WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
ট্যাক্সোনমি বা শ্রেণিবিন্যাসের ক্ষুদ্রতম একক হল—
(a) গণ
(b) প্রজাতি
(c) ভ্যারাইটি
(d) গােত্র
উত্তর: C
প্রশ্ন:২
‘Species plantarum’ বইটির লেখক ছিলেন—
(a) হুকার
(b) বেন্থাম
(c) লিনিয়াস
(d) হাচিনসন
উত্তর: C
প্রশ্ন:৩
ICBN অনুসারে Hierarchy-তে subrank-সহ মােট স্তরের সংখ্যা—
(a) 12 টি
(b) 9 টি
(c) 7 টি
(d) 25 টি
উত্তর: D
প্রশ্ন:৪
‘অগ্রাধিকার আইন’ কথাটি কোথায় প্রযােজ্য ?
(a) দ্বিপদ নামকরণের ক্ষেত্রে
(b) সিস্টেমেটিকস-এ
(c) নমুনা সংরক্ষণের ক্ষেত্রে
(d) আন্তর্জাতিক নামকরণের ক্ষেত্রে
উত্তর: D
প্রশ্ন:৫
উদ্ভিদের দ্বিপদ নামকরণ লিনিয়াসের কোন্ বই-এ প্রকাশিত হয় ?
(a) Genera plantarum
(b) Species plantarum
(c) Taxonomy of plants
(d) Botanical plantarum
উত্তর: B
প্রশ্ন:৬
α-Taxonomy যে ভিত্তিতে করা হয় তা হল—
(a) বাহ্যিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য
(b) অন্তর্গঠনের বৈশিষ্ট্য
(c) বিবর্তন
(d) জৈব রসায়ন
উত্তর: A
প্রশ্ন:৭
'Monera' এবং 'Plantae' নামক জীবজগৎ কোন্ বৈজ্ঞানিকের শ্রেণিবিন্যাসে দেখা যায় ?
(a) R.H. Whittaker
(b) John Hutchinson
(c) G. Benthum & D. Hooker
(d) Linnaeus
উত্তর: A
প্রশ্ন:৮
অঙ্গসংস্থানগতভাবে একই প্রকার দুটি পপুলেশনের জননকার্য পৃথক হলে তাকে বলে—
(a) প্রজাতি
(b) দুটি সিবলিং প্রজাতি
(c) দুটি বায়াে প্রজাতি
(d) সবগুলি সঠিক
উত্তর: B
প্রশ্ন:৯
Taxonomy-তে 'Key' শব্দটি ব্যবহৃত হয়—
(a) শনাক্তকরণে
(b) নামকরণে
(c) শ্রেণিবিন্যাসে
(d) দ্বিপদ নামকরণে
উত্তর: A
প্রশ্ন:১০
দ্বিপদ নামকরণ হল—
(a) প্রজাতি ও গণ নামক পদ দিয়ে গঠিত নাম
(b) গণ ও প্রজাতি নামক দুটি পদ নিয়ে গঠিত নাম
(c) গণ ও গােত্র নামক দুটি পদ নিয়ে গঠিত নাম
(d) গণ ও উপগণ নিয়ে গঠিত নাম
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৩[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ২৫[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment