নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
সাইক্লোন গ্রাহক ব্যবহার করা হয়—
(a) বায়ুদূষণে
(b) জলদূষণে
(c) শব্দদূষণে
(d) তেজস্ক্রিয় দূষণে
উত্তর: A
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি জলাশয়ে জল পরিষ্কারের জন্য ব্যবহূত হয় ?
(a) ক্ল্যামাইডােমােনাস
(b) সায়ানােব্যাকটেরিয়া
(c) ক্লোরেল্লা
(d) আইকরনিয়া
উত্তর: C
প্রশ্ন:৩
আলােক-রাসায়নিক ধোঁয়াশাতে সবসময় থাকে—
(a) মিথেন
(b) ওজোন
(c) CO2
(d) CO
উত্তর: B
প্রশ্ন:৪
London Smog-এর জন্য দায়ী গ্যাস কোনটি ?
(a) CO2
(b) SO2
(c) NH3
(d) CO
উত্তর: B
প্রশ্ন:৫
বৃক্ষ বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিড হল—
(a) ঋজু
(b) মাকু আকৃতির
(c) ওলটানাে
(d) বিভিন্ন রকমের
উত্তর: C
প্রশ্ন:৬
সিসার দূষণের ফলে মানবদেহে যে রােগ হয় তা হল—
(a) ব্ল্যাক লাং
(b) ব্ল্যাক ফুট ডিজিজ
(c) মিনামাটা
(d) কোনােটিই নয়
উত্তর: D
প্রশ্ন:৭
বস্তুতে CO2-এর পরিমাণ হল—
(a) 0.003%
(b) 0.03%
(c) 0.36%
(d) 3.6%
উত্তর: B
প্রশ্ন:৮
চিপকো আন্দোলনকে Right livelihood Award দ্বারা সম্মানিত করা হয়—
(a) 1980 খ্রিস্টাব্দে
(b) 1987 খ্রিস্টাব্দে
(c) 1985 খ্রিস্টাব্দে
(d) 1990 খ্রিস্টাব্দে
উত্তর: B
প্রশ্ন:৯
ক্লোরােফ্লুওরাে কার্বনের একটি উৎস হল—
(a) ডিজেল ট্যাংক
(b) অ্যাসিড ব্যাটারি
(c) জেট প্লেন
(d) এরােসল
উত্তর: C
প্রশ্ন:১০
SO2 দূষণে ক্ষতিগ্রস্ত হয়—
(a) কোশপর্দা
(b) কোশপ্রাচীর
(c) প্লাজমােডেসমাটা
(d) নিউক্লিয়াস
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment