ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
দুটি ইওনের নাম হল—
(a) হ্যাডিয়ান
(b) প্রিক্যাম্ব্রিয়ান
(c) আর্কিয়ান
(d) ফেনেরােজোয়িক
উত্তর: B, D
✸✸✸প্রশ্ন:২
লুপ্তপ্রায় অঙ্গগুলি হল—
(a) ঘােড়ার অগ্রপদ
(b) কানের পেশি
(c) মানুষের হাড়
(d) পুরুষের স্তনগ্রন্থির বৃন্ত
উত্তর: A, C
✸✸✸প্রশ্ন:৩
মেথােজোয়িকের পিরিয়ডগুলি হল—
(a) ক্রিটোসিয়াস
(b) টার্সিয়ারি
(c) জুরাসিক
(d) ট্রায়াসিক
উত্তর: A, C, D
✸✸✸প্রশ্ন:৪
আর্কিওপটেরিক্সের মধ্যে সরীসৃপ বৈশিষ্ট্যগুলি হল—
(a) আঙুলের অগ্রভাগে নখরের উপস্থিতি
(b) চোয়ালে সমআকারের দাঁতের উপস্থিতি
(c) অগ্রপদের ডানায় রূপান্তর
(d) দেহের উপর পালকের উপস্থিতি
উত্তর: B, C
✸✸✸প্রশ্ন:৫
আদি পরিবেশে যখন জীবনের আবির্ভাব হয়েছিল তখন কোন্ গ্যাসগুলি দ্বারা পরিপূর্ণ ছিল ?
(a) নাইট্রোজেন
(b) কার্বন ডাইঅক্সাইড
(c) মুক্ত অক্সিজেন
(d) জলীয় বাষ্প
উত্তর: A, B, D
✸✸✸প্রশ্ন:৬
সমসংস্থ অঙ্গের উদাহরণ হল—
(a) পতঙ্গের ডানা
(b) ঘােড়ার সামনের পা
(c) মানুষের চোখ
(d) তিমির ক্লিপার
উত্তর: A, B
✸✸✸প্রশ্ন:৭
নিম্নলিখিতগুলির মধ্যে এরা কোনগুলি ?
(a) প্যালিওজোয়িক
(b) মেসােজোয়িক
(c) প্রােটেরােজোয়িক
(d) সিনােজোয়িক
উত্তর: A, B, D
✸✸✸প্রশ্ন:৮
ডারউইনের একনিষ্ঠ সমর্থক ছিলেন—
(a) ওয়ালেস
(b) ওয়াটসন
(c) হেকেল
(d) উইনবার্গ
উত্তর: A, C
✸✸✸প্রশ্ন:৯
‘মডার্ন সিন্থেটিক থিওরি’—এই মতবাদে যাঁদের অবদান উল্লেখযােগ্য তাঁরা হলেন—
(a) হ্যালডেন
(b) ভাইসম্যান
(c) ফিশার
(d) ডি-ভ্রিস
উত্তর: A, B
✸✸✸প্রশ্ন:১০
মিলার ও উরের পরীক্ষায় উৎপাদিত জৈব যৌগ হল—
(a) সেরিসিন
(b) গ্লাইকোলিক অ্যাসিড
(c) গ্লুটামিক অ্যাসিড
(d) মিথেন
উত্তর: A, B, C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment