দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
পৃথিবী সৃষ্টি হয়েছিল কত বছর আগে ?
উত্তর: 4.6 বিলিয়ন বছর আগে।
প্রশ্ন:২
প্রিক্যাম্ব্রিয়ান ইওনের তিনটি এরা কী কী ?
উত্তর: হ্যাডিয়ান, আর্কিয়ান ও প্রােটেরােজোয়িক।
প্রশ্ন:৩
কোয়াসারভেট মডেল কে রচনা করেন ?
উত্তর: ওপারিন।
প্রশ্ন:৪
হাতির বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Elephas maximus.
প্রশ্ন:৫
স্বতঃস্ফুর্ত জীব সৃষ্টির মতবাদকে কে প্রথম বাতিল করেন ?
উত্তর: লুই পাস্তুর।
প্রশ্ন:৬
ঘােড়ার বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Equus equus.
প্রশ্ন:৭
মাইক্রোস্ফিয়ার কে রচনা করেন ?
উত্তর: ফক্স।
প্রশ্ন:৮
সায়ানােজেন মতবাদটি কে দেন ?
উত্তর: জার্মান বিজ্ঞানী ফ্লুজার।
প্রশ্ন:৯
দুটি ইওনের নাম করাে।
উত্তর: প্রিক্যাম্ব্রিয়ান ও ফেনেরােজোয়িক।
প্রশ্ন:১০
মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামােনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কত ?
উত্তর: 2:2:1
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment