নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
শব্দ দূষণের নিম্ন মাত্রা কত ?
(a) 80dB
(b) 120dB
(c) 30dB
(d) 100dB
উত্তর: A
প্রশ্ন:২
ত্বকের ক্যানসার ও মিউটেশনের প্রধান কারণ—
(a) ওজোন স্তর ধ্বংস
(b) CO2 দূষণ
(c) অম্লবৃষ্টি
(d) CO দূষণ
উত্তর: A
প্রশ্ন:৩
BOD হল—
(a) Biosphere Oxygen Demand
(b) Biological Oxygen Demand
(c) Botanical Oxygen Demand
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৪
'Heat Islands' সৃষ্টির কারণ—
(a) বায়ু দূষণ
(b) ভূমি দূষণ
(c) জল দূষণ
(d) সব কয়টি
উত্তর: A
প্রশ্ন:৫
UV রশ্মিকে প্রতিহত করে কোন্ গ্যাস ?
(a) O3
(b) CO2
(c) O2
(d) N2
উত্তর: A
প্রশ্ন:৬
Biodegradable Pollutant হল—
(a) পারদ
(b) ময়লা জল
(c) প্লাস্টিক
(d) অ্যাসবেস্টস
উত্তর: B
প্রশ্ন:৭
কোনটি সর্বাপেক্ষা বিষাক্ত ?
(a) CO
(b) SO2
(c) C
(d) CO2
উত্তর: C
প্রশ্ন:৮
ওজোন স্তর ধ্বংসের জন্য সর্বাপেক্ষা দায়ী কোন্ দেশ ?
(a) রাশিয়া
(b) জাপান
(c) মার্কিন যুক্তরাষ্ট্র
(d) জার্মানি
উত্তর: C
প্রশ্ন:৯
বড়াে বড়াে শহরে দূষণের প্রধান কারণ হল—
(a) অম্লবৃষ্টি
(b) জীবাশ্ম জ্বালানি
(c) তেজস্ক্রিয় পদার্থ
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:১০
লাইকেন কোন্ দূষণ নির্দেশ করে ?
(a) SO2
(b) CO
(c) O3
(d) NO2
উত্তর: A
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment