দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
YyRr-এর ফিনােটাইপ কী হবে ?
উত্তর: 9:3:3:1।
প্রশ্ন:২
বংশগতি কাকে বলে ?
উত্তর: যে পদ্ধতিতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সমূহ জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরেডিটি বলে।
প্রশ্ন:৩
অ্যালিল কাকে বলে ?
উত্তর: একই জিনের বিভিন্ন রূপকেই অ্যালিল বলে।
প্রশ্ন:৪
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় জিনােটাইপ অনুপাত কী ?
উত্তর: 1:2:1।
প্রশ্ন:৫
বিভেদ কী ?
উত্তর: একই প্রজাতিভুক্ত জীবেদের আকার, আকৃতি ও ব্যবহারগত পার্থক্যকে বিভেদ বা ভেরিয়েশন বলে।
প্রশ্ন:৬
মেন্ডেলবাদ কী ?
উত্তর: একসংকর ও দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রগুলিকে সাধারণভাবে মেন্ডেলবাদ বলা হয়।
প্রশ্ন:৭
জিনতত্ত্বের জনক কে ?
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল।
প্রশ্ন:৮
মেন্ডেল ক-জোড়া মটর গাছ ব্যবহার করেছিলেন ?
উত্তর: সাতজোড়া।
প্রশ্ন:৯
মেন্ডেলের পরীক্ষায় তিনি কোন্ গাছ ব্যবহার করেছিলেন ?
উত্তর: মটর গাছ (Pisum sativium)।
প্রশ্ন:১০
মিউটেশন কী ?
উত্তর: জীবের মধ্যে সঞ্চারণযােগ্য হঠাৎ জেগে ওঠা স্থায়ী কোনাে পরিবর্তনকে মিউটেশন বলে।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment