ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
পৃথিবী সৃষ্টি হয়েছিল কত বছর আগে ?
উত্তর: 4.6 বিলিয়ন বছর আগে।
প্রশ্ন:২
প্রিক্যাম্ব্রিয়ান ইওনের তিনটি এরা কী কী ?
উত্তর: হ্যাডিয়ান, আর্কিয়ান ও প্রােটেরােজোয়িক।
প্রশ্ন:৩
কোয়াসারভেট মডেল কে রচনা করেন ?
উত্তর: ওপারিন।
প্রশ্ন:৪
হাতির বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Elephas maximus.
প্রশ্ন:৫
স্বতঃস্ফুর্ত জীব সৃষ্টির মতবাদকে কে প্রথম বাতিল করেন ?
উত্তর: লুই পাস্তুর।
প্রশ্ন:৬
ঘােড়ার বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Equus equus.
প্রশ্ন:৭
মাইক্রোস্ফিয়ার কে রচনা করেন ?
উত্তর: ফক্স।
প্রশ্ন:৮
সায়ানােজেন মতবাদটি কে দেন ?
উত্তর: জার্মান বিজ্ঞানী ফ্লুজার।
প্রশ্ন:৯
দুটি ইওনের নাম করাে।
উত্তর: প্রিক্যাম্ব্রিয়ান ও ফেনেরােজোয়িক।
প্রশ্ন:১০
মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামােনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কত ?
উত্তর: 2:2:1
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment