নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
ফুলের আণুবীক্ষণিক গঠনে নির্ণীত নিউক্লিয়াসটি হল—
(a) n
(b) 4n
(c) 2n
(d) 3n
উত্তর: D
প্রশ্ন:২
উদ্ভিদের প্রােপাগেশনের বিশেষ পদ্ধতিটি হল—
(a) স্পােরােফাইটিক বাডিং
(b) পার্থেনােজেনেসিস
(c) অ্যাপােমিক্সিস, অ্যাপােস্পােরি এবং অ্যাপােগ্যামি
(d) প্রত্যেকটিই
উত্তর: D
প্রশ্ন:৩
ডিম্বাশয়ের মধ্যে এক বা একের বেশি থাকে—
(a) ভ্রূণপােষক
(b) সহকারী কোশ
(c) পরাগরেণু
(d) মেগাস্পােরানজিয়া
উত্তর: D
প্রশ্ন:৪
100 টি ডিম্বাণু সৃষ্টি করতে কতগুলি স্ত্রী মাতৃকোশ প্রয়ােজন ?
(a) 75
(b) 50
(c) 25
(d) 100
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কার মধ্যে ফিলিফর্ম অ্যাপারেটাস লক্ষ করা যায় ?
(a) ডিম্ব
(b) জাইগোট
(c) সহকারী কোশ
(d) ভ্রূণধর
উত্তর: C
প্রশ্ন:৬
লেবুর ভক্ষণশীল অংশ হল—
(a) মধ্যত্বকের রোম
(b) অন্তস্ত্বক
(c) বহিস্ত্বক
(d) অন্তস্ত্বকের রোম
উত্তর: D
প্রশ্ন:৭
যদি কোনাে উদ্ভিদের মূলাগ্রে ক্রোমোেজাম সংখ্যা 42 হয়, তবে এটির অ্যালিউরােন কোশে ক্রোমােজোম সংখ্যা কত হবে ?
(a) 63
(b) 42
(c) 21
(d) 84
উত্তর: A
প্রশ্ন:৮
সপুষ্পক উদ্ভিদের সস্য হল—
(a) ডিপ্লয়েড (2n)
(b) ট্রিপ্লয়েড (3n)
(c) টেট্রাপ্লয়েড (4n)
(d) হ্যাপ্লয়েড (n)
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত কার ক্ষেত্রে নিষেকের পর স্ত্রী ফুলের বৃন্ত কুণ্ডলীকৃত অবস্থায় থাকে?
(a) Vallisneria
(b) Silene
(c) Centaurea
(d) Viola
উত্তর: A
প্রশ্ন:১০
ভ্রূণস্থলী হল—
(a) মেগাস্পোরানজিয়াম
(b) স্ত্রীগ্যামেটোফাইট
(c) মেগাস্পোর
(d) মাইক্রোগামেটোফাইট
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment