নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
TT মটর গাছের সঙ্গে tt মটর গাছের সংকরায়ণ করানাে হল। F2 জনু হবে—
(a) লম্বা ও খর্বের অনুপাত 1:1
(b) লম্বা ও খর্বের অনুপাত 1:2
(c) লম্বা ও খর্বের অনুপাত 3:1
(d) সবকটি লম্বা গাছ
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
একসংকর জননের অনুপাত হল—
(a) 3:1
(b) 9:7
(c) 1:2
(d) 9:3:3:1
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৩
অ্যালিল হল—
(a) সমসংস্থ ক্রোমােজোম
(b) যুগ্ম সেক্স ক্রোমােজোম
(c) জিনের পরিবর্তিত রূপ
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৪
দ্বিসংকর জননের F2 জনুতে কতগুলি জিনােটাইপ দেখা যায় ?
(a) 1
(b) 3
(c) 6
(d) 9
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৫
গ্যামেটের একটি চারিত্রিক বৈশিষ্ট্য হল—
(a) হােমােজাইগাস
(b) বিশুদ্ধ
(c) হাইব্রিড
(d) হেটেরােজাইগাস
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৬
মেন্ডেলের পুনঃসংযুক্তির উৎস হল—
(a) মিউটেশন
(b) প্রকট টেটস
(c) স্বাধীন সঞ্চরণ
(d) লিংকেজ
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৭
Mirabilis jalapa উদ্ভিদের লাল ও সাদা ফুলের ক্রসে কেমন জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত পাওয়া যাবে ?
(a) 9:3:4 এবং 3:1
(b) 3:1 এবং 1:2:1
(c) 1:2:1 এবং 1:2:1
(d) 1:2:1 এবং 3:1
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
সাধারণত একটি গ্যামেটে অন্তর্ভুক্ত থাকে—
(a) একটি জিনের সমস্ত অ্যালিল
(b) একটি জিনের অনেক অ্যালিল
(c) একটি জিনের দুটি অ্যালিল
(d) একটি জিনের একটি অ্যালিল
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৯
সিকল সেল অ্যানিমিয়া হল—
(a) অভাবজনিত রােগ
(b) সংক্রমক রােগ
(c) অটোজোম জনিত বংশানুসরণ
(d) সেক্স-লিংকড বংশানুসরণ
উত্তর: C
✸✸✸প্রশ্ন:১০
যৌন জনন সম্পন্ন করে—
(a) জেনেটিক রিকম্বিনেশন
(b) ইউপ্লয়েডি
(c) অ্যানুপ্লয়েডি
(d) পলিপ্লয়েডি
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment