প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
ABO পদ্ধতিতে বিভিন্ন গ্রুপের রক্ত সৃষ্টি হওয়ার কারণ হল—
(a) পলিজিন
(b) সহ-প্রকটতা
(c) অসম্পূর্ণ প্রকটতা
(d) প্রকট প্রচ্ছন্ন জিন
উত্তর: B
✸✸✸প্রশ্ন:২
হিমােফিলিয়া রােগের জিনটি—
(a) লিঙ্গ সংযােজিত
(b) অটোজোমাল
(c) হােলান্ড্রিক
(d) b ও c উভয়ই
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৩
জিনের ক্রসিংওভার কখন ঘটে ?
(a) মাইটোসিস
(b) মিয়ােসিস-I
(c) মিয়ােসিস-II
(d) মাইটোসিস ও মিয়ােসিস
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
লিংকেজের বিপরীত ঘটনা দেখা যায় কোথায় ?
(a) ক্রসিংওভার
(b) পৃথকীভবন
(c) স্বাধীনবিন্যাস
(d) মিউটেশন
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৫
মটর গাছের বীজের আকৃতির জন্য কোন জিনটি প্রকট ?
(a) গােলাকার
(b) কুঞ্চিত
(c) (a) এবং (b) উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৬
হিমােফিলিয়া রােগের ফলে কাটা জায়গায়—
(a) রক্তক্ষরণের কোনাে পরিবর্তন হয় না
(b) রক্তক্ষরণ তাড়াতাড়ি বন্ধ হয়
(c) রক্তক্ষরণ বন্ধ হয় না
(d) উপরের কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৭
হিমােফিলিয়া কোন্ রােগটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) Y ক্রোমােজোম
(b) অটোজোম
(c) সেক্স ক্রোমােজোম
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
সেক্স লিংকড জিন বহনকারী ক্রোমােজোমকে বলে—
(a) X-ক্রোমােজোম
(b) Y-ক্রোমােজোম
(c) অটোজোম
(d) X ও Y ক্রোমােজোমের কিছু অংশ
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৯
YYRRtt উদ্ভিদ থেকে কয় প্রকার গ্যামেট সৃষ্টি হবে ?
(a) 4
(b) 8
(c) 2
(d) কোনােটিই নয়
উত্তর: D
✸✸✸প্রশ্ন:১০
কোনটিতে সম্পূর্ণ লিংকেজ দেখা যায় ?
(a) পুরুষ ড্রসােফিলা
(b) স্ত্রী ড্রসােফিলা
(c) পুরুষ কিউলেক্স
(d) নিউরােস্পােরা
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment