দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyজীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
'Rickettsia' হল—
(a) ছত্রাক
(b) ভাইরাস
(c) PPLO
(d) অণুজীব
উত্তর: D
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি জীবজ সার ?
(a) সবুজসার
(b) রাইজোবিয়াম
(c) NPK মিশ্রণ
(d) খামারের সার
উত্তর: B
প্রশ্ন:৩
E.coli-এর প্রকৃতি—
(a) গোলাকার
(b) দণ্ডাকার
(c) কমাকৃতি
(d) সর্পিলাকার
উত্তর: B
প্রশ্ন:৪
DNA Recombinant টেকনােলজিতে প্লাসমিড ব্যবহৃত হয়—
(a) জিন রূপান্তর করতে
(b) জিন পরিবর্তন করতে
(c) ব্যাকটেরিয়াকে সংক্রমিত করতে
(d) Vector হিসেবে
উত্তর: D
প্রশ্ন:৫
যে ব্যাকটেরিয়াকে সাধারণত প্রযুক্তিতে ব্যবহার করা হয়, সেটি হল—
(a) Salmonella
(b) Agrobacterium
(c) Clostridium
(d) Pseudomonas
উত্তর: B
প্রশ্ন:৬
ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিনবস্তু হল—
(a) দ্বিতন্ত্রী DNA
(b) একতন্ত্রী DNA
(c) Single strand RNA
(d) ds RNA
উত্তর: C
প্রশ্ন:৭
ব্যাকটেরিয়া কোশে থাকে না—
(a) মাইটোকন্ড্রিয়া
(b) নিউক্লিওয়েড
(c) রাইবােজোম
(d) প্লাজমা মেমব্রেন
উত্তর: A
প্রশ্ন:৮
কনজুগেশন প্রথম আবিষ্কৃত হয়—
(a) Streptococcus-এ
(b) E.coli-এ
(c) Salmonella- তে
(d) Bacillus subtilis-এ
উত্তর: B
প্রশ্ন:৯
ব্যাকটেরিয়ার জিনােম গঠিত হয়েছে—
(a) RNA ও হিস্টোন দ্বারা
(b) একটি দ্বিতন্ত্রী DNA দ্বারা
(c) একতন্ত্রী DNA দ্বারা
(d) হিস্টোন ও অহিস্টোন দ্বারা
উত্তর: B
প্রশ্ন:১০
'Food poisoning' করে—
(a) Megatherium
(b) Clostridium botulinum
(c) Leuconostoc
(d) Lactobacillus
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment