প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
দুটি ইওনের নাম হল—
(a) হ্যাডিয়ান
(b) প্রিক্যাম্ব্রিয়ান
(c) আর্কিয়ান
(d) ফেনেরােজোয়িক
উত্তর: B, D
✸✸✸প্রশ্ন:২
লুপ্তপ্রায় অঙ্গগুলি হল—
(a) ঘােড়ার অগ্রপদ
(b) কানের পেশি
(c) মানুষের হাড়
(d) পুরুষের স্তনগ্রন্থির বৃন্ত
উত্তর: A, C
✸✸✸প্রশ্ন:৩
মেথােজোয়িকের পিরিয়ডগুলি হল—
(a) ক্রিটোসিয়াস
(b) টার্সিয়ারি
(c) জুরাসিক
(d) ট্রায়াসিক
উত্তর: A, C, D
✸✸✸প্রশ্ন:৪
আর্কিওপটেরিক্সের মধ্যে সরীসৃপ বৈশিষ্ট্যগুলি হল—
(a) আঙুলের অগ্রভাগে নখরের উপস্থিতি
(b) চোয়ালে সমআকারের দাঁতের উপস্থিতি
(c) অগ্রপদের ডানায় রূপান্তর
(d) দেহের উপর পালকের উপস্থিতি
উত্তর: B, C
✸✸✸প্রশ্ন:৫
আদি পরিবেশে যখন জীবনের আবির্ভাব হয়েছিল তখন কোন্ গ্যাসগুলি দ্বারা পরিপূর্ণ ছিল ?
(a) নাইট্রোজেন
(b) কার্বন ডাইঅক্সাইড
(c) মুক্ত অক্সিজেন
(d) জলীয় বাষ্প
উত্তর: A, B, D
✸✸✸প্রশ্ন:৬
সমসংস্থ অঙ্গের উদাহরণ হল—
(a) পতঙ্গের ডানা
(b) ঘােড়ার সামনের পা
(c) মানুষের চোখ
(d) তিমির ক্লিপার
উত্তর: A, B
✸✸✸প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে এরা কোনগুলি ?
(a) প্যালিওজোয়িক
(b) মেসােজোয়িক
(c) প্রােটেরােজোয়িক
(d) সিনােজোয়িক
উত্তর: A, B, D
✸✸✸প্রশ্ন:৮
ডারউইনের একনিষ্ঠ সমর্থক ছিলেন—
(a) ওয়ালেস
(b) ওয়াটসন
(c) হেকেল
(d) উইনবার্গ
উত্তর: A, C
✸✸✸প্রশ্ন:৯
‘মডার্ন সিন্থেটিক থিওরি’—এই মতবাদে যাঁদের অবদান উল্লেখযােগ্য তাঁরা হলেন—
(a) হ্যালডেন
(b) ভাইসম্যান
(c) ফিশার
(d) ডি-ভ্রিস
উত্তর: A, B
✸✸✸প্রশ্ন:১০
মিলার ও উরের পরীক্ষায় উৎপাদিত জৈব যৌগ হল—
(a) সেরিসিন
(b) গ্লাইকোলিক অ্যাসিড
(c) গ্লুটামিক অ্যাসিড
(d) মিথেন
উত্তর: A, B, C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment