দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
ABO পদ্ধতিতে বিভিন্ন গ্রুপের রক্ত সৃষ্টি হওয়ার কারণ হল—
(a) পলিজিন
(b) সহ-প্রকটতা
(c) অসম্পূর্ণ প্রকটতা
(d) প্রকট প্রচ্ছন্ন জিন
উত্তর: B
✸✸✸প্রশ্ন:২
হিমােফিলিয়া রােগের জিনটি—
(a) লিঙ্গ সংযােজিত
(b) অটোজোমাল
(c) হােলান্ড্রিক
(d) b ও c উভয়ই
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৩
জিনের ক্রসিংওভার কখন ঘটে ?
(a) মাইটোসিস
(b) মিয়ােসিস-I
(c) মিয়ােসিস-II
(d) মাইটোসিস ও মিয়ােসিস
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৪
লিংকেজের বিপরীত ঘটনা দেখা যায় কোথায় ?
(a) ক্রসিংওভার
(b) পৃথকীভবন
(c) স্বাধীনবিন্যাস
(d) মিউটেশন
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৫
মটর গাছের বীজের আকৃতির জন্য কোন জিনটি প্রকট ?
(a) গােলাকার
(b) কুঞ্চিত
(c) (a) এবং (b) উভয়ই
(d) কোনােটিই নয়
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৬
হিমােফিলিয়া রােগের ফলে কাটা জায়গায়—
(a) রক্তক্ষরণের কোনাে পরিবর্তন হয় না
(b) রক্তক্ষরণ তাড়াতাড়ি বন্ধ হয়
(c) রক্তক্ষরণ বন্ধ হয় না
(d) উপরের কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৭
হিমােফিলিয়া কোন্ রােগটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) Y ক্রোমােজোম
(b) অটোজোম
(c) সেক্স ক্রোমােজোম
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
সেক্স লিংকড জিন বহনকারী ক্রোমােজোমকে বলে—
(a) X-ক্রোমােজোম
(b) Y-ক্রোমােজোম
(c) অটোজোম
(d) X ও Y ক্রোমােজোমের কিছু অংশ
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৯
YYRRtt উদ্ভিদ থেকে কয় প্রকার গ্যামেট সৃষ্টি হবে ?
(a) 4
(b) 8
(c) 2
(d) কোনােটিই নয়
উত্তর: D
✸✸✸প্রশ্ন:১০
কোনটিতে সম্পূর্ণ লিংকেজ দেখা যায় ?
(a) পুরুষ ড্রসােফিলা
(b) স্ত্রী ড্রসােফিলা
(c) পুরুষ কিউলেক্স
(d) নিউরােস্পােরা
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment