WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
হায়ারার্কির এককগুলি সাজালে কোনটি নির্ভুল হবে ?
(a) পর্ব→রাজ্য→গণ→শ্রেণি→প্রজাতি
(b) রাজ্য→পর্ব→শ্রেণি→গণ→প্রজাতি
(c) রাজ্য→পর্ব→শ্রেণি→প্রজাতি→গণ
(d) পর্ব→শ্রেণি→গণ→রাজ্য→প্রজাতি
উত্তর: B
প্রশ্ন:২
‘প্রজাতি’ এককটি প্রথম ব্যবহার করেন—
(a) জন রে
(b) লিনিয়াস
(c) কানডােলে
(d) হাচিনসন
উত্তর: A
প্রশ্ন:৩
'Systema Naturae' বইটি লিখেছিলেন—
(a) Cuvier
(b) Linnaeus
(c) Lamarck
(d) Aristotle
উত্তর: B
প্রশ্ন:৪
'Mangifera indica L R'-এর ক্ষেত্রে—
(a) 'L' একটি অপ্রয়ােজনীয় অক্ষর
(b) 'L' একটি ল্যাটিন ভাষা
(c) বিজ্ঞানী Linnaeus-কে বােঝায়
(d) 'L' হল উল্টিয়ে লেখার সংকেত
উত্তর: C
প্রশ্ন:৫
নিম্নলিখিত এককগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি সংখ্যক জীব অন্তর্ভুক্ত কোনটির মধ্যে ?
(a) পর্ব
(b) গণ
(c) গােত্র
(d) প্রজাতি
উত্তর: A
প্রশ্ন:৬
দ্বিপদ নামকরণের প্রবর্তক হলেন—
(a) মেন্ডেল
(b) লিনিয়াস
(c) হাচিনসন
(d) কানডােলে
উত্তর: B
প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ট্যাক্সন ?
(a) বর্ণ
(b) গণ
(c) গােত্র
(d) সবগুলি
উত্তর: D
প্রশ্ন:৮
উদ্ভিদের জাতিজনিগত শ্রেণীবিন্যাস করেন—
(a) মেয়ার
(b) সিম্পসন
(c) হাচিনসন
(d) কানডােলে
উত্তর: C
প্রশ্ন:৯
জাতিজনিগত শ্রেণিবিন্যাসের প্রবক্তা হলেন—
(a) লিনিয়াস
(b) বেন্থাম ও হুকার
(c) হাচিনসন
(d) ল্যামার্ক
উত্তর: C
প্রশ্ন:১০
ICBN হল—
(a) International Classification of Biological Nomenclature
(b) International Class of Biological Nomenclature
(c) International Code of Botanical Nomenclature
(d) International Code of Biological Name
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৪[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৬[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment