WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
বহিঃকোশীয় ভিরিয়ন কী ?
উত্তর:
পােষক কোশের বাইরের সম্পূর্ণ ভাইরাস কণাকে বহিঃকোশীয় ভিরিয়ন বলে।
প্রশ্ন:২
RNA যুক্ত প্রাণী ভাইরাস ও DNA যুক্ত উদ্ভিদ ভাইরাস কী কী ?
উত্তর:
RNA যুক্ত প্রাণী ভাইরাস- ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।
DNA যুক্ত উদ্ভিদ ভাইরাস- ফুলকপির মােজাইক ভাইরাস।
প্রশ্ন:৩
অ্যাকটিনােফাজ কী ?
উত্তর:
অ্যাকটিনােমাইসিটিস আক্রমণকারী ফাজকে অ্যাকটিনােফাজ বলে।
প্রশ্ন:৪
ভাইরাস জিনােম কী ?
উত্তর:
ভাইরাস মধ্যস্থ নিউক্লিক অ্যাসিডকে ভাইরাস জিনােম বলে।
প্রশ্ন:৫
ভিরিয়ন কী ?
উত্তর:
সংক্রামক যােগ্য ভাইরাসের কণাকে ভিরিয়ন বলে।
প্রশ্ন:৬
কোন্ ভাইরাসে DNA ও RNA উভয় থাকে ?
উত্তর:
লিউকো ভাইরাসে।
প্রশ্ন:৭
কোন্ ভাইরাসে ক্যাপসিড থাকে না ?
উত্তর:
Potato Spindle Tuber Virus (PSTV)।
প্রশ্ন:৮
ভেক্টর কী ?
উত্তর:
যে সকল উদ্ভিদ বা প্রাণী ভাইরাস সংক্রমণে সাহায্য করে, তাদের ভেক্টর বলে।
প্রশ্ন:৯
ব্যাকটেরিওফাজ কী ?
উত্তর:
ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ফাজকে ব্যাকটেরিওফাজ বলে।
প্রশ্ন:১০
ভাইরয়েড কী ?
উত্তর:
ক্যাপসিডবিহীন ভাইরাসদের ভাইরয়েড বলে।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২১[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৩[NEXT]
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment