নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
দুটি ইওনের নাম হল—
(a) হ্যাডিয়ান
(b) প্রিক্যাম্ব্রিয়ান
(c) আর্কিয়ান
(d) ফেনেরােজোয়িক
উত্তর: B, D
✸✸✸প্রশ্ন:২
লুপ্তপ্রায় অঙ্গগুলি হল—
(a) ঘােড়ার অগ্রপদ
(b) কানের পেশি
(c) মানুষের হাড়
(d) পুরুষের স্তনগ্রন্থির বৃন্ত
উত্তর: A, C
✸✸✸প্রশ্ন:৩
মেথােজোয়িকের পিরিয়ডগুলি হল—
(a) ক্রিটোসিয়াস
(b) টার্সিয়ারি
(c) জুরাসিক
(d) ট্রায়াসিক
উত্তর: A, C, D
✸✸✸প্রশ্ন:৪
আর্কিওপটেরিক্সের মধ্যে সরীসৃপ বৈশিষ্ট্যগুলি হল—
(a) আঙুলের অগ্রভাগে নখরের উপস্থিতি
(b) চোয়ালে সমআকারের দাঁতের উপস্থিতি
(c) অগ্রপদের ডানায় রূপান্তর
(d) দেহের উপর পালকের উপস্থিতি
উত্তর: B, C
✸✸✸প্রশ্ন:৫
আদি পরিবেশে যখন জীবনের আবির্ভাব হয়েছিল তখন কোন্ গ্যাসগুলি দ্বারা পরিপূর্ণ ছিল ?
(a) নাইট্রোজেন
(b) কার্বন ডাইঅক্সাইড
(c) মুক্ত অক্সিজেন
(d) জলীয় বাষ্প
উত্তর: A, B, D
✸✸✸প্রশ্ন:৬
সমসংস্থ অঙ্গের উদাহরণ হল—
(a) পতঙ্গের ডানা
(b) ঘােড়ার সামনের পা
(c) মানুষের চোখ
(d) তিমির ক্লিপার
উত্তর: A, B
✸✸✸প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে এরা কোনগুলি ?
(a) প্যালিওজোয়িক
(b) মেসােজোয়িক
(c) প্রােটেরােজোয়িক
(d) সিনােজোয়িক
উত্তর: A, B, D
✸✸✸প্রশ্ন:৮
ডারউইনের একনিষ্ঠ সমর্থক ছিলেন—
(a) ওয়ালেস
(b) ওয়াটসন
(c) হেকেল
(d) উইনবার্গ
উত্তর: A, C
✸✸✸প্রশ্ন:৯
‘মডার্ন সিন্থেটিক থিওরি’—এই মতবাদে যাঁদের অবদান উল্লেখযােগ্য তাঁরা হলেন—
(a) হ্যালডেন
(b) ভাইসম্যান
(c) ফিশার
(d) ডি-ভ্রিস
উত্তর: A, B
✸✸✸প্রশ্ন:১০
মিলার ও উরের পরীক্ষায় উৎপাদিত জৈব যৌগ হল—
(a) সেরিসিন
(b) গ্লাইকোলিক অ্যাসিড
(c) গ্লুটামিক অ্যাসিড
(d) মিথেন
উত্তর: A, B, C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment