দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
সাইক্লোন গ্রাহক ব্যবহার করা হয়—
(a) বায়ুদূষণে
(b) জলদূষণে
(c) শব্দদূষণে
(d) তেজস্ক্রিয় দূষণে
উত্তর: A
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি জলাশয়ে জল পরিষ্কারের জন্য ব্যবহূত হয় ?
(a) ক্ল্যামাইডােমােনাস
(b) সায়ানােব্যাকটেরিয়া
(c) ক্লোরেল্লা
(d) আইকরনিয়া
উত্তর: C
প্রশ্ন:৩
আলােক-রাসায়নিক ধোঁয়াশাতে সবসময় থাকে—
(a) মিথেন
(b) ওজোন
(c) CO2
(d) CO
উত্তর: B
প্রশ্ন:৪
London Smog-এর জন্য দায়ী গ্যাস কোনটি ?
(a) CO2
(b) SO2
(c) NH3
(d) CO
উত্তর: B
প্রশ্ন:৫
বৃক্ষ বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিড হল—
(a) ঋজু
(b) মাকু আকৃতির
(c) ওলটানাে
(d) বিভিন্ন রকমের
উত্তর: C
প্রশ্ন:৬
সিসার দূষণের ফলে মানবদেহে যে রােগ হয় তা হল—
(a) ব্ল্যাক লাং
(b) ব্ল্যাক ফুট ডিজিজ
(c) মিনামাটা
(d) কোনােটিই নয়
উত্তর: D
প্রশ্ন:৭
বস্তুতে CO2-এর পরিমাণ হল—
(a) 0.003%
(b) 0.03%
(c) 0.36%
(d) 3.6%
উত্তর: B
প্রশ্ন:৮
চিপকো আন্দোলনকে Right livelihood Award দ্বারা সম্মানিত করা হয়—
(a) 1980 খ্রিস্টাব্দে
(b) 1987 খ্রিস্টাব্দে
(c) 1985 খ্রিস্টাব্দে
(d) 1990 খ্রিস্টাব্দে
উত্তর: B
প্রশ্ন:৯
ক্লোরােফ্লুওরাে কার্বনের একটি উৎস হল—
(a) ডিজেল ট্যাংক
(b) অ্যাসিড ব্যাটারি
(c) জেট প্লেন
(d) এরােসল
উত্তর: C
প্রশ্ন:১০
SO2 দূষণে ক্ষতিগ্রস্ত হয়—
(a) কোশপর্দা
(b) কোশপ্রাচীর
(c) প্লাজমােডেসমাটা
(d) নিউক্লিয়াস
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment