দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
Forest Management কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) Sericulture
(b) Silviculture
(c) Apiculture
(d) Agriculture
উত্তর: B
প্রশ্ন:২
WWF-এর পুরাে নাম হল—
(a) World War Fund for Nature
(b) World Wild Forest Fund
(c) World Wild life Fund
(d) World Wild life Fund Nature
উত্তর: C
প্রশ্ন:৩
পৃথিবীতে সর্বাপেক্ষা বৈচিত্র্যময় পাখিসমূহ দেখা যায়—
(a) Zaire
(b) Colombia
(c) India
(d) Burma
উত্তর: B
প্রশ্ন:৪
অক্ষাংশ ও আদ্রর্তার নতিমাত্রার পরিবর্তনের ফলাফল হল—
(a) δ-diversity
(b) α-diversity
(c) β-diversity
(d) γ-diversity
উত্তর: C
প্রশ্ন:৫
সর্বাপেক্ষা বেশি Vulnerable species দেখা যায় কোন্ গােষ্ঠীতে ?
(a) সরীসৃপ
(b) উভচর
(c) পক্ষী
(d) সপুষ্পক উদ্ভিদ
উত্তর: D
প্রশ্ন:৬
বর্তমান জীবজগতের বৈচিত্র্যের কারণ হল—
(a) প্রাকৃতিক নির্বাচন
(b) উপযােগী প্রজাতির আধিক্য
(c) প্রজাতি সমুহের অতিরিক্ত সদস্য সংখ্যা
(d) প্রকৃতির খেয়াল
উত্তর: A
প্রশ্ন:৭
World Conservation Union-এর সদর দফতর অবস্থিত কোন্ দেশে ?
(a) জার্মানি
(b) সুইজারল্যান্ড
(c) জাপান
(d) USA
উত্তর: B
প্রশ্ন:৮
জীব বৈচিত্র্য সর্বাধিক হয় যেখানে রয়েছে—
(a) Perubation
(b) Heterogenicity
(c) সর্বাধিক পুষ্টি
(d) a ও b উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৯
Exotic species কোনটি ?
(a) Lantana camara
(b) Prosopis cineraria
(c) Nile perch
(d) Ficus religiosa
উত্তর: A
প্রশ্ন:১০
সর্বাপেক্ষা প্রাকৃতিক বৈচিত্র্য বেশি দেখা যায়—
(a) Coral reefs
(b) Sugarcane field
(c) Tropical forest
(d) Estuaries
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment