শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
পৃথিবী সৃষ্টি হয়েছিল কত বছর আগে ?
উত্তর: 4.6 বিলিয়ন বছর আগে।
প্রশ্ন:২
প্রিক্যাম্ব্রিয়ান ইওনের তিনটি এরা কী কী ?
উত্তর: হ্যাডিয়ান, আর্কিয়ান ও প্রােটেরােজোয়িক।
প্রশ্ন:৩
কোয়াসারভেট মডেল কে রচনা করেন ?
উত্তর: ওপারিন।
প্রশ্ন:৪
হাতির বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Elephas maximus.
প্রশ্ন:৫
স্বতঃস্ফুর্ত জীব সৃষ্টির মতবাদকে কে প্রথম বাতিল করেন ?
উত্তর: লুই পাস্তুর।
প্রশ্ন:৬
ঘােড়ার বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Equus equus.
প্রশ্ন:৭
মাইক্রোস্ফিয়ার কে রচনা করেন ?
উত্তর: ফক্স।
প্রশ্ন:৮
সায়ানােজেন মতবাদটি কে দেন ?
উত্তর: জার্মান বিজ্ঞানী ফ্লুজার।
প্রশ্ন:৯
দুটি ইওনের নাম করাে।
উত্তর: প্রিক্যাম্ব্রিয়ান ও ফেনেরােজোয়িক।
প্রশ্ন:১০
মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামােনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কত ?
উত্তর: 2:2:1
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment