দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
সম্পূর্ণ লিংকেজ দেখা যায়—
(a) পাখি
(b) সাপ
(c) পুং ড্রসােফিলা
(d) স্ত্রী ড্রসােফিলা
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
X-ক্রোমােজোম হল—
(a) আসেন্ট্রিক
(b) অ্যাক্রোসেন্ট্রিক
(c) মেটাসেন্ট্রিক
(d) টেলােসেন্ট্রিক
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৩
‘জেনেটিক্স’ শব্দটি প্রকাশ করেন—
(a) বেটসন
(b) মেন্ডেল
(c) মরগ্যান
(d) জোহানসেন
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৪
F1 সংকর ও প্রচ্ছন্ন পিতা বা মাতার ক্রসে কোন্ অনুপাত গঠিত হয় ?
(a) 3:1
(b) 1:1
(c) 2:1
(d) 4:1
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
কোনটি সঠিক ?
(a) সিকল সেল অ্যানিমিয়া—X ক্রোমােজোম
(b) হিমােফিলিয়া—Y ক্রোমােজোম
(c) ডাউনের সিন্ড্রোম—21st ক্রোমােজোম
(d) পারকিনসনস ডিজিস—XY ক্রোমােজোম
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৬
সম্পূর্ণ প্রকটতা দেখা যায় না কোনটিতে—
(a) Mirabilis jalapa
(b) Lathyrus
(c) Pisum sativum
(d) Oenothera
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৭
কোনটিতে অতিরিক্ত Y ক্রোমােজোম আছে ?
(a) সুপার ফিমেল
(b) ক্লাইনফেল্টারের সিন্ড্রোম
(c) ডাউনের সিন্ড্রোম
(d) টার্নারের সিন্ড্রোম
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৮
ABO ব্লাড গ্রুপে ফিনােটাইপের সংখ্যা—
(a) 8
(b) 6
(c) 4
(d) 1
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৯
একটি পপুলেশনে প্রচ্ছন্ন জিন 16% থাকলে প্রকট জিনের শতকরা ভাগ কত ?
(a) 96%
(b) 56%
(c) 32%
(d) 84%
উত্তর: D
✸✸✸প্রশ্ন:১০
Y-ক্রোমােজোম হল—
(a) আসেন্ট্রিক
(b) সাব-মেটাসেন্ট্রিক
(c) টেলােসেন্ট্রিক
(d) অ্যাক্রোসেন্ট্রিক
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment