নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
Forest Management কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) Sericulture
(b) Silviculture
(c) Apiculture
(d) Agriculture
উত্তর: B
প্রশ্ন:২
WWF-এর পুরাে নাম হল—
(a) World War Fund for Nature
(b) World Wild Forest Fund
(c) World Wild life Fund
(d) World Wild life Fund Nature
উত্তর: C
প্রশ্ন:৩
পৃথিবীতে সর্বাপেক্ষা বৈচিত্র্যময় পাখিসমূহ দেখা যায়—
(a) Zaire
(b) Colombia
(c) India
(d) Burma
উত্তর: B
প্রশ্ন:৪
অক্ষাংশ ও আদ্রর্তার নতিমাত্রার পরিবর্তনের ফলাফল হল—
(a) δ-diversity
(b) α-diversity
(c) β-diversity
(d) γ-diversity
উত্তর: C
প্রশ্ন:৫
সর্বাপেক্ষা বেশি Vulnerable species দেখা যায় কোন্ গােষ্ঠীতে ?
(a) সরীসৃপ
(b) উভচর
(c) পক্ষী
(d) সপুষ্পক উদ্ভিদ
উত্তর: D
প্রশ্ন:৬
বর্তমান জীবজগতের বৈচিত্র্যের কারণ হল—
(a) প্রাকৃতিক নির্বাচন
(b) উপযােগী প্রজাতির আধিক্য
(c) প্রজাতি সমুহের অতিরিক্ত সদস্য সংখ্যা
(d) প্রকৃতির খেয়াল
উত্তর: A
প্রশ্ন:৭
World Conservation Union-এর সদর দফতর অবস্থিত কোন্ দেশে ?
(a) জার্মানি
(b) সুইজারল্যান্ড
(c) জাপান
(d) USA
উত্তর: B
প্রশ্ন:৮
জীব বৈচিত্র্য সর্বাধিক হয় যেখানে রয়েছে—
(a) Perubation
(b) Heterogenicity
(c) সর্বাধিক পুষ্টি
(d) a ও b উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৯
Exotic species কোনটি ?
(a) Lantana camara
(b) Prosopis cineraria
(c) Nile perch
(d) Ficus religiosa
উত্তর: A
প্রশ্ন:১০
সর্বাপেক্ষা প্রাকৃতিক বৈচিত্র্য বেশি দেখা যায়—
(a) Coral reefs
(b) Sugarcane field
(c) Tropical forest
(d) Estuaries
উত্তর: A
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
Comments
Post a Comment