দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
এর মধ্যে কোনটিকে মর্নিং আফটার পিলস্ বলে ?
(a) I-পিল
(b) আনওয়ানটেড-72
(c) পিল 72
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:২
এর মধ্যে কোনগুলির অভাব বন্ধ্যাত্ব সৃষ্টি করে ?
(a) ক্লোরিন
(b) ম্যাঙ্গানিজ
(c) দস্তা
(d) লোহা
প্রশ্ন:৩
ভারতবর্ষের মুখ্য সমস্যা হল—
(a) শিক্ষা
(b) মানুষের স্বাস্থ্য
(c) প্রজনন সংক্রান্ত স্বাস্থ্য
(d) অতিরিক্ত জনসংখ্যা
উত্তর: D
প্রশ্ন:৪
IUCD নির্গমন করে যে হরমােন—
(a) কপার-T
(b) Lippes loop
(c) LNG-20
(d) Multiload 375
উত্তর: C
প্রশ্ন:৫
Australian antigen test দ্বারা কোন্ রোগ নির্ণয় করা হয় ?
(a) হেপাটাইটিস-B
(b) AIDS
(c) ক্যানক্রয়েড (cancroid)
(d) জেনিটাল ওয়ার্টস্
উত্তর: A
প্রশ্ন:৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (WHO) জেনেভায় (সুইজারল্যান্ড) কবে স্থাপিত হয় ?
(a) 7 এপ্রিল, 1947
(b) 7 এপ্রিল, 1948
(c) 10 এপ্রিল, 1949
(d) 8 এপ্রিল, 1950
উত্তর: B
প্রশ্ন:৭
বিশ্বের কনিষ্ঠতম বাবা-মা (8-9 বছর) যারা থাকে—
(a) ফ্রান্সে
(b) কানাডাতে
(c) চিনে
(d) দক্ষিণ আফ্রিকাতে
উত্তর: C
প্রশ্ন:৮
ডিম্বনিঃসরণে বাধা দেওয়ার জন্য কমবাইন্ড গর্ভনিরােধক বড়িতে যে সিন্থেটিক উপাদান থাকে তা হল—
(a) LH এবং FSH
(b) প্রোজেস্টেরন এবং ইসট্রোজেন
(c) FSH এবং ইসট্রোজেন
(d) LH এবং প্রোজেস্টেরন
উত্তর: B
প্রশ্ন:৯
ভারত সরকার কবে MTP-কে আইনসিদ্ধ করে ?
(a) 2001
(b) 1971
(c) 2006
(d) 1998
উত্তর: B
প্রশ্ন:১০
কিছু স্ত্রীলােক IUCDs ব্যবহার করে না কারণ—
(a) রক্তক্ষরণের জন্য
(b) অসুবিধার জন্য
(c) বহিষ্করণের জন্য
(d) ওপরের সবকটিই
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment