Skip to main content

Posts

Showing posts from January, 2021

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী - ভৌতবিজ্ঞান - পরিবেশের জন্য ভাবনা - নোটস (Concern About Our Environment)

পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৩২

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রস্তাব করেন— (a) মিলার ও ফক্স (b) ওপারিন ও হ্যালডেন (c) মিলার ও ওয়াটসন (d) ওয়াটসন ও ক্রিক  উত্তর: B প্রশ্ন:২ 'Origin of species' কথাটি কার লেখা ? (a) ল্যামার্ক (b) ডারউইন (c) ওপারিন (d) ভাইসম্যান উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৩১

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ মিনিম্যাল মিডিয়ামে নিউরােস্পোরার যে স্ট্রেনের বৃদ্ধি ঘটে তা হল— (a) প্রােটোট্রফ (b) অটোট্রফ (c) অক্সোট্রফ (d) হেটেরােট্রফ উত্তর: A প্রশ্ন:২ সমস্ত ননসেন্স কোডনের প্রথম বেসটি হল— (a) গুয়ানিন (b) অ্যাডিনিন (c) সাইটোসিন (d) ইউরাসিল উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৩০

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ ওপারিনের অ্যাবায়ােজেনিক মতবাদ অনুযায়ী প্রথম সৃষ্ট সরলতম জৈব সবকটি অণু হল— (a) জৈব অ্যাসিড (b) হাইড্রোকার্বন (c) কার্বোহাইড্রেট (d) প্রােটিন উত্তর: B প্রশ্ন:২ নীচের কোনটি ডারউইনের মতবাদকে সমর্থন করে ? (a) অস্তিত্বের জন্য সংগ্রাম (b) এনটামােফাইলি (c) কৃত্রিম নির্বাচন (d) সবকটিই উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-২৯

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ উদ্ভিদ জীবাশ্মের অধ্যয়নকে বলা হয়— (a) প্যালিনােলজি (b) পিডােলজি (c) পেলিওবােটানি (d) পেলিওইনসেক্টোলজি উত্তর: C প্রশ্ন:২ পাখির ডানা এবং ঘােড়ার অগ্রপদ হল— (a) নিষ্ক্রিয় অঙ্গ (b) হােমােলােগাস (c) আনালােগাস (d) কোনােটিই নয় উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-২৮

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ কোনটি একসংকর টেস্ট ক্রসের অনুপাত— (a) 1:3:4 (b) 1:1 (c) 9:3:3:1 (d) 1:2:1 উত্তর: B প্রশ্ন:২ প্রাণের উৎপত্তি তত্ত্বটি উপস্থাপন করেছিলেন— (a) ওপারিন (b) স্ট্যানলি (c) ম্যালথাস (d) ডারউইন উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-২৭

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ স্ট্যানলি লয়েড মিলার ছিলেন— (a) জুলােজিস্ট (b) বােটানিস্ট (c) অ্যাস্ট্রোনােমার (d) বায়ােকেমিস্ট উত্তর: D প্রশ্ন:২ পেলিওবােটানির বীরবল সাহানী ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? (a) যােধপুর (b) কলকাতা (c) দিল্লি (d) লখনউ উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-২৬

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ প্রথম সামাজিক মানুষ হল— (a) ক্রো-ম্যাগনন মানুষ (b) নিয়ানডারথাল মানুষ (c) হিডেলবার্গ মানুষ (d) টারনিফিয়ার মানুষ উত্তর: A প্রশ্ন:২ নিয়ানডারথাল মানুষ বাস করত— (a) গুহায় (b) পর্বতে (c) মরুভূমিতে (d) ঘন অরণ্যে উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-২৫

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ সূর্যের উপরিভাগের উষ্ণতা— (a) 6000°C (b) 10,000°C (c) 2000-3000°C (d) 50,000°C উত্তর: A প্রশ্ন:২ বিবর্তন প্রক্রিয়াটি হল— (a) কোনাে জাতের উন্নতি (b) কোনাে জাতের ইতিহাস (c) প্রকরণসহ কোনাে জাতের (Race) উন্নতির ইতিহাস (d) কোনাে জাতের (Race) ধারাবাহিক উন্নতি উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-২৪

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ সমার্থক কোডন হল— (a) AAA (b) AAG (c) UAA (d) UAG উত্তর: A, B প্রশ্ন:২ পলিসিস্ট্রনীয় m-RNA দ্বারা যে উৎসেচকগুলি উৎপন্ন হয় সেগুলি হল— (a) বিটাগ্যালাকটোসাইডেজ (b) ল্যাক-পারমিয়েজ (c) ট্রান্সঅ্যাসিটাইলেজ (d) পেপটাইডিল ট্রান্সফারেজ উত্তর: A, B, C

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-২৩

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ এপ-এর ফোরামেন ম্যাগনাম হল— (a) পৃষ্ঠীয় (b) পার্শ্বীয় (c) অঙ্কীয় (d) পশ্চাদবর্তী উত্তর: D ✸ ✸ ✸ প্রশ্ন:২ কোনটি মানুষের খুব কাছাকাছি ? (a) গিবন (b) ড্রায়ােপিথেকাস (c) ওরাং ওটাং (d) প্রােকনসাল উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-২২

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ Homo habilis-এর ‘habilis’ কথাটির অর্থ হল— (a) যন্ত্র প্রস্তুতকারক (b) আধুনিক মানুষ (c) প্রাচীন মানুষ (d) যাযাবর মানুষ উত্তর: A ✸ ✸ ✸ প্রশ্ন:২ কোন্ বৈশিষ্ট্যটি বন মানুষদের থাকে না ? (a) ক্ষুদ্র ক্রেনিয়াম (b) লম্বা পশ্চাদপদ (c) প্রােগন্যাথাস মুখমণ্ডল (d) ঘন দেহজ লোম উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-২১

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ কোনটি রাইবােজোমে জেনেটিক বার্তা বহন করে ? (a) hn RNA (b) m-RNA (c) r-RNA (d) t-RNA উত্তর: B ✸ ✸ ✸ প্রশ্ন:২ নিউক্লিওসাইড হল— (a) নাইট্রোজেন বেস+সুগার+ফসফেট (b) নাইট্রোজেন বেস+সুগার (c) ফসফেট+সুগার (d) নাইট্রোজেন+ফসফেট উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-২০

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ বর্তমান মানুষের সঙ্গে কার মিল বেশি পাওয়া যায় ? (a) অস্ট্রালােপিথেকাস (b) জাভা মানুষ (c) ক্রো-ম্যাগনন (d) নিয়ানডারথাল উত্তর: C ✸ ✸ ✸ প্রশ্ন:২ হােমো ইরেক্টাস-এর ক্রেনিয়ালের আয়তন হল— (a) 1000 cc (b) 500 cc (c) 1075 cc (d) 6500 cc উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১৯

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ E. coli-তে DNA রেপ্লিকেশনের ধরণটি হল— (a) অর্ধ সংরক্ষণশীল ও একমুখী (b) অর্ধ সংরক্ষণশীল ও দ্বিমুখী (c) সংরক্ষণশীল ও একমুখী (d) সংরক্ষণশীল ও দ্বিমুখী উত্তর: B ✸ ✸ ✸ প্রশ্ন:২ রিভার্স ট্রান্সক্রিপটেজ হল— (a) DNA নির্ভর DNA পলিমারেজ (b) DNA নির্ভর RNA পলিমারেজ (c) RNA নির্ভর RNA পলিমারেজ (d) RNA নির্ভর DNA পলিমারেজ উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১৮

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ মিউটেশন মারণকারী হলে তাকে বলে— (a) প্রভাবিত মিউটেশন (b) নিরপেক্ষ মিউটেশন (c) লিথাল মিউটেশন (d) ক্ষতিকারক মিউটেশন উত্তর: C ✸ ✸ ✸ প্রশ্ন:২ মানুষের দেহকোশে মােট ক্রোমােজোম সংখ্যা— (a) 43 (b) 46 (c) 47 (d) 23 উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১৭

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ গ্যালাপাগােস দ্বীপ পরিদর্শন করেছিলেন— (a) ডারউইন (b) ডি-গ্রিস (c) ওয়ালেস (d) ল্যামার্ক উত্তর: A ✸ ✸ ✸ প্রশ্ন:২ বায়ােজেনেসিস কে আবিষ্কার করেন ? (a) ওপারিন (b) পাস্তুর (c) ভ্যান হেলমন্ট (d) ফ্রানসিসকো রেডি উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১৬

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ দুটি ইওনের নাম হল— (a) হ্যাডিয়ান (b) প্রিক্যাম্ব্রিয়ান (c) আর্কিয়ান (d) ফেনেরােজোয়িক উত্তর: B, D ✸ ✸ ✸ প্রশ্ন:২ লুপ্তপ্রায় অঙ্গগুলি হল— (a) ঘােড়ার অগ্রপদ (b) কানের পেশি (c) মানুষের হাড় (d) পুরুষের স্তনগ্রন্থির বৃন্ত উত্তর: A, C

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১৫

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ এপের প্রধান বৈশিষ্ট্যগুলি হল— (a) সােজা হয়ে দাঁড়াতে পারে (b) সমগ্র দেহ হালকা লােমের আবরণে থাকে (c) দাঁতের সজ্জারীতি ‘U’ আকৃতির (d) সিমিয়ান গ্যাপ থাকে উত্তর: C, D ✸ ✸ ✸ প্রশ্ন:২ হার্ডি-উইনবার্গ সূত্রে উৎপন্ন অপত্য জনুতে তিনটি জেনােটাইপের আনুপাতিক পরিমাণ দাঁড়ায়— (a) AA : p^2 (b) Aa : 2pq (c) aa : q^2 (d) A^2 : pq উত্তর: A, B, C

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১৭

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ রামাপিথেকাসের জন্ম হয়েছিল কবে ? উত্তর: সম্ভবত 15 মিলিয়ন বছর আগে। প্রশ্ন:২ এপ-এর মস্তিষ্ক গহ্বরের আয়তন কত ? উত্তর: 460-600 cc। প্রশ্ন:৩ পিকিং মানুষের জীবাশ্ম উদ্ধার হয় কোথা থেকে ? উত্তর: চিন থেকে।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১৬

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ টার্নার সিন্ড্রোমকে কীভাবে চিহ্নিত করা হয় ? উত্তর: 45, XO। প্রশ্ন:২ জিন পুল কাকে বলে ? উত্তর: কোনাে এক প্রজাতির ভিতর যত জিন থাকে তাকে বলে ওই প্রজাতির জিন পুল। প্রশ্ন:৩ রেসিপ্রােকাল ট্রান্সলােকেশন কী ? উত্তর: এক্ষেত্রে দুটি অসমসংস্থ ক্রোমােজোমের মধ্যে অংশ বিনিময় ঘটে।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১৫

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ জীবাশ্ম কী ? উত্তর: প্রস্তরীভূত জীবদেহ বা তার অংশ কিংবা জীব অস্তিত্বে কোনাে প্রস্তরীভূত চিহ্নকে জীবাশ্ম বলে। প্রশ্ন:২ কাস্ট কী ? উত্তর: মােল্ডের মধ্যে খনিজ পদার্থ জমে যে প্রস্তরীভূত অবয়ব সৃষ্টি করে তাকে কাস্ট বলে। প্রশ্ন:৩ পেলিওন্টোলজির জনক কে ? উত্তর: লিওনার্দো দা ভিঞ্চি।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১৪

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ মিউটেশন কাকে বলে ? উত্তর: জীবের মধ্যে সঞ্চারণযােগ্য হঠাৎ জেগে ওঠা স্থায়ী কোনাে পরিবর্তন হল মিউটেশন। প্রশ্ন:২ মানুষের বিবর্তনে কোন্ Homo গণটি প্রথম উদ্ভূত হয়েছিল ? উত্তর: Homo habilis.

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১৩

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ ট্রিপ্লয়েড প্রাণীর একটি উদাহরণ দাও। উত্তর: স্যালামান্ডার। প্রশ্ন:২ নালিসােমি অবস্থাকে কীভাবে চিহ্নিত করা হয় ? উত্তর: 2n-2। প্রশ্ন:৩ মানুষের 21নং ক্রোমােজোমে ট্রাইসােমির জন্য কী হয় ? উত্তর: ডাউন সিন্ড্রোম।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১২

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ ল্যাগিং তন্তু কাকে বলে ? উত্তর: যে DNA তন্তু বিচ্ছিন্নভাবে উৎপন্ন হয়। প্রশ্ন:২ রিভার্স ট্রান্সক্রিপশন কাকে বলে ? উত্তর: RNA থেকে DNA সংশ্লেষণ পদ্ধতি। প্রশ্ন:৩ ট্রান্সক্রিপশন কী ? উত্তর: DNA ছাঁচ থেকে RNA সংশ্লেষণ পদ্ধতি।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১১

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখাে। উত্তর: নিকটেটেটিং পর্দা। প্রশ্ন:২ মিলার ও উরের পরীক্ষায় উৎপাদিত দুটি যৌগের নাম করাে। উত্তর: গ্লাইকোলিক অ্যাসিড, সেরিসিন। প্রশ্ন:৩ দুটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখাে। উত্তর: কানের পেশি, অ্যাপেনডিক্স।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১০

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ DNA-র পুরাে কথা কী ? উত্তর: ডিঅক্সিরাইবােনিউক্লিক অ্যাসিড। প্রশ্ন:২ DNA-র দুটি খাঁজ কী কী ? উত্তর: সংকীর্ণ খাঁজ এবং প্রশস্ত খাঁজ। প্রশ্ন:৩ মানুষের দেহকোশের DNA-র ওজন কত ? উত্তর: 5.6 pg।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৯

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ মিউটন কাকে বলে ? উত্তর: DNA অণুর পরিব্যক্তিক্ষম ক্ষুদ্রতম অংশকে মিউটন বলে। প্রশ্ন:২ জেনেটিক RNA কোথায় পাওয়া যায় ? উত্তর: ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পােলিয়াে ভাইরাস, টোবাকো মােজেইক ভাইরাসে দেখা যায়। প্রশ্ন:৩ অ্যান্টিকোডন কী ? উত্তর: t-RNA ভাঁজে অবস্থিত তিনটি নাইট্রোজেন বেসের সজ্জাক্রম যা কোডন বেসের পরিপূরক তাকে অ্যান্টিকোডন বলে।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৮

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ পৃথিবী সৃষ্টি হয়েছিল কত বছর আগে ? উত্তর: 4.6 বিলিয়ন বছর আগে। প্রশ্ন:২ প্রিক্যাম্ব্রিয়ান ইওনের তিনটি এরা কী কী ? উত্তর: হ্যাডিয়ান, আর্কিয়ান ও প্রােটেরােজোয়িক। প্রশ্ন:৩ কোয়াসারভেট মডেল কে রচনা করেন ? উত্তর: ওপারিন।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৭

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ পাফ্ কী ? উত্তর: পলিটিন ক্রোমােজোমের কিছু অংশ স্ফীত হয় যাকে পাফ্ বলে। প্রশ্ন:২ রেকন কী ? উত্তর: DNA-র যে ক্ষুদ্রতম অংশে ক্রসিংওভার ঘটতে পারে তাকে রেকন বলে। প্রশ্ন:৩ ইউক্রোমাটিন কী ? উত্তর: যে ক্রোমাটিন ইন্টারফেজ দশায় হালকাভাবে কিন্তু কোশ বিভাজনের সময় গাঢ়ভাবে রঞ্জিত হয় তাকে ইউক্রোমাটিন বলে।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৬

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ উবল মতবাদ কী ? উত্তর: সমার্থক কোডনের প্রথম দুটি নাইট্রোজেন বেস এক থাকবে, তৃতীয়টির পরিবর্তন ঘটলে কোডরেন অ্যামাইনাে অ্যাসিড নির্দেশের ক্ষমতা পরিবর্তিত হয় না। একে উবল মতবাদ বলে। প্রশ্ন:২ একটি নিয়ন্ত্রক জিনের নাম লেখাে। উত্তর: lac I. প্রশ্ন:৩ একটি প্রােমােটার জিনের নাম লেখাে। উত্তর: lac P.

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৫

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ DNA-র পিউরিন বেসগুলি কী কী ? উত্তর: অ্যাডেনিন ও গুয়ানিন। প্রশ্ন:২ ক্যাপ কাকে বলে ? উত্তর: m-RNA-র 5 প্রান্তে কয়েকটি মিথাইল বেস থাকে। এই অঞ্চলকে ক্যাপ বলে। প্রশ্ন:৩ RNA-র পিরিমিডিন বেসগুলি কী কী ? উত্তর: ইউরাসিল ও সাইটোসিন।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৪

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ সংকর কাকে বলে ? উত্তর: দুটি ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয় তাকে সংকর বলে। প্রশ্ন:২ ফিনােটাইপ কাকে বলে ? উত্তর: জীবের কোনাে চরিত্রের বাহ্যিক প্রকাশকেই তার ফিনােটাইপ বলে। প্রশ্ন:৩ লােকাস কাকে বলে ? উত্তর: ক্রোমােজোমের উপর যে স্থানে কোনাে জিন অবস্থান করে তাকে লােকাস বলে।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৩

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ লিঙ্গ সংযােজিত উত্তরাধিকার কাকে বলে ? উত্তর: যে প্রক্রিয়ায় যৌন ক্রোমােজোমে (X) অবস্থিত জিনগুলি নির্দিষ্ট নিয়মে বংশপরম্পরায় এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয় তাকে লিঙ্গ সংযােজিত উত্তরাধিকার বলে। প্রশ্ন:২ কোন্ শ্রেণির রক্তে কোনাে অ্যান্টিজেন প্রকাশ পায় না ? উত্তর: O শ্রেণির রক্তে। প্রশ্ন:৩ হিমােফিলিয়া কী ? উত্তর: মানুষের যে বংশগত রােগের ফলস্বরূপ আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না বা তঞ্চিত হয় না তাকে হিমােফিলিয়া বলে।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-২

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ YyRr-এর ফিনােটাইপ কী হবে ? উত্তর: 9:3:3:1। প্রশ্ন:২ বংশগতি কাকে বলে ? উত্তর: যে পদ্ধতিতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সমূহ জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরেডিটি বলে। প্রশ্ন:৩ অ্যালিল কাকে বলে ? উত্তর: একই জিনের বিভিন্ন রূপকেই অ্যালিল বলে।

[WBCS Special VSQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১

WBCS Special VSQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ প্রােমােটার জিন কী ? উত্তর:  DNA-র যে অংশে RNA পলিমারেজ উৎসেচক আবদ্ধ হয়ে সাংগঠনিক জিনের কার্যগত হার নিয়ন্ত্রণ করে, তাকে প্রােমােটার জিন বলে। প্রশ্ন:২ অঙ্কো জিন কী ? উত্তর:  যে জিনের আবির্ভাবে ক্যানসার রােগ সৃষ্টি হয় তাকে অঙ্কো জিন বলে। প্রশ্ন:৩ TGE কী ? উত্তর:  DNA-র যে অংশ বা জিন একটি ক্রোমােজোমে বা ভিন্ন ক্রোমােজোমে স্থান বদল করতে পারে তাকে ট্রান্সপােজেবল জেনেটিক এলিমেন্ট বা TGE বলে।

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১৪

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ 1:1:1:1 অনুপাত দেখা যায়— (a) একসংকর টেস্ট ক্রসে (b) একসংকর ব্যাক ক্রসে (c) দ্বিসংকর টেস্ট ক্রসে (d) দ্বিসংকর ব্যাক ক্রসে উত্তর: C ✸ ✸ ✸ প্রশ্ন:২ পুরুষদের ক্ষেত্রে হিমােফিলিয়া রােগ বেশি দেখা যায়, কারণ এটি— (a) X-ক্রোমােজোমবাহিত প্রকট বৈশিষ্ট্য (b) X-ক্রোমােজোমবাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য (c) Y-ক্রোমােজোমবাহিত প্রকট বৈশিষ্ট্য (d) Y-ক্রোমােজোমবাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১৩

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ টার্নার সিন্ড্রোম ঘটার কারণ— (a) মােনোজোমি (b) ট্রাইজোমি (c) বাইজোমি (d) পলিপ্লয়েডি উত্তর: A ✸ ✸ ✸ প্রশ্ন:২ বর্ণান্ধ রােগাক্রান্ত মানুষ যখন সব কিছু ধূসর দেখে তাকে বলে— (a) মনােক্রোমাসিয়া (b) ডাইক্রোমাসিয়া (c) ক্রোমাসিয়া (d) সবগুলিই উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১২

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ আর্জিনিন আধিক্যবিশিষ্ট হিস্টোন হল— (a) H1 (b) H3 (c) H4 (d) H2B উত্তর: B, C ✸ ✸ ✸ প্রশ্ন:২ ক্লাইনফেল্টার সিন্ড্রোমের লক্ষণগুলি হল— (a) শীর্ণ লম্বা গড়নবিশিষ্ট পুরুষ (b) অবয়বগতভাবে স্ত্রীলােক (c) গোঁফ-দাড়ি অল্প (d) বুকে স্তন দেখা যায় না উত্তর: A, C

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১১

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ নিখিল যদি বর্ণান্ধ হয় তবে তার বর্ণান্ধ জিনের সাহায্যে বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা হল— (a) 50% (b) 100% (c) 0% (d) কোনােটিই নয় উত্তর: C ✸ ✸ ✸ প্রশ্ন:২ একটি X-লিংকড প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল— (a) হান্টারের সিন্ড্রোম (b) লিশম্যানের সিন্ড্রোম (c) সিকল সেল অ্যানিমিয়া (d) বর্ণান্ধ উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১০

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ TT মটর গাছের সঙ্গে tt মটর গাছের সংকরায়ণ করানাে হল। F2 জনু হবে— (a) লম্বা ও খর্বের অনুপাত 1:1 (b) লম্বা ও খর্বের অনুপাত 1:2 (c) লম্বা ও খর্বের অনুপাত 3:1 (d) সবকটি লম্বা গাছ উত্তর: C ✸ ✸ ✸ প্রশ্ন:২ একসংকর জননের অনুপাত হল— (a) 3:1 (b) 9:7 (c) 1:2 (d) 9:3:3:1 উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৯

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ মানুষের ABO রক্ত গ্রুপ গঠনের কারণ হল— (a) মালটিপল অ্যালিল (b) অসম্পূর্ণ প্রকটতা (c) প্লিওট্রপিক জিন (d) পলিজেনিক সঞ্চারণ উত্তর: A ✸ ✸ ✸ প্রশ্ন:২ কলসিচিন ঘটায়— (a) ক্রোমােজোমের দ্বিতকরণ (b) ক্রোমােজোমীয় ত্রুটি (c) দ্রুত প্রতিলিপি গঠন (d) জিন মিউটেশন উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৮

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ সম্পূর্ণ লিংকেজ দেখা যায়— (a) পাখি (b) সাপ (c) পুং ড্রসােফিলা (d) স্ত্রী ড্রসােফিলা উত্তর: C ✸ ✸ ✸ প্রশ্ন:২ X-ক্রোমােজোম হল— (a) আসেন্ট্রিক (b) অ্যাক্রোসেন্ট্রিক (c) মেটাসেন্ট্রিক (d) টেলােসেন্ট্রিক উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৭

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ একসংকর পরীক্ষায় দুটি সংকর গিনিপিগের সংকরায়ণ ঘটালে F2 জনুতে ফিনােটাইপের অনুপাত হবে— (a) 3:1 (b) 1:1 (c) 9:3:3:1 (d) 27:9:9:3:3:3:1 উত্তর: A ✸ ✸ ✸ প্রশ্ন:২ ডাউন সিন্ড্রোমের ক্রোমােজোমে সংখ্যা হল— (a) 23 (b) 47 (c) 45 (d) 46 উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৬

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ হিমােফিলিয়া একটি জিন ঘটিত অস্বাভাবিকতা, যার ফলে— (a) রক্ততঞ্চন ঘটে না (b) লােহিতকণিকার সংখ্যা জানা যায় (c) রক্তবাহে রক্ত জমাট বাঁধে না (d) রক্ততঞ্চন বিলম্বিত হয় উত্তর: D ✸ ✸ ✸ প্রশ্ন:২ স্টিভেন এবং উইলসন আবিষ্কার করেন— (a) X-লিংকড ইনহেরিট্যান্স (b) Y-লিংকড হেরেডিটি (c) সেক্স ক্রোমােজোম (X এবং Y) (d) অটোজোমজনিত রােগ উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৫

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ একটি হিমােফিলিয়া বাহক মহিলার সঙ্গে একটি স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ফিনােটাইপ কী হবে ? (a) শুধুমাত্র কন্যা সন্তানেরা হিমােফিলিক (b) সমস্ত সন্তান হিমােফিলিক (c) 50% পুত্র হিমােফিলিক ও অন্যান্য সন্তান স্বাভাবিক (d) সব পুত্র সন্তান হিমােফিলিক ও সব কন্যা সন্তান স্বাভাবিক উত্তর: C ✸ ✸ ✸ প্রশ্ন:২ সমস্ত জিনের হ্যাপ্লয়েড সেট বা গ্যামেটে অন্তর্ভুক্ত হয়, তাকে বলে— (a) জিনােম (b) জিনােটাইপ (c) ফিনােটাইপ (d) লিংকেজ গ্রুপ উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৪

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির কোনটিকে মেন্ডেল প্রচ্ছন্ন হিসেবে নির্বাচন করেছেন ? (a) লম্বা গাছ এবং কাক্ষিক ফুল (b) বেঁটে গাছ এবং গােলাকার বীজ (c) হলুদ বর্ণের শুঁটি এবং কুঞ্চিত বীজ (d) সবুজ বর্ণের শুঁটি এবং বেঁটে গাছ উত্তর: D ✸ ✸ ✸ প্রশ্ন:২ হিমােফিলিয়া রােগীর উত্তরাধিকার প্রক্রিয়া যার অনুরূপ সেটি হল— (a) ত্বকের বর্ণ (b) রাতকানা (c) মায়ােপিয়া (d) বর্ণান্ধতা উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-৩

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ ABO পদ্ধতিতে বিভিন্ন গ্রুপের রক্ত সৃষ্টি হওয়ার কারণ হল— (a) পলিজিন (b) সহ-প্রকটতা (c) অসম্পূর্ণ প্রকটতা (d) প্রকট প্রচ্ছন্ন জিন উত্তর: B ✸ ✸ ✸ প্রশ্ন:২ হিমােফিলিয়া রােগের জিনটি— (a) লিঙ্গ সংযােজিত (b) অটোজোমাল (c) হােলান্ড্রিক (d) b ও c উভয়ই উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-২

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ খ্রিস্টমাস রােগের অপর নাম হল— (a) হিমােফিলিয়া B (b) হেপাটাইটিস (c) ডাউনের সিন্ড্রোম (d) স্লিপিং সিকনেস উত্তর: A ✸ ✸ ✸ প্রশ্ন:২ Escherichia coli-এ লিংকেজ গ্রুপের সংখ্যা—  (a) 5 (b) 4 (c) 2 (d) 1 উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।জিনতত্ত্ব ও বিবর্তন।।সেট-১

WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ টার্নার সিন্ড্রোমে নীচের কোনটি দেখায় ? (a) XO (b) XYY (c) XXX (d) XXY উত্তর: A ✸ ✸ ✸ প্রশ্ন:২ মেন্ডেলের পরীক্ষাটি প্রকাশিত হয়েছিল— (a) 1884 (b) 1886 (c) 1901 (d) 1900 উত্তর: B

[WBCS Special VSQs] Biology।।জীবের জনন।।সেট-১৩

  [WBCS Special VSQs] Biology জীবের জনন প্রশ্ন:১ পুরুষদের উচ্চ প্রােস্টাগ্ল্যান্ডিন এবং কম ফ্ৰুকটোজ কনটেন্ট থাকলে কী হতে পারে ? উত্তর:  বন্ধ্যাত্ব। প্রশ্ন:২ AIDS রােগ কীসের মাধ্যমে বিস্তার লাভ করে ? উত্তর:  রক্ত ও বীর্যের মাধ্যমে। প্রশ্ন:৩ জেনিটাল হারপিসের প্যাথােজেনটির নাম লেখাে। উত্তর:  Herpes simplex virus.