বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
কোনটি একসংকর টেস্ট ক্রসের অনুপাত—
(a) 1:3:4
(b) 1:1
(c) 9:3:3:1
(d) 1:2:1
উত্তর: B
প্রশ্ন:২
প্রাণের উৎপত্তি তত্ত্বটি উপস্থাপন করেছিলেন—
(a) ওপারিন
(b) স্ট্যানলি
(c) ম্যালথাস
(d) ডারউইন
উত্তর: A
প্রশ্ন:৩
প্রাণের উৎপত্তির জন্য প্রয়ােজনীয় উপাদান হল—
(a) N2
(b) O2
(c) H2O
(d) C
উত্তর: C
প্রশ্ন:৪
প্রাণের উদ্ভব ঘটে—
(a) বায়ুতে
(b) জলে
(c) মাটিতে
(d) পাহাড়ে
উত্তর: B
প্রশ্ন:৫
কোয়াসারভেট হল—
(a) কোলয়েড জাতীয় বস্তু
(b) লাইপােপ্রােটিন
(c) ফ্যাটি অ্যাসিড ও নাইট্রোজেনঘটিত যৌগ
(d) অ্যামােনিয়া, কার্বোহাইড্রেট ও জলের মিশ্রণ
উত্তর: C
প্রশ্ন:৬
পৃথিবীর আদি বায়ুমণ্ডলে কোনটি ছিল না ?
(a) H2
(b) O2
(c) NH3
(d) CH4
উত্তর: B
প্রশ্ন:৭
প্রথম প্রাণের সঞ্চার ঘটেছিল কার মধ্যে ?
(a) প্রােটোভাইরাস
(b) ভাইরাস
(c) প্রােভাইরাস
(d) ব্যাকটেরিয়া
উত্তর: D
প্রশ্ন:৮
প্রাণের উৎপত্তির জন্য কোন্ যৌগটি সবচেয়ে প্রয়ােজন ?
(a) প্রােটিন
(b) উৎসেচক
(c) নিউক্লিক অ্যাসিড
(d) শর্করা
উত্তর: C
প্রশ্ন:৯
প্রাণ সৃষ্টির কোন্ উপাদান বায়ুমণ্ডলের ছিল না ?
(a) H2
(b) NH2
(c) O2
(d) CH4
উত্তর: C
প্রশ্ন:১০
কোন্ বিজ্ঞানী বলেন পূর্ব সৃষ্ট জীব থেকে নতুন জীব সৃষ্টি হয়েছিল ?
(a) লুই পাস্তুর
(b) ওপারিন
(c) মরগ্যান
(d) অ্যারিস্টটল
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment