দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
সম্পূর্ণ লিংকেজ দেখা যায়—
(a) পাখি
(b) সাপ
(c) পুং ড্রসােফিলা
(d) স্ত্রী ড্রসােফিলা
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
X-ক্রোমােজোম হল—
(a) আসেন্ট্রিক
(b) অ্যাক্রোসেন্ট্রিক
(c) মেটাসেন্ট্রিক
(d) টেলােসেন্ট্রিক
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৩
‘জেনেটিক্স’ শব্দটি প্রকাশ করেন—
(a) বেটসন
(b) মেন্ডেল
(c) মরগ্যান
(d) জোহানসেন
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৪
F1 সংকর ও প্রচ্ছন্ন পিতা বা মাতার ক্রসে কোন্ অনুপাত গঠিত হয় ?
(a) 3:1
(b) 1:1
(c) 2:1
(d) 4:1
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
কোনটি সঠিক ?
(a) সিকল সেল অ্যানিমিয়া—X ক্রোমােজোম
(b) হিমােফিলিয়া—Y ক্রোমােজোম
(c) ডাউনের সিন্ড্রোম—21st ক্রোমােজোম
(d) পারকিনসনস ডিজিস—XY ক্রোমােজোম
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৬
সম্পূর্ণ প্রকটতা দেখা যায় না কোনটিতে—
(a) Mirabilis jalapa
(b) Lathyrus
(c) Pisum sativum
(d) Oenothera
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৭
কোনটিতে অতিরিক্ত Y ক্রোমােজোম আছে ?
(a) সুপার ফিমেল
(b) ক্লাইনফেল্টারের সিন্ড্রোম
(c) ডাউনের সিন্ড্রোম
(d) টার্নারের সিন্ড্রোম
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৮
ABO ব্লাড গ্রুপে ফিনােটাইপের সংখ্যা—
(a) 8
(b) 6
(c) 4
(d) 1
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৯
একটি পপুলেশনে প্রচ্ছন্ন জিন 16% থাকলে প্রকট জিনের শতকরা ভাগ কত ?
(a) 96%
(b) 56%
(c) 32%
(d) 84%
উত্তর: D
✸✸✸প্রশ্ন:১০
Y-ক্রোমােজোম হল—
(a) আসেন্ট্রিক
(b) সাব-মেটাসেন্ট্রিক
(c) টেলােসেন্ট্রিক
(d) অ্যাক্রোসেন্ট্রিক
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment