ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
TT মটর গাছের সঙ্গে tt মটর গাছের সংকরায়ণ করানাে হল। F2 জনু হবে—
(a) লম্বা ও খর্বের অনুপাত 1:1
(b) লম্বা ও খর্বের অনুপাত 1:2
(c) লম্বা ও খর্বের অনুপাত 3:1
(d) সবকটি লম্বা গাছ
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
একসংকর জননের অনুপাত হল—
(a) 3:1
(b) 9:7
(c) 1:2
(d) 9:3:3:1
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৩
অ্যালিল হল—
(a) সমসংস্থ ক্রোমােজোম
(b) যুগ্ম সেক্স ক্রোমােজোম
(c) জিনের পরিবর্তিত রূপ
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৪
দ্বিসংকর জননের F2 জনুতে কতগুলি জিনােটাইপ দেখা যায় ?
(a) 1
(b) 3
(c) 6
(d) 9
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৫
গ্যামেটের একটি চারিত্রিক বৈশিষ্ট্য হল—
(a) হােমােজাইগাস
(b) বিশুদ্ধ
(c) হাইব্রিড
(d) হেটেরােজাইগাস
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৬
মেন্ডেলের পুনঃসংযুক্তির উৎস হল—
(a) মিউটেশন
(b) প্রকট টেটস
(c) স্বাধীন সঞ্চরণ
(d) লিংকেজ
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৭
Mirabilis jalapa উদ্ভিদের লাল ও সাদা ফুলের ক্রসে কেমন জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত পাওয়া যাবে ?
(a) 9:3:4 এবং 3:1
(b) 3:1 এবং 1:2:1
(c) 1:2:1 এবং 1:2:1
(d) 1:2:1 এবং 3:1
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
সাধারণত একটি গ্যামেটে অন্তর্ভুক্ত থাকে—
(a) একটি জিনের সমস্ত অ্যালিল
(b) একটি জিনের অনেক অ্যালিল
(c) একটি জিনের দুটি অ্যালিল
(d) একটি জিনের একটি অ্যালিল
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৯
সিকল সেল অ্যানিমিয়া হল—
(a) অভাবজনিত রােগ
(b) সংক্রমক রােগ
(c) অটোজোম জনিত বংশানুসরণ
(d) সেক্স-লিংকড বংশানুসরণ
উত্তর: C
✸✸✸প্রশ্ন:১০
যৌন জনন সম্পন্ন করে—
(a) জেনেটিক রিকম্বিনেশন
(b) ইউপ্লয়েডি
(c) অ্যানুপ্লয়েডি
(d) পলিপ্লয়েডি
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment