প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) ভারতবর্ষ' নামকরণ: আমাদের প্রিয় মাতৃভূমি 'ভারতবর্ষ'-বিশ্বের অন্যতম প্রাচীনতম দেশ। ডঃ রামশরণ শর্মা-র মতে, 'ভারত'-নামক এক প্রাচীন উপজাতির নামানুসারে আমাদের দেশের নাম হয় 'ভারতবর্ষ'। ভারবর্ষকে 'ইন্ডিয়া'ও বলা হয়ে থাকে। সম্ভবত 'সিন্ধু' শব্দ থেকে 'হিন্দু'র শব্দটির উৎপত্তি হয়েছে; আর গ্রিক ও রোমানদের 'হিন্দু' উচ্চারণ হত 'ইন্ডুস্' বা Indus থেকে। এই প্রাচীন Indus থেকেই বর্তমান India শব্দটির উৎপত্তি। আর, এ-থেকেই গ্রিস লেখক মেগাস্থিনিস-এর বিখ্যাত গ্রন্থটির নাম হয়েছে 'ইন্ডিকা'। ভারতবর্ষের মোট আয়তন ৩২,৮০,৪৮৩ বর্গকিলোমিটার। উত্তর-দক্ষিণে ৩,২০০ কিলোমিটার লম্বা এবং পূর্ব-পশ্চিমে ৩,০০০ কিলোমিটার চওড়া। ভারতবর্ষের উত্তরদিকে চিন, নেপাল ও ভুটান; উত্তর-পশ্চিম দিকে পাকিস্তান; পশ্চিমদিকে আরব সাগর; দক্ষিণদিকে ভারত মহাসাগর এবং পূর্ব দিকে ব্রহ্মদেশ, বাংলাদেশ ও বঙ্গোপসাগর অবস্থিত। এ ছাড়া আরবসাগরে অবস্থিত লাক্ষা, মিনিকয়; বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
গ্যালাপাগােস দ্বীপ পরিদর্শন করেছিলেন—
(a) ডারউইন
(b) ডি-গ্রিস
(c) ওয়ালেস
(d) ল্যামার্ক
উত্তর: A
✸✸✸প্রশ্ন:২
বায়ােজেনেসিস কে আবিষ্কার করেন ?
(a) ওপারিন
(b) পাস্তুর
(c) ভ্যান হেলমন্ট
(d) ফ্রানসিসকো রেডি
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৩
প্রজনন অন্তরণের একটি উদাহরণ দাও।
(a) মিউল
(b) ডাইনােসর
(c) বােনেলিয়া
(d) আর্কিওপটেরিক্স
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৪
কিসের ভিত্তিতে প্রজাতিকে বিভক্ত করা হয় ?
(a) আন্তঃসংকরায়ণ
(b) জনন অন্তরণ
(c) প্রজাতি বৈচিত্র্য
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
আর্কিওপটেরিক্সের সরীসৃপজনিত বৈশিষ্ট্যটি হল—
(a) ঠোঁট
(b) U-আকারের ফারকুলা
(c) পালক
(d) উদরে পাঁজর
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৬
কোন্ কোশের মৃত্যু হয় না ?
(a) জার্ম কোশ
(b) গ্লোমেরুলার কোশ
(c) সােমাটিক কোশ
(d) পিটুইটারি কোশ
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৭
ওয়াইসম্যান কোন্ মতবাদটি দেন ?
(a) প্রাকৃতিক নির্বাচন
(b) অ্যাকোয়ার্ড বৈশিষ্ট্য
(c) প্যানজেনেসিস
(d) জার্মপ্লাজম
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৮
কোনটি বিবর্তনের সঙ্গে সম্পর্কিত ?
(a) জনন
(b) প্রকরণ
(c) প্রতিযােগিতা
(d) বিলুপ্তিকরণ
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতিকে সমর্থন করে—
(a) সিন্থেটিক থিয়ােরি
(b) জার্মপ্লাজম থিয়ােরি
(c) প্রাকৃতিক নির্বাচন
(d) বিবর্তন কিন্তু ল্যামার্কের থিয়ােরি নয়
উত্তর: D
✸✸✸প্রশ্ন:১০
ডারউইন “অরিজিন অফ স্পিসিস” কবে লিখেছিলেন ?
(a) 1895
(b) 1859
(c) 1795
(d) 1530
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment