নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে বলে—
(a) ডেমােগ্রাফি
(b) বায়ােগ্রাফি
(c) সাইকোবায়ােলজি
(d) ক্যালােগ্রাফি
উত্তর: A
প্রশ্ন:২
উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যা সংক্রান্ত কিছু বৈশিষ্ট্য হল—
(a) অধিক উর্বরতা, অধিক ঘনত্ব, দ্রুত মৃত্যুর হার এবং অল্পবয়সিদের বিস্তার
(b) অধিক উর্বরতা, হ্রাসপ্রাপ্ত মৃত্যুহার, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির হার এবং খুব অল্পবয়সিদের বিস্তার
(c) অত্যধিক শিশু মৃত্যুহার, হ্রাসপ্রাপ্ত উর্বরতা, জনসংখ্যার অসম বৃদ্ধি এবং অল্পবয়সিদের বিস্তার
(d) অত্যধিক মৃত্যুহার, অধিক ঘনত্ব, জনসংখ্যার অসম বৃদ্ধি এবং বয়স্কদের বিস্তার
উত্তর: B
প্রশ্ন:৩
11 জুলাই হল—
(a) বিশ্ব জনসংখ্যা দিবস
(b) বিশ্ব শিক্ষা দিবস
(c) বিশ্ব পরিবেশ দিবস
(d) বিশ AIDS দিবস
উত্তর: A
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোন্ অবস্থায় শুক্রাণুর চলনে বাধাপ্রাপ্তি ঘটে ?
(a) অ্যাজোস্পার্মিয়া
(b) পলিস্পার্মি
(c) অলিগােস্পার্মিয়া
(d) অ্যাথেনােস্পার্মিয়া
উত্তর: D
প্রশ্ন:৫
টিউবেকটোমি জনসংখ্যা নিয়ন্ত্রণের একটি পদ্ধতি যা প্রয়ােগ করা হয়—
(a) পুরুষ ও মহিলা উভয়ের ওপর
(b) কেবলমাত্র পুরুষদের ওপর
(c) কেবলমাত্র মহিলাদের ওপর
(d) কেবলমাত্র গর্ভবতী মহিলাদের ওপর
উত্তর: C
প্রশ্ন:৬
টেস্টটিউব বেবি সৃষ্টির ক্ষেত্রে—
(a) নিষেক হয় দেহের বহির্ভাগে এবং ভ্রূণ গঠন সম্পন্ন হয় দেহের অন্তর্ভাগে
(b) নিষেক হয় দেহের অন্তর্ভাগে এবং ভ্রূণ গঠন সম্পন্ন হয় দেহের বহির্ভাগে
(c) নিষেক এবং ভ্রূণ গঠন উভয়ই অন্তর্ভাগে সম্পন্ন হয়
(d) নিষেক এবং ভ্রূণ গঠন উভয়ই বহির্ভাগে সম্পন্ন হয়
উত্তর: A
প্রশ্ন:৭
স্টেরিলাইজেশন বা বন্ধ্যাত্বকরণ পদ্ধতি হল—
(a) IUDCB
(b) ডায়াফ্রাম
(c) টিউবেকটোমি
(d) লুপ
উত্তর: C
প্রশ্ন:৮
জন্ম নিয়ন্ত্রণের একটি বাধাদায়ক পদ্ধতি হল—
(a) কপার-T
(b) ডায়াফ্রাম
(c) লুপ
(d) ডালকন শীল্ড
উত্তর: B
প্রশ্ন:৯
এর মধ্যে কোনটি পুরুষ সম্পর্কীয় ?
(a) মৌখিক গর্ভনিরােধক বড়ি
(b) টিউবেকটোমি
(c) ভাসেকটোমি
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:১০
জন্মহার নিয়ন্ত্রণের একটি উন্নতমানের পদ্ধতি হল—
(a) IVF-ET
(b) HJF
(c) GIFT
(d) IUDs
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment