্ প্রাণীতে বর্তমান ?
উত্তর:
স্পঞ্জ।
প্রশ্ন:৯
'Venus-flower-basket'-এর বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর:
Euplectella।
প্রশ্ন:১০
স্তন্যপায়ীদের কয় ভাগে ভাগ করা হয়েছে ?
উত্তর:
স্তন্যপায়ীদের প্রােটোথেরিয়া, মেটাথেরিয়া ও ইউথেরিয়া নামক তিনভাগে ভাগ করা হয়েছে।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷

Comments
Post a Comment