🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
YyRr-এর ফিনােটাইপ কী হবে ?
উত্তর: 9:3:3:1।
প্রশ্ন:২
বংশগতি কাকে বলে ?
উত্তর: যে পদ্ধতিতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সমূহ জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরেডিটি বলে।
প্রশ্ন:৩
অ্যালিল কাকে বলে ?
উত্তর: একই জিনের বিভিন্ন রূপকেই অ্যালিল বলে।
প্রশ্ন:৪
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় জিনােটাইপ অনুপাত কী ?
উত্তর: 1:2:1।
প্রশ্ন:৫
বিভেদ কী ?
উত্তর: একই প্রজাতিভুক্ত জীবেদের আকার, আকৃতি ও ব্যবহারগত পার্থক্যকে বিভেদ বা ভেরিয়েশন বলে।
প্রশ্ন:৬
মেন্ডেলবাদ কী ?
উত্তর: একসংকর ও দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রগুলিকে সাধারণভাবে মেন্ডেলবাদ বলা হয়।
প্রশ্ন:৭
জিনতত্ত্বের জনক কে ?
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল।
প্রশ্ন:৮
মেন্ডেল ক-জোড়া মটর গাছ ব্যবহার করেছিলেন ?
উত্তর: সাতজোড়া।
প্রশ্ন:৯
মেন্ডেলের পরীক্ষায় তিনি কোন্ গাছ ব্যবহার করেছিলেন ?
উত্তর: মটর গাছ (Pisum sativium)।
প্রশ্ন:১০
মিউটেশন কী ?
উত্তর: জীবের মধ্যে সঞ্চারণযােগ্য হঠাৎ জেগে ওঠা স্থায়ী কোনাে পরিবর্তনকে মিউটেশন বলে।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment