ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
ABO পদ্ধতিতে বিভিন্ন গ্রুপের রক্ত সৃষ্টি হওয়ার কারণ হল—
(a) পলিজিন
(b) সহ-প্রকটতা
(c) অসম্পূর্ণ প্রকটতা
(d) প্রকট প্রচ্ছন্ন জিন
উত্তর: B
✸✸✸প্রশ্ন:২
হিমােফিলিয়া রােগের জিনটি—
(a) লিঙ্গ সংযােজিত
(b) অটোজোমাল
(c) হােলান্ড্রিক
(d) b ও c উভয়ই
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৩
জিনের ক্রসিংওভার কখন ঘটে ?
(a) মাইটোসিস
(b) মিয়ােসিস-I
(c) মিয়ােসিস-II
(d) মাইটোসিস ও মিয়ােসিস
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
লিংকেজের বিপরীত ঘটনা দেখা যায় কোথায় ?
(a) ক্রসিংওভার
(b) পৃথকীভবন
(c) স্বাধীনবিন্যাস
(d) মিউটেশন
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৫
মটর গাছের বীজের আকৃতির জন্য কোন জিনটি প্রকট ?
(a) গােলাকার
(b) কুঞ্চিত
(c) (a) এবং (b) উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৬
হিমােফিলিয়া রােগের ফলে কাটা জায়গায়—
(a) রক্তক্ষরণের কোনাে পরিবর্তন হয় না
(b) রক্তক্ষরণ তাড়াতাড়ি বন্ধ হয়
(c) রক্তক্ষরণ বন্ধ হয় না
(d) উপরের কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৭
হিমােফিলিয়া কোন্ রােগটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) Y ক্রোমােজোম
(b) অটোজোম
(c) সেক্স ক্রোমােজোম
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
সেক্স লিংকড জিন বহনকারী ক্রোমােজোমকে বলে—
(a) X-ক্রোমােজোম
(b) Y-ক্রোমােজোম
(c) অটোজোম
(d) X ও Y ক্রোমােজোমের কিছু অংশ
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৯
YYRRtt উদ্ভিদ থেকে কয় প্রকার গ্যামেট সৃষ্টি হবে ?
(a) 4
(b) 8
(c) 2
(d) কোনােটিই নয়
উত্তর: D
✸✸✸প্রশ্ন:১০
কোনটিতে সম্পূর্ণ লিংকেজ দেখা যায় ?
(a) পুরুষ ড্রসােফিলা
(b) স্ত্রী ড্রসােফিলা
(c) পুরুষ কিউলেক্স
(d) নিউরােস্পােরা
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment