WBCS Special MCQs Biology জিনতত্ত্ব ও বিবর্তন ✸ ✸ ✸ প্রশ্ন:১ এপের প্রধান বৈশিষ্ট্যগুলি হল— (a) সােজা হয়ে দাঁড়াতে পারে (b) সমগ্র দেহ হালকা লােমের আবরণে থাকে (c) দাঁতের সজ্জারীতি ‘U’ আকৃতির (d) সিমিয়ান গ্যাপ থাকে উত্তর: C, D ✸ ✸ ✸ প্রশ্ন:২ হার্ডি-উইনবার্গ সূত্রে উৎপন্ন অপত্য জনুতে তিনটি জেনােটাইপের আনুপাতিক পরিমাণ দাঁড়ায়— (a) AA : p^2 (b) Aa : 2pq (c) aa : q^2 (d) A^2 : pq উত্তর: A, B, C