WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
নিম্নলিখিত কোন্ উদ্ভিদের বীজ বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণ দ্বারা সস্য ক্রমে ক্রমে ক্ষয়প্রাপ্ত হয় ?
(a) ভুট্টা
(b) ক্যাস্টর
(c) নারকেল
(d) মটর
উত্তর: D
প্রশ্ন:২
প্রােটোপ্লাজমিক মিলনের প্রথম ধাপটি হল—
(a) সােমাটিক কোশের সংগ্রহ ও পৃথকীকরণ
(b) প্রােটোপ্লাস্টের পৃথকীকরণ
(c) হাইব্রিডাইজেশন
(d) সােমাটিক কোশের সংগ্রহ
উত্তর: A
প্রশ্ন:৩
হেটারােজাইগােসিটি নিম্নলিখিত কোন্ প্রকার পরাগযােগের জন্য দায়ী ?
(a) গেইটোনােগ্যামি
(b) ক্লিস্টোগ্যামি
(c) জেনােগ্যামি
(d) অটোগ্যামি
উত্তর: C
প্রশ্ন:৪
Casuarina-র ক্ষেত্রে নিষেক ঘটে কার মাধ্যমে—
(a) পােরােগ্যামি
(b) অ্যাপােগ্যামি
(c) মেসােগ্যামি
(d) চ্যালাজোগ্যামি
উত্তর: D
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ কোশের বিভাজনের ফলে সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট উৎপন্ন হয় ?
(a) অঙ্গজ কোশ
(b) জনন কোশ
(c) মাইক্রোস্পাের
(d) মাইক্রোম্পোর মাতৃকোশ
উত্তর: B
প্রশ্ন:৬
পদ্মের পরাগমিলন ঘটে—
(a) জলের মাধ্যমে
(b) পতঙ্গের মাধ্যমে
(c) বায়ুর মাধ্যমে
(d) প্রত্যেকটিই
উত্তর: B
প্রশ্ন:৭
নিম্নলিখিত কোন্ হরমােনটি কলাকর্ষণে ব্যবহার করা হয় ?
(a) অক্সিন
(b) সাইটোকাইনিন
(c) জিব্বেরেলিন
(d) a ও b উভয়ই
উত্তর: D
প্রশ্ন:৮
8-নিউক্লিয়াসযুক্ত ভ্রূণস্থলী হল—
(a) 4-রেণু যুক্ত
(b) দ্বিরেণু যুক্ত
(c) একরেণু যুক্ত
(d) কখনাে একরেণু বা দ্বিরেণু বা চাররেণু যুক্ত
উত্তর: D
প্রশ্ন:৯
বৃদ্ধিপ্রাপ্ত পরাগরেণু বৃদ্ধির জন্য প্রয়ােজনীয় পুষ্টি গ্রহণ করে—
(a) ট্যাপেটাম থেকে
(b) মধ্যবর্তী স্তর থেকে
(c) এন্ডােথেসিয়াম থেকে
(d) এপিডারমিস থেকে
উত্তর: A
প্রশ্ন:১০
অ্যানিমােফাইলি দেখা যায়—
(a) লেগিউম উদ্ভিদে
(b) ঘাসে
(c) Annona-এ
(d) Euphorbia-এ
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment