WBCS Special VSQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
দুটি খাদ্যযােগ্য শৈবালের উদাহরণ দাও।
উত্তর:
ল্যামিনারিয়া ও ক্লোরেল্লা।
প্রশ্ন:২
কোন্ উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে ?
উত্তর:
ব্রায়ােফাইটা।
প্রশ্ন:৩
লবণাম্বু টেরিডােফাইটের নাম কী ?
উত্তর:
Acrosticum।
প্রশ্ন:৪
শল্কপত্র ও রেণুপত্রের মধ্যে পার্থক্য উল্লেখ করাে।
উত্তর:
(a) শঙ্কপত্র বাদামি বর্ণের, কিন্তু পর্ণপত্র সবুজ বর্ণের।
(b) শল্কপত্র আঁশের মতাে, কিন্তু পর্ণপত্র সূচ্যাকার।
প্রশ্ন:৫
একটি ক্লাব মসের নাম লেখাে।
উত্তর:
Lycopodium clavatum।
প্রশ্ন:৬
জলে ভাসমান ফার্নের উদাহরণ দাও।
উত্তর:
অ্যাজোলা, স্যালভিনিয়া ইত্যাদি।
প্রশ্ন:৭
একটি প্রােক্যারিওটিক ও একটি ইউক্যারিওটিক শৈবালের নাম করাে।
উত্তর:
প্রােক্যারিওটিক—নীলাভ-সবুজ শৈবাল (নস্টক)।
ইউক্যারিওটিক—স্পাইরােগাইরা।
প্রশ্ন:৮
একটি সমাঙ্গদেহী ব্রায়ােফাইটার উদাহরণ দাও।
উত্তর:
রিকসিয়া।
প্রশ্ন:৯
রাইজোফোর কোথায় দেখা যায় ?
উত্তর:
Selaginella-তে।
প্রশ্ন:১০
খাদ্য হিসেবে ব্যবহৃত ফার্নের নাম কী ?
উত্তর:
Marsilea।
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৫[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ১৭[NEXT]
✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷✷
Comments
Post a Comment