WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
বাইনাল গঠনযুক্ত একটি ভাইরাস কী ?
উত্তর:
ব্যাকটেরিওফাজ T2।
প্রশ্ন:২
ভাইরাসের জীবনচক্রে কয়টি দশা দেখা যায় ?
উত্তর:
দুটি দশা , যথা—অন্তঃকোশীয় দশা ও বহিঃকোশীয় দশা।
প্রশ্ন:৩
নগ্ন ভাইরাস কী ?
উত্তর:
এনভেলপবিহীন ভাইরাসকে নগ্ন ভাইরাস বলে।
প্রশ্ন:৪
নিউক্লয়েড কী ?
উত্তর:
ক্যাপসিড মধ্যস্থ নিউক্লিক অ্যাসিডকে নিউক্লয়েড বলে।
প্রশ্ন:৫
ভাইরাস ঘটিত রােগ কী কী ?
উত্তর:
হাম, গুটিবসন্ত ইত্যাদি।
প্রশ্ন:৬
অঙ্গজ ফাজ কী ?
উত্তর:
পােষক কোশে বিভাজনরত ফাজ DNA-কে অঙ্গজ ফাজ বলে।
প্রশ্ন:৭
প্রিয়ন কী ?
উত্তর:
সংক্রামণযােগ্য প্রােটিন কণাকে প্রিয়ন বলে।
প্রশ্ন:৮
ভাইরয়েড কোথায় থাকে ?
উত্তর:
পােষক কোশের নিউক্লিয়াসে থাকে।
প্রশ্ন:৯
স্পাইক কী ?
উত্তর:
এনভেলপের বাইরে কাঁটার মতাে উপবৃদ্ধিকে স্পাইক বলে।
প্রশ্ন:১০
ভাইরাস কী ধরনের পরজীবী ?
উত্তর:
বাধ্যতামূলক পরজীবী।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১০[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১২[NEXT]
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment