দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
শব্দ দূষণের নিম্ন মাত্রা কত ?
(a) 80dB
(b) 120dB
(c) 30dB
(d) 100dB
উত্তর: A
প্রশ্ন:২
ত্বকের ক্যানসার ও মিউটেশনের প্রধান কারণ—
(a) ওজোন স্তর ধ্বংস
(b) CO2 দূষণ
(c) অম্লবৃষ্টি
(d) CO দূষণ
উত্তর: A
প্রশ্ন:৩
BOD হল—
(a) Biosphere Oxygen Demand
(b) Biological Oxygen Demand
(c) Botanical Oxygen Demand
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৪
'Heat Islands' সৃষ্টির কারণ—
(a) বায়ু দূষণ
(b) ভূমি দূষণ
(c) জল দূষণ
(d) সব কয়টি
উত্তর: A
প্রশ্ন:৫
UV রশ্মিকে প্রতিহত করে কোন্ গ্যাস ?
(a) O3
(b) CO2
(c) O2
(d) N2
উত্তর: A
প্রশ্ন:৬
Biodegradable Pollutant হল—
(a) পারদ
(b) ময়লা জল
(c) প্লাস্টিক
(d) অ্যাসবেস্টস
উত্তর: B
প্রশ্ন:৭
কোনটি সর্বাপেক্ষা বিষাক্ত ?
(a) CO
(b) SO2
(c) C
(d) CO2
উত্তর: C
প্রশ্ন:৮
ওজোন স্তর ধ্বংসের জন্য সর্বাপেক্ষা দায়ী কোন্ দেশ ?
(a) রাশিয়া
(b) জাপান
(c) মার্কিন যুক্তরাষ্ট্র
(d) জার্মানি
উত্তর: C
প্রশ্ন:৯
বড়াে বড়াে শহরে দূষণের প্রধান কারণ হল—
(a) অম্লবৃষ্টি
(b) জীবাশ্ম জ্বালানি
(c) তেজস্ক্রিয় পদার্থ
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:১০
লাইকেন কোন্ দূষণ নির্দেশ করে ?
(a) SO2
(b) CO
(c) O3
(d) NO2
উত্তর: A
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment