ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
গ্যালাপাগােস দ্বীপ পরিদর্শন করেছিলেন—
(a) ডারউইন
(b) ডি-গ্রিস
(c) ওয়ালেস
(d) ল্যামার্ক
উত্তর: A
✸✸✸প্রশ্ন:২
বায়ােজেনেসিস কে আবিষ্কার করেন ?
(a) ওপারিন
(b) পাস্তুর
(c) ভ্যান হেলমন্ট
(d) ফ্রানসিসকো রেডি
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৩
প্রজনন অন্তরণের একটি উদাহরণ দাও।
(a) মিউল
(b) ডাইনােসর
(c) বােনেলিয়া
(d) আর্কিওপটেরিক্স
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৪
কিসের ভিত্তিতে প্রজাতিকে বিভক্ত করা হয় ?
(a) আন্তঃসংকরায়ণ
(b) জনন অন্তরণ
(c) প্রজাতি বৈচিত্র্য
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
আর্কিওপটেরিক্সের সরীসৃপজনিত বৈশিষ্ট্যটি হল—
(a) ঠোঁট
(b) U-আকারের ফারকুলা
(c) পালক
(d) উদরে পাঁজর
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৬
কোন্ কোশের মৃত্যু হয় না ?
(a) জার্ম কোশ
(b) গ্লোমেরুলার কোশ
(c) সােমাটিক কোশ
(d) পিটুইটারি কোশ
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৭
ওয়াইসম্যান কোন্ মতবাদটি দেন ?
(a) প্রাকৃতিক নির্বাচন
(b) অ্যাকোয়ার্ড বৈশিষ্ট্য
(c) প্যানজেনেসিস
(d) জার্মপ্লাজম
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৮
কোনটি বিবর্তনের সঙ্গে সম্পর্কিত ?
(a) জনন
(b) প্রকরণ
(c) প্রতিযােগিতা
(d) বিলুপ্তিকরণ
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতিকে সমর্থন করে—
(a) সিন্থেটিক থিয়ােরি
(b) জার্মপ্লাজম থিয়ােরি
(c) প্রাকৃতিক নির্বাচন
(d) বিবর্তন কিন্তু ল্যামার্কের থিয়ােরি নয়
উত্তর: D
✸✸✸প্রশ্ন:১০
ডারউইন “অরিজিন অফ স্পিসিস” কবে লিখেছিলেন ?
(a) 1895
(b) 1859
(c) 1795
(d) 1530
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment