নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
'Rickettsia' হল—
(a) ছত্রাক
(b) ভাইরাস
(c) PPLO
(d) অণুজীব
উত্তর: D
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি জীবজ সার ?
(a) সবুজসার
(b) রাইজোবিয়াম
(c) NPK মিশ্রণ
(d) খামারের সার
উত্তর: B
প্রশ্ন:৩
E.coli-এর প্রকৃতি—
(a) গোলাকার
(b) দণ্ডাকার
(c) কমাকৃতি
(d) সর্পিলাকার
উত্তর: B
প্রশ্ন:৪
DNA Recombinant টেকনােলজিতে প্লাসমিড ব্যবহৃত হয়—
(a) জিন রূপান্তর করতে
(b) জিন পরিবর্তন করতে
(c) ব্যাকটেরিয়াকে সংক্রমিত করতে
(d) Vector হিসেবে
উত্তর: D
প্রশ্ন:৫
যে ব্যাকটেরিয়াকে সাধারণত প্রযুক্তিতে ব্যবহার করা হয়, সেটি হল—
(a) Salmonella
(b) Agrobacterium
(c) Clostridium
(d) Pseudomonas
উত্তর: B
প্রশ্ন:৬
ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিনবস্তু হল—
(a) দ্বিতন্ত্রী DNA
(b) একতন্ত্রী DNA
(c) Single strand RNA
(d) ds RNA
উত্তর: C
প্রশ্ন:৭
ব্যাকটেরিয়া কোশে থাকে না—
(a) মাইটোকন্ড্রিয়া
(b) নিউক্লিওয়েড
(c) রাইবােজোম
(d) প্লাজমা মেমব্রেন
উত্তর: A
প্রশ্ন:৮
কনজুগেশন প্রথম আবিষ্কৃত হয়—
(a) Streptococcus-এ
(b) E.coli-এ
(c) Salmonella- তে
(d) Bacillus subtilis-এ
উত্তর: B
প্রশ্ন:৯
ব্যাকটেরিয়ার জিনােম গঠিত হয়েছে—
(a) RNA ও হিস্টোন দ্বারা
(b) একটি দ্বিতন্ত্রী DNA দ্বারা
(c) একতন্ত্রী DNA দ্বারা
(d) হিস্টোন ও অহিস্টোন দ্বারা
উত্তর: B
প্রশ্ন:১০
'Food poisoning' করে—
(a) Megatherium
(b) Clostridium botulinum
(c) Leuconostoc
(d) Lactobacillus
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment