শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে বলে—
(a) ডেমােগ্রাফি
(b) বায়ােগ্রাফি
(c) সাইকোবায়ােলজি
(d) ক্যালােগ্রাফি
উত্তর: A
প্রশ্ন:২
উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যা সংক্রান্ত কিছু বৈশিষ্ট্য হল—
(a) অধিক উর্বরতা, অধিক ঘনত্ব, দ্রুত মৃত্যুর হার এবং অল্পবয়সিদের বিস্তার
(b) অধিক উর্বরতা, হ্রাসপ্রাপ্ত মৃত্যুহার, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির হার এবং খুব অল্পবয়সিদের বিস্তার
(c) অত্যধিক শিশু মৃত্যুহার, হ্রাসপ্রাপ্ত উর্বরতা, জনসংখ্যার অসম বৃদ্ধি এবং অল্পবয়সিদের বিস্তার
(d) অত্যধিক মৃত্যুহার, অধিক ঘনত্ব, জনসংখ্যার অসম বৃদ্ধি এবং বয়স্কদের বিস্তার
উত্তর: B
প্রশ্ন:৩
11 জুলাই হল—
(a) বিশ্ব জনসংখ্যা দিবস
(b) বিশ্ব শিক্ষা দিবস
(c) বিশ্ব পরিবেশ দিবস
(d) বিশ AIDS দিবস
উত্তর: A
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোন্ অবস্থায় শুক্রাণুর চলনে বাধাপ্রাপ্তি ঘটে ?
(a) অ্যাজোস্পার্মিয়া
(b) পলিস্পার্মি
(c) অলিগােস্পার্মিয়া
(d) অ্যাথেনােস্পার্মিয়া
উত্তর: D
প্রশ্ন:৫
টিউবেকটোমি জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি পদ্ধতি যা প্রয়ােগ করা হয়—
(a) পুরুষ ও মহিলা উভয়ের ওপর
(b) কেবলমাত্র পুরুষদের ওপর
(c) কেবলমাত্র মহিলাদের ওপর
(d) কেবলমাত্র গর্ভবতী মহিলাদের ওপর
উত্তর: C
প্রশ্ন:৬
টেস্টটিউব বেবি সৃষ্টির ক্ষেত্রে—
(a) নিষেক হয় দেহের বহির্ভাগে এবং ভ্রূণ গঠন সম্পন্ন হয় দেহের অন্তর্ভাগে
(b) নিষেক হয় দেহের অন্তর্ভাগে এবং ভ্রূণ গঠন সম্পন্ন হয় দেহের বহির্ভাগে
(c) নিষেক এবং ভ্রূণ গঠন উভয়ই অন্তর্ভাগে সম্পন্ন হয়
(d) নিষেক এবং ভ্রূণ গঠন উভয়ই বহির্ভাগে সম্পন্ন হয়
উত্তর: A
প্রশ্ন:৭
স্টেরিলাইজেশন বা বন্ধ্যাত্বকরণ পদ্ধতি হল—
(a) IUDCB
(b) ডায়াফ্রাম
(c) টিউবেকটোমি
(d) লুপ
উত্তর: C
প্রশ্ন:৮
জন্ম নিয়ন্ত্রণের একটি বাধাদায়ক পদ্ধতি হল—
(a) কপার-T
(b) ডায়াফ্রাম
(c) লুপ
(d) ডালকন শীল্ড
উত্তর: B
প্রশ্ন:৯
এর মধ্যে কোনটি পুরুষ সম্পর্কীয় ?
(a) মৌখিক গর্ভনিরােধক বড়ি
(b) টিউবেকটোমি
(c) ভাসেকটোমি
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:১০
জন্মহার নিয়ন্ত্রণের একটি উন্নতমানের পদ্ধতি হল—
(a) IVF-ET
(b) HJF
(c) GIFT
(d) IUDs
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment