নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
পৃথিবী সৃষ্টি হয়েছিল কত বছর আগে ?
উত্তর: 4.6 বিলিয়ন বছর আগে।
প্রশ্ন:২
প্রিক্যাম্ব্রিয়ান ইওনের তিনটি এরা কী কী ?
উত্তর: হ্যাডিয়ান, আর্কিয়ান ও প্রােটেরােজোয়িক।
প্রশ্ন:৩
কোয়াসারভেট মডেল কে রচনা করেন ?
উত্তর: ওপারিন।
প্রশ্ন:৪
হাতির বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Elephas maximus.
প্রশ্ন:৫
স্বতঃস্ফুর্ত জীব সৃষ্টির মতবাদকে কে প্রথম বাতিল করেন ?
উত্তর: লুই পাস্তুর।
প্রশ্ন:৬
ঘােড়ার বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Equus equus.
প্রশ্ন:৭
মাইক্রোস্ফিয়ার কে রচনা করেন ?
উত্তর: ফক্স।
প্রশ্ন:৮
সায়ানােজেন মতবাদটি কে দেন ?
উত্তর: জার্মান বিজ্ঞানী ফ্লুজার।
প্রশ্ন:৯
দুটি ইওনের নাম করাে।
উত্তর: প্রিক্যাম্ব্রিয়ান ও ফেনেরােজোয়িক।
প্রশ্ন:১০
মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামােনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কত ?
উত্তর: 2:2:1
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment