দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
ট্যাক্সোনােমিক বিভাগে ট্যাক্সন হল—
(a) গ্রোত্রীয় র্যাঙ্ক
(b) যে-কোনাে র্যাঙ্ক
(c) বর্গীয় র্যাঙ্ক
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:২
হায়ারর্কি শ্রেণিবিন্যাস প্রচলন করেন—
(a) লিনিয়াস
(b) হুকার
(c) মেন্ডেল
(d) অ্যারিস্টটল
উত্তর: A
প্রশ্ন:৩
Biological Species Concept-এর ধারণা দেন—
(a) লিনিয়াস
(b) হুকার
(c) মেয়ার
(d) মেন্ডেল
উত্তর: C
প্রশ্ন:৪
আন্তঃপ্রজননশীল পপুলেশন হল—
(a) উপপ্রজাতি
(b) গণ
(c) ডিম
(d) পর্ব
উত্তর: C
প্রশ্ন:৫
দ্বিপদ নামকরণ পদ্ধতি আবিষ্কার করেন—
(a) হুকার
(b) লিনিয়াস
(c) অ্যারিস্টটল
(d) হুগাে দ্য ভ্রিস
উত্তর: B
প্রশ্ন:৬
জননগতভাবে বিচ্ছিন্ন পপুলেশন হল—
(a) প্রজাতি
(b) সিবলিং প্রজাতি
(c) গােত্র
(d) ডিম
উত্তর: B
প্রশ্ন:৭
বৈসাদৃশ্যযুক্ত একই প্রজাতির জীবগােষ্ঠীকে বলে—
(a) প্রজাতি
(b) গণ
(c) রেস
(d) পর্ব
উত্তর: C
প্রশ্ন:৮
যে পদ্ধতিতে জীবের বৈজ্ঞানিক নাম দেওয়া হয় সেটি হল—
(a) নামকরণ
(b) ট্যাক্সোনমি
(c) সিস্টেমেটিকস্
(d) সবকটি
উত্তর: A
প্রশ্ন:৯
আন্তঃপ্রজননে সক্ষম জীবগােষ্ঠীকে বলে—
(a) প্রজাতি
(b) গণ
(c) পর্ব
(d) গােত্র
উত্তর: D
প্রশ্ন:১০
শ্রেণিবিন্যাসে গােত্রের নীচে থাকে—
(a) শ্রেণি
(b) প্রজাতি
(c) গণ
(d) পর্ব
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment