দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
কোনটি Platyhelminthes পর্বের অন্তর্গত ?
(a) Taenia
(b) Pheretima
(c) Plasmodium
(d) Ascaris
উত্তর: A
প্রশ্ন:২
Ascaris-এর লার্ভাকে কী বলে ?
(a) র্যাবডিটিফর্ম
(b) সিস্টিসারকাস
(c) হেক্সাকান্থ
(d) অঙ্কোস্ফিয়ার
উত্তর: A
প্রশ্ন:৩
Taenia solium-এর গৌণ পোষক হল—
(a) মানুষ
(b) শূকর
(c) ভেড়া
(d) গােরু
উত্তর: B
প্রশ্ন:৪
Wuchereria-র গৌণ পোষক কোনটি ?
(a) অ্যানােফিলিস মশা
(b) কিউলেক্স মশা
(c) বেলে মাছি
(d) সিসি মাছি
উত্তর: B
প্রশ্ন:৫
সি-ফ্যান কোন্ গােষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাণী ?
(a) নিডারিয়া
(b) একাইনােডার্মাটা
(c) মােলাস্কা
(d) সিলেনটারেটা
উত্তর: A
প্রশ্ন:৬
নীচের কোন্ রােগটি Microfilaria bancrofti আক্রান্ত ?
(a) ম্যালেরিয়া
(b) ডায়ারিয়া
(c) ফাইলেরিয়া
(d) স্লিপিং সিকনেস
উত্তর: C
প্রশ্ন:৭
Ascaris-এর দেহপ্রাচীর ও পৌষ্টিকনালির অন্তর্বর্তী স্থানকে বলে—
(a) সিলােম
(b) অ্যাসিলােম
(c) সিলেটেরন
(d) সিউডােসিলােম
উত্তর: D
প্রশ্ন:৮
ফ্রেম কোশের কাজ হল—
(a) সংবহন
(b) রেচন
(c) পুষ্টি
(d) শ্বসন
উত্তর: B
প্রশ্ন:৯
কোন্ প্রাণীটি ত্বক ভেদ করে দেহে প্রবেশ করে ?
(a) গােল কৃমি
(b) ফিতা কৃমি
(c) হুক কৃমি
(d) আর্থওয়ার্ম
উত্তর: C
প্রশ্ন:১০
পলিপ দশা কোথায় থাকে না ?
(a) Hydra
(b) Obelia
(c) Aurelia
(d) Physalia
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment