নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
ABO পদ্ধতিতে বিভিন্ন গ্রুপের রক্ত সৃষ্টি হওয়ার কারণ হল—
(a) পলিজিন
(b) সহ-প্রকটতা
(c) অসম্পূর্ণ প্রকটতা
(d) প্রকট প্রচ্ছন্ন জিন
উত্তর: B
✸✸✸প্রশ্ন:২
হিমােফিলিয়া রােগের জিনটি—
(a) লিঙ্গ সংযােজিত
(b) অটোজোমাল
(c) হােলান্ড্রিক
(d) b ও c উভয়ই
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৩
জিনের ক্রসিংওভার কখন ঘটে ?
(a) মাইটোসিস
(b) মিয়ােসিস-I
(c) মিয়ােসিস-II
(d) মাইটোসিস ও মিয়ােসিস
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
লিংকেজের বিপরীত ঘটনা দেখা যায় কোথায় ?
(a) ক্রসিংওভার
(b) পৃথকীভবন
(c) স্বাধীনবিন্যাস
(d) মিউটেশন
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৫
মটর গাছের বীজের আকৃতির জন্য কোন জিনটি প্রকট ?
(a) গােলাকার
(b) কুঞ্চিত
(c) (a) এবং (b) উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৬
হিমােফিলিয়া রােগের ফলে কাটা জায়গায়—
(a) রক্তক্ষরণের কোনাে পরিবর্তন হয় না
(b) রক্তক্ষরণ তাড়াতাড়ি বন্ধ হয়
(c) রক্তক্ষরণ বন্ধ হয় না
(d) উপরের কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৭
হিমােফিলিয়া কোন্ রােগটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) Y ক্রোমােজোম
(b) অটোজোম
(c) সেক্স ক্রোমােজোম
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
সেক্স লিংকড জিন বহনকারী ক্রোমােজোমকে বলে—
(a) X-ক্রোমােজোম
(b) Y-ক্রোমােজোম
(c) অটোজোম
(d) X ও Y ক্রোমােজোমের কিছু অংশ
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৯
YYRRtt উদ্ভিদ থেকে কয় প্রকার গ্যামেট সৃষ্টি হবে ?
(a) 4
(b) 8
(c) 2
(d) কোনােটিই নয়
উত্তর: D
✸✸✸প্রশ্ন:১০
কোনটিতে সম্পূর্ণ লিংকেজ দেখা যায় ?
(a) পুরুষ ড্রসােফিলা
(b) স্ত্রী ড্রসােফিলা
(c) পুরুষ কিউলেক্স
(d) নিউরােস্পােরা
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment