পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
মিনিম্যাল মিডিয়ামে নিউরােস্পোরার যে স্ট্রেনের বৃদ্ধি ঘটে তা হল—
(a) প্রােটোট্রফ
(b) অটোট্রফ
(c) অক্সোট্রফ
(d) হেটেরােট্রফ
উত্তর: A
প্রশ্ন:২
সমস্ত ননসেন্স কোডনের প্রথম বেসটি হল—
(a) গুয়ানিন
(b) অ্যাডিনিন
(c) সাইটোসিন
(d) ইউরাসিল
উত্তর: D
প্রশ্ন:৩
DNA-এর একটি আবর্তে বা পাকে থাকে—
(a) দু-জোড়া বেস
(b) একজোড়া বেস
(c) 10 জোড়া বেস
(d) 5 জোড়া বেস
উত্তর: C
প্রশ্ন:৪
প্রােটিন সংশ্লেষের সময় রাইবােজোমের কোন্ সাইট দিয়ে t RNA গুলি বেরিয়ে যায় ?
(a) E সাইট
(b) P সাইট
(c) A সাইট
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৫
RNA থেকে DNA-তে বার্তা পাঠানাের প্রক্রিয়াকে বলে—
(a) রেপ্লিকেশন
(b) ট্রান্সক্রিপশন
(c) ট্রানস্লেশন
(d) রিভার্স ট্রান্সক্রিপশন
উত্তর: D
প্রশ্ন:৬
ওকাজাকি খণ্ডকগুলি গঠন করে—
(a) সেন্স তন্তু
(b) মাস্টার তন্তু
(c) লিডিং তন্তু
(d) লাগিং তন্তু
উত্তর: D
প্রশ্ন:৭
মিথিওনিন বহনকারী t RNA-এর অ্যান্টিকোডন হল—
(a) UAA
(b) UAC
(c) UAG
(d) AUG
উত্তর: B
প্রশ্ন:৮
DNA রেপ্লিকেশনের সময় যার সাহায্যে DNA তন্তু পৃথক হয় তা হল—
(a) হেলিকেজ
(b) গাইরেজ
(c) DNA পলিমারেজ
(d) টোপােআইসােমারেজ
উত্তর: A
প্রশ্ন:৯
অ্যামাইনাে অ্যাসিডগুলি t RNA-এর যে স্থানে যুক্ত হয় তা হল—
(a) 5` প্রান্ত
(b) 3` প্রান্ত
(c) লুপ
(d) অ্যান্টিকোডন প্রান্ত
উত্তর: B
প্রশ্ন:১০
15N ব্যবহার করে DNA-র সেমিকনজারভেটিভ রেপ্লিকেশন প্রক্রিয়ার পরীক্ষা করেন—
(a) হারসে ও চেজ
(b) টেলর
(c) মেসেলসন
(d) মেসেলসন ও স্টাল
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment