WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
বিপরীত পরাগযােগের একটি আদর্শ উদাহরণ হল—
(a) ভুট্টা
(b) আলু
(c) গম
(d) টম্যাটো
উত্তর: A
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি ট্রিপ্লয়েড টিস্যু ?
(a) পেঁয়াজের মূল
(b) পেঁয়াজের পাতা
(c) ফার্ণের প্রােথ্যালাস
(d) ভুট্টার এন্ডােস্পার্ম (শস্য)
উত্তর: D
প্রশ্ন:৩
সম্পূর্ণ ক্যালাস থেকে একটি কোশকে পৃথক করার পদ্ধতিকে বলে—
(a) নার্স টিস্যু
(b) অর্গান কালচার
(c) কলাকৰ্ষণ
(d) সবকটিই
উত্তর: A
প্রশ্ন:৪
ডিম্বকের ভূণপােষকটি হল—
(a) ডিপ্লয়েড
(b) ট্রিপ্লয়েড
(c) পলিপ্লয়েড
(d) হ্যাপ্লয়েড
উত্তর: A
প্রশ্ন:৫
মূলের কোশে ক্রোমােজোম সংখ্যা হল 14, একটি সহকারী কোশে ক্রোমােজোম সংখ্যা কত হবে ?
(a) 21
(b) 14
(c) 28
(d) 7
উত্তর: B
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোন্ অ্যালকালয়েডটি হ্যাপ্লয়েড উদ্ভিদকে হােমােজাইগাস ডিপ্লয়েড উদ্ভিদে পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় ?
(a) DDT
(b) LSD
(c) অ্যাসিটিক অ্যাসিড
(d) কলচিসিন
উত্তর: D
প্রশ্ন:৭
নিষেকের পর সহকারী কোশ ও প্রতিপাদ কোশ উৎপন্ন করে—
(a) ঊস্পোর
(b) সস্য
(c) ভ্রূণ
(d) কোনােটিই নয়
উত্তর: D
প্রশ্ন:৮
সূর্যমুখীর পুষ্পবিন্যাস হল—
(a) কোরিম্ব
(b) রেসিম
(c) আম্বেল
(d) ক্যাপিচুলাম
উত্তর: D
প্রশ্ন:৯
প্রথম অ্যান্ড্রোজেনিস হ্যাপ্লয়েড আবিষ্কার করেন—
(a) F.C. Steward
(b) Haberlandt
(c) Guha and Maheshwari
(d) J. P. Nitesh
উত্তর: C
প্রশ্ন:১০
মাইক্রোপ্রােপাগেশন পদ্ধতিটি হল—
(a) হাইব্রিডাইজেশন
(b) কলাকর্ষণ
(c) মাইক্রোটেমি
(d) কোনােটিই নয়
উত্তর: B
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment