দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
কোন্ রঞ্জক পদার্থ উদ্ভিদকে UV রশ্মি থেকে সুরক্ষা প্রদান করে ?
(a) জ্যান্থোফিল
(b) ক্যারােটিনয়েড
(c) ফাইকোসায়ানিন
(d) ক্লোরােফিল
উত্তর: B
প্রশ্ন:২
Causative Pollutant কোনটি ?
(a) Detergents
(b) Iron junk
(c) Plastic
(d) Glass junk
উত্তর: A
প্রশ্ন:৩
ক্যাভিয়াম দূষণের ফলে কোন্ রােগ হয় ?
(a) ইটাই-ইটাই
(b) মিনামাটা
(c) নিউমােনিয়া
(d) অ্যানিমিয়া
উত্তর: A
প্রশ্ন:৪
DDT হল—
(a) নন-বায়ােডিগ্রেডেবল দূষক
(b) দূষক নয়
(c) ডিগ্রেডেবল দৃষক
(d) বায়ােডিগ্রেডেবল দৃষক
উত্তর: A
প্রশ্ন:৫
জন্ডিস রােগ হয় কী কারণে ?
(a) বায়ু দূষণ
(b) জল দূষণ
(c) তাপীয় দূষণ
(d) মৃত্তিকা দূষণ
উত্তর: B
প্রশ্ন:৬
Secondary Pollutant হল—
(a) PAN
(b) Aerosol
(c) CO
(d) CO2
উত্তর: A
প্রশ্ন:৭
Ozone hole সর্বাপেক্ষা বেশি কোন্ স্থানে ?
(a) আন্টার্কটিকা
(b) আফ্রিকা
(c) ইউরােপ
(d) ভারত
উত্তর: A
প্রশ্ন:৮
দীর্ঘকালীন প্রভাব দেখা যায় কোনটির ?
(a) SO2
(b) পেস্টিসাইড
(c) ধোঁয়া
(d) CO
উত্তর: B
প্রশ্ন:৯
আলােক-রাসায়নিক ধোঁয়াশার কারণ কী ?
(a) জলদূষণ
(b) বায়ুদূষণ
(c) মৃত্তিকা দূষণ
(d) শব্দদূষণ
উত্তর: B
প্রশ্ন:১০
ধোঁয়াশা (Smog)-এর প্রধান উপাদান কী ?
(a) PPN ও PBN
(b) O2
(c) PAN
(d) b ও c উভয়ই
উত্তর: D
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇
⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇⇉⇉⇇⇇

Comments
Post a Comment