নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
কোনটি Platyhelminthes পর্বের অন্তর্গত ?
(a) Taenia
(b) Pheretima
(c) Plasmodium
(d) Ascaris
উত্তর: A
প্রশ্ন:২
Ascaris-এর লার্ভাকে কী বলে ?
(a) র্যাবডিটিফর্ম
(b) সিস্টিসারকাস
(c) হেক্সাকান্থ
(d) অঙ্কোস্ফিয়ার
উত্তর: A
প্রশ্ন:৩
Taenia solium-এর গৌণ পোষক হল—
(a) মানুষ
(b) শূকর
(c) ভেড়া
(d) গােরু
উত্তর: B
প্রশ্ন:৪
Wuchereria-র গৌণ পোষক কোনটি ?
(a) অ্যানােফিলিস মশা
(b) কিউলেক্স মশা
(c) বেলে মাছি
(d) সিসি মাছি
উত্তর: B
প্রশ্ন:৫
সি-ফ্যান কোন্ গােষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাণী ?
(a) নিডারিয়া
(b) একাইনােডার্মাটা
(c) মােলাস্কা
(d) সিলেনটারেটা
উত্তর: A
প্রশ্ন:৬
নীচের কোন্ রােগটি Microfilaria bancrofti আক্রান্ত ?
(a) ম্যালেরিয়া
(b) ডায়ারিয়া
(c) ফাইলেরিয়া
(d) স্লিপিং সিকনেস
উত্তর: C
প্রশ্ন:৭
Ascaris-এর দেহপ্রাচীর ও পৌষ্টিকনালির অন্তর্বর্তী স্থানকে বলে—
(a) সিলােম
(b) অ্যাসিলােম
(c) সিলেটেরন
(d) সিউডােসিলােম
উত্তর: D
প্রশ্ন:৮
ফ্রেম কোশের কাজ হল—
(a) সংবহন
(b) রেচন
(c) পুষ্টি
(d) শ্বসন
উত্তর: B
প্রশ্ন:৯
কোন্ প্রাণীটি ত্বক ভেদ করে দেহে প্রবেশ করে ?
(a) গােল কৃমি
(b) ফিতা কৃমি
(c) হুক কৃমি
(d) আর্থওয়ার্ম
উত্তর: C
প্রশ্ন:১০
পলিপ দশা কোথায় থাকে না ?
(a) Hydra
(b) Obelia
(c) Aurelia
(d) Physalia
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment