দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
টার্নার সিন্ড্রোম ঘটার কারণ—
(a) মােনোজোমি
(b) ট্রাইজোমি
(c) বাইজোমি
(d) পলিপ্লয়েডি
উত্তর: A
✸✸✸প্রশ্ন:২
বর্ণান্ধ রােগাক্রান্ত মানুষ যখন সব কিছু ধূসর দেখে তাকে বলে—
(a) মনােক্রোমাসিয়া
(b) ডাইক্রোমাসিয়া
(c) ক্রোমাসিয়া
(d) সবগুলিই
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি পয়েন্ট মিউটেশন ?
(a) ট্রান্সলােকেশন
(b) নালিজোমি
(c) ট্রানজিশন
(d) সবগুলি
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৪
একটি দ্বিসংকর ক্রসে সম্পূর্ণভাবে হােমােজাইগাস প্রকট এবং হােমােজাইগাস প্রচ্ছন্ন জীবের অনুপাত হবে—
(a) 10:6
(b) 2:2
(c) 6:10
(d) 1:1
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৫
কোনটি প্রকৃত মিউটেশন ?
(a) জাইগােটিক মিউটেশন
(b) জেনেটিক মিউটেশন
(c) সােমাটিক মিউটেশন
(d) সবগুলি
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৬
জেনেটিক ম্যাপ বলতে বােঝায় ?
(a) কোনাে অঞ্চলে বিভিন্ন জীবের বিস্তার
(b) কোশ বিভাজনের বিভিন্ন দশা
(c) জিনের বিবর্তনের বিভিন্ন দশা
(d) ক্রোমােজোমের উপর জিনের প্রকৃত অবস্থান
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৭
ফ্যাক্টর VIII-এর অভাবের ফলে সৃষ্টি হয়—
(a) হিমােফিলিয়া D
(b) হিমােফিলিয়া C
(c) হিমােফিলিয়া B
(d) হিমােফিলিয়া A
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৮
কোন্ অবস্থাটি ক্লাইনফেল্টার সিন্ড্রোম ?
(a) XXX
(b) XXY
(c) XO
(d) XX
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৯
ডাউন সিন্ড্রোমের কারণ হল-21তম ক্রোমােজোমের—
(a) মনােজোমি
(b) ডাইজোমি
(c) ট্রাইজোমি
(d) নালিজোমি
উত্তর: C
✸✸✸প্রশ্ন:১০
কোন্ বছর মেন্ডেলের গবেষণার ফল পুনঃপ্রকাশিত হয় ?
(a) 1901
(b) 1900
(c) 1866
(d) 1880
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment