WBCS Special MCQsBiologyজীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে বর্তমান হিমাগ্লুটিনিন প্রােটিন সহায়তা করে—
(a) রক্ত জমাট বাঁধতে
(b) RBC ভেঙ্গে দিতে
(c) RBC কে দানা বাঁধতে
(d) সবকটি
উত্তর: C
প্রশ্ন:২
TMV প্রথম আবিষ্কার করেন—
(a) জেনার
(b) পাস্তুর
(c) লােফ
(d) স্ট্যানলি
উত্তর: D
প্রশ্ন:৩
RNA দ্বিতন্ত্রী ভাইরাস হল—
(a) কোলিফাজ
(b) রিও ভাইরাস
(c) রেট্রোভাইরাস
(d) সিমিয়ন ভাইরাস
উত্তর: B
প্রশ্ন:৪
ব্যাকটেরিওফাজ ধ্বংস করে—
(a) মনেরা
(b) ছত্রাক
(c) ভাইরাস
(d) ব্যাকটেরিয়া
উত্তর: D
প্রশ্ন:৫
পােলিও ভ্যাকসিন আবিষ্কার করেন—
(a) Sabin
(b) Koch
(c) Pasteur
(d) Popper
উত্তর: A
প্রশ্ন:৬
TMV এর জিনােম হল—
(a) দ্বিতন্ত্রী RNA
(b) পলিরাইবােনিউক্লিওটাইডস
(c) একতন্ত্রী DNA
(d) একতন্ত্রী RNA
উত্তর: D
প্রশ্ন:৭
TMV হল—
(a) হেলিক্যাল ভাইরাস
(b) বাইনিয়াল ভাইরাস
(c) স্ফেরিক্যাল ভাইরাস
(d) পলিহেড্রাল ভাইরাস
উত্তর: A
প্রশ্ন:৮
একতন্ত্রী DNA ভাইরাস হল—
(a) কোলিফাজ
(b) সিমিয়ন ভাইরাস
(c) রেট্রোভাইরাস
(d) রিওভাইরাস
উত্তর: A
প্রশ্ন:৯
Polyhedral ভাইরাস হল—
(a) Adeno virus
(b) Herpes virus
(c) Reo virus
(d) Retro virus
উত্তর: B
প্রশ্ন:১০
DNA ও RNA উভয় বর্তমান—
(a) Cyanophage
(b) Polio virus
(c) Herpes virus
(d) Leuko virus
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৫[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment