WBCS Special VSQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
উৎপাদক কাকে বলে ?
উত্তর: যে সকল জীব নিজেদের খাদ্য সংশ্লেষ করে বাস্তুতন্ত্রের অন্য জীবদের খাদ্য বা শক্তি সরবরাহ করে।
প্রশ্ন:২
কোন্ ধরনের বৃদ্ধির লেখচিত্রে সূচকীয় বৃদ্ধিদশার পর পপুলেশনের বৃদ্ধির হার না বেড়ে একই হারে চলতে থাকে ?
উত্তর: S-আকৃতির বৃদ্ধির লেখচিত্র।
প্রশ্ন:৩
একটি জলজ উদ্ভিদের নাম লেখাে।
উত্তর: Wolffia (উলফিয়া)।
প্রশ্ন:৪
সম্পূর্ণ পরজীবীর নাম কী কী ?
উত্তর: Ascaris, Cuscuta ইত্যাদি।
প্রশ্ন:৫
দুটি আরােহী উদ্ভিদের নাম করাে।
উত্তর: Dioscoria এবং Hoya।
প্রশ্ন:৬
কোন্ প্রাণীর চক্ষু হেড সিল্ড দ্বারা আবৃত থাকে ?
উত্তর: টিফলোপ (Typhlop)।
প্রশ্ন:৭
প্যাথােজেনিক পরজীবীর নাম কী ?
উত্তর: Salmonella typhae।
প্রশ্ন:৮
সর্বভুক কাকে বলে ?
উত্তর: যে সকল প্রাণীরা উদ্ভিদ ও বিভিন্ন স্তরের খাদকদের ভক্ষণ করে।
প্রশ্ন:৯
কোন্ প্রাণীর পদ প্যাডেলে রূপান্তরিত হয় ?
উত্তর: Sirnia।
প্রশ্ন:১০
পরিবেশগত শর্তাবলি কী ?
উত্তর: পরিবেশের যে উপাদানগুলি প্রত্যক্ষ বা পরােক্ষভাবে জীবের গঠন ও কার্যাবলিকে বিশেষভাবে প্রভাবিত করে।
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট ২[NEXT]
🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕🎕
Comments
Post a Comment