প্রাচীন ভারতের জনগোষ্ঠী বা জাতিতত্ত্ব ভারতের বিশাল ভূখণ্ডে যুগে যুগে নানা জাতি ও উপজাতির আগমন ঘটেছে। এই মহামিলনের ফলেই গড়ে উঠেছে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ (V.A. Smith) তাই যথার্থই ভারতকে 'নৃতত্ত্বের জাদুঘর' (Ethnological Museum) বলে অভিহিত করেছেন।
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
সম্পূর্ণ লিংকেজ দেখা যায়—
(a) পাখি
(b) সাপ
(c) পুং ড্রসােফিলা
(d) স্ত্রী ড্রসােফিলা
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
X-ক্রোমােজোম হল—
(a) আসেন্ট্রিক
(b) অ্যাক্রোসেন্ট্রিক
(c) মেটাসেন্ট্রিক
(d) টেলােসেন্ট্রিক
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৩
‘জেনেটিক্স’ শব্দটি প্রকাশ করেন—
(a) বেটসন
(b) মেন্ডেল
(c) মরগ্যান
(d) জোহানসেন
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৪
F1 সংকর ও প্রচ্ছন্ন পিতা বা মাতার ক্রসে কোন্ অনুপাত গঠিত হয় ?
(a) 3:1
(b) 1:1
(c) 2:1
(d) 4:1
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
কোনটি সঠিক ?
(a) সিকল সেল অ্যানিমিয়া—X ক্রোমােজোম
(b) হিমােফিলিয়া—Y ক্রোমােজোম
(c) ডাউনের সিন্ড্রোম—21st ক্রোমােজোম
(d) পারকিনসনস ডিজিস—XY ক্রোমােজোম
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৬
সম্পূর্ণ প্রকটতা দেখা যায় না কোনটিতে—
(a) Mirabilis jalapa
(b) Lathyrus
(c) Pisum sativum
(d) Oenothera
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৭
কোনটিতে অতিরিক্ত Y ক্রোমােজোম আছে ?
(a) সুপার ফিমেল
(b) ক্লাইনফেল্টারের সিন্ড্রোম
(c) ডাউনের সিন্ড্রোম
(d) টার্নারের সিন্ড্রোম
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৮
ABO ব্লাড গ্রুপে ফিনােটাইপের সংখ্যা—
(a) 8
(b) 6
(c) 4
(d) 1
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৯
একটি পপুলেশনে প্রচ্ছন্ন জিন 16% থাকলে প্রকট জিনের শতকরা ভাগ কত ?
(a) 96%
(b) 56%
(c) 32%
(d) 84%
উত্তর: D
✸✸✸প্রশ্ন:১০
Y-ক্রোমােজোম হল—
(a) আসেন্ট্রিক
(b) সাব-মেটাসেন্ট্রিক
(c) টেলােসেন্ট্রিক
(d) অ্যাক্রোসেন্ট্রিক
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment