ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
পৃথিবী সৃষ্টি হয়েছিল কত বছর আগে ?
উত্তর: 4.6 বিলিয়ন বছর আগে।
প্রশ্ন:২
প্রিক্যাম্ব্রিয়ান ইওনের তিনটি এরা কী কী ?
উত্তর: হ্যাডিয়ান, আর্কিয়ান ও প্রােটেরােজোয়িক।
প্রশ্ন:৩
কোয়াসারভেট মডেল কে রচনা করেন ?
উত্তর: ওপারিন।
প্রশ্ন:৪
হাতির বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Elephas maximus.
প্রশ্ন:৫
স্বতঃস্ফুর্ত জীব সৃষ্টির মতবাদকে কে প্রথম বাতিল করেন ?
উত্তর: লুই পাস্তুর।
প্রশ্ন:৬
ঘােড়ার বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Equus equus.
প্রশ্ন:৭
মাইক্রোস্ফিয়ার কে রচনা করেন ?
উত্তর: ফক্স।
প্রশ্ন:৮
সায়ানােজেন মতবাদটি কে দেন ?
উত্তর: জার্মান বিজ্ঞানী ফ্লুজার।
প্রশ্ন:৯
দুটি ইওনের নাম করাে।
উত্তর: প্রিক্যাম্ব্রিয়ান ও ফেনেরােজোয়িক।
প্রশ্ন:১০
মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামােনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কত ?
উত্তর: 2:2:1
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment