নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
এর মধ্যে কোনটিকে মর্নিং আফটার পিলস্ বলে ?
(a) I-পিল
(b) আনওয়ানটেড-72
(c) পিল 72
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:২
এর মধ্যে কোনগুলির অভাব বন্ধ্যাত্ব সৃষ্টি করে ?
(a) ক্লোরিন
(b) ম্যাঙ্গানিজ
(c) দস্তা
(d) লোহা
প্রশ্ন:৩
ভারতবর্ষের মুখ্য সমস্যা হল—
(a) শিক্ষা
(b) মানুষের স্বাস্থ্য
(c) প্রজনন সংক্রান্ত স্বাস্থ্য
(d) অতিরিক্ত জনসংখ্যা
উত্তর: D
প্রশ্ন:৪
IUCD নির্গমন করে যে হরমােন—
(a) কপার-T
(b) Lippes loop
(c) LNG-20
(d) Multiload 375
উত্তর: C
প্রশ্ন:৫
Australian antigen test দ্বারা কোন্ রোগ নির্ণয় করা হয় ?
(a) হেপাটাইটিস-B
(b) AIDS
(c) ক্যানক্রয়েড (cancroid)
(d) জেনিটাল ওয়ার্টস্
উত্তর: A
প্রশ্ন:৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (WHO) জেনেভায় (সুইজারল্যান্ড) কবে স্থাপিত হয় ?
(a) 7 এপ্রিল, 1947
(b) 7 এপ্রিল, 1948
(c) 10 এপ্রিল, 1949
(d) 8 এপ্রিল, 1950
উত্তর: B
প্রশ্ন:৭
বিশ্বের কনিষ্ঠতম বাবা-মা (8-9 বছর) যারা থাকে—
(a) ফ্রান্সে
(b) কানাডাতে
(c) চিনে
(d) দক্ষিণ আফ্রিকাতে
উত্তর: C
প্রশ্ন:৮
ডিম্বনিঃসরণে বাধা দেওয়ার জন্য কমবাইন্ড গর্ভনিরােধক বড়িতে যে সিন্থেটিক উপাদান থাকে তা হল—
(a) LH এবং FSH
(b) প্রোজেস্টেরন এবং ইসট্রোজেন
(c) FSH এবং ইসট্রোজেন
(d) LH এবং প্রোজেস্টেরন
উত্তর: B
প্রশ্ন:৯
ভারত সরকার কবে MTP-কে আইনসিদ্ধ করে ?
(a) 2001
(b) 1971
(c) 2006
(d) 1998
উত্তর: B
প্রশ্ন:১০
কিছু স্ত্রীলােক IUCDs ব্যবহার করে না কারণ—
(a) রক্তক্ষরণের জন্য
(b) অসুবিধার জন্য
(c) বহিষ্করণের জন্য
(d) ওপরের সবকটিই
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment