নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
টার্নার সিন্ড্রোম ঘটার কারণ—
(a) মােনোজোমি
(b) ট্রাইজোমি
(c) বাইজোমি
(d) পলিপ্লয়েডি
উত্তর: A
✸✸✸প্রশ্ন:২
বর্ণান্ধ রােগাক্রান্ত মানুষ যখন সব কিছু ধূসর দেখে তাকে বলে—
(a) মনােক্রোমাসিয়া
(b) ডাইক্রোমাসিয়া
(c) ক্রোমাসিয়া
(d) সবগুলিই
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি পয়েন্ট মিউটেশন ?
(a) ট্রান্সলােকেশন
(b) নালিজোমি
(c) ট্রানজিশন
(d) সবগুলি
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৪
একটি দ্বিসংকর ক্রসে সম্পূর্ণভাবে হােমােজাইগাস প্রকট এবং হােমােজাইগাস প্রচ্ছন্ন জীবের অনুপাত হবে—
(a) 10:6
(b) 2:2
(c) 6:10
(d) 1:1
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৫
কোনটি প্রকৃত মিউটেশন ?
(a) জাইগােটিক মিউটেশন
(b) জেনেটিক মিউটেশন
(c) সােমাটিক মিউটেশন
(d) সবগুলি
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৬
জেনেটিক ম্যাপ বলতে বােঝায় ?
(a) কোনাে অঞ্চলে বিভিন্ন জীবের বিস্তার
(b) কোশ বিভাজনের বিভিন্ন দশা
(c) জিনের বিবর্তনের বিভিন্ন দশা
(d) ক্রোমােজোমের উপর জিনের প্রকৃত অবস্থান
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৭
ফ্যাক্টর VIII-এর অভাবের ফলে সৃষ্টি হয়—
(a) হিমােফিলিয়া D
(b) হিমােফিলিয়া C
(c) হিমােফিলিয়া B
(d) হিমােফিলিয়া A
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৮
কোন্ অবস্থাটি ক্লাইনফেল্টার সিন্ড্রোম ?
(a) XXX
(b) XXY
(c) XO
(d) XX
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
ডাউন সিন্ড্রোমের কারণ হল-21তম ক্রোমােজোমের—
(a) মনােজোমি
(b) ডাইজোমি
(c) ট্রাইজোমি
(d) নালিজোমি
উত্তর: C
✸✸✸প্রশ্ন:১০
কোন্ বছর মেন্ডেলের গবেষণার ফল পুনঃপ্রকাশিত হয় ?
(a) 1901
(b) 1900
(c) 1866
(d) 1880
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment