WBCS Special MCQs
Biology
জীবের জনন
প্রশ্ন:১
সস্যল বীজের ক্ষেত্রে খাদ্য সঞ্চিত থাকে—
(a) সস্যে
(b) বীজবহিস্ত্বকে
(c) ভ্রূণমুকুলে
(d) বীজপত্রে
উত্তর: A
প্রশ্ন:২
বীজ অঙ্কুরোদ্গমের সময়—
(a) স্টার্চ উৎপন্ন হয়
(b) ফ্যাট উৎপন্ন হয়
(c) তাপ উৎপন্ন হয়
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৩
৪-নিউক্লিয়াসযুক্ত ভ্রূণস্থলী দেখা যায়—
(a) Allium type-এ
(b) Polygonum type-এ
(c) Peperomia type-এ
(d) Oenothera type-এ
উত্তর: B
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোন্ উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদ উৎপন্ন হয় ?
(a) Dahlia
(b) Populus
(c) Azadirachta
(d) a ও b উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৫
ভ্রূণস্থলীর মধ্যে গৌণ নিউক্লিয়াসের প্রকৃতি কীরূপ ?
(a) 4n-নিউক্লিয়াস
(b) 8n-নিউক্লিয়াস
(c) n-নিউক্লিয়াস
(d) 2n-নিউক্লিয়াস
উত্তর: D
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোনটি ট্রিপ্লয়েড টিস্যু ?
(a) cycas-এর ডিম্বক
(b) লিলির সস্য
(c) মসের ক্যাপসুল
(d) ফার্ণের প্রােথ্যালাস
উত্তর: B
প্রশ্ন:৭
ডিম্বকের ডিম্বকরন্ধ্র দিয়ে—
(a) জল প্রবেশ করে
(b) বায়ু প্রবেশ করে
(c) পরাগনালি প্রবেশ করে
(d) প্রত্যেকটিই
উত্তর: C
প্রশ্ন:৮
জরায়ুজ অঙ্কুরােদ্গম লক্ষ করা যায়—
(a) ধানে
(b) রাইজোফোরায়
(c) রেড়িতে
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোন্ পদ্ধতির মাধ্যমে কলাগাছ জনন সম্পন্ন করে ?
(a) পত্রখণ্ড
(b) রাইজোম
(c) বীজ
(d) খর্বধাবক
উত্তর: B
প্রশ্ন:১০
স্ত্রীগ্যামেটোফাইট লক্ষ করা যায়—
(a) গর্ভমুণ্ডে ডিজে সরষে
(b) বীজে
(c) ডিম্বকে
(d) সস্য
উত্তর: C
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment