🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
TT মটর গাছের সঙ্গে tt মটর গাছের সংকরায়ণ করানাে হল। F2 জনু হবে—
(a) লম্বা ও খর্বের অনুপাত 1:1
(b) লম্বা ও খর্বের অনুপাত 1:2
(c) লম্বা ও খর্বের অনুপাত 3:1
(d) সবকটি লম্বা গাছ
উত্তর: C
✸✸✸প্রশ্ন:২
একসংকর জননের অনুপাত হল—
(a) 3:1
(b) 9:7
(c) 1:2
(d) 9:3:3:1
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৩
অ্যালিল হল—
(a) সমসংস্থ ক্রোমােজোম
(b) যুগ্ম সেক্স ক্রোমােজোম
(c) জিনের পরিবর্তিত রূপ
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৪
দ্বিসংকর জননের F2 জনুতে কতগুলি জিনােটাইপ দেখা যায় ?
(a) 1
(b) 3
(c) 6
(d) 9
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৫
গ্যামেটের একটি চারিত্রিক বৈশিষ্ট্য হল—
(a) হােমােজাইগাস
(b) বিশুদ্ধ
(c) হাইব্রিড
(d) হেটেরােজাইগাস
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৬
মেন্ডেলের পুনঃসংযুক্তির উৎস হল—
(a) মিউটেশন
(b) প্রকট টেটস
(c) স্বাধীন সঞ্চরণ
(d) লিংকেজ
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৭
Mirabilis jalapa উদ্ভিদের লাল ও সাদা ফুলের ক্রসে কেমন জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত পাওয়া যাবে ?
(a) 9:3:4 এবং 3:1
(b) 3:1 এবং 1:2:1
(c) 1:2:1 এবং 1:2:1
(d) 1:2:1 এবং 3:1
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৮
সাধারণত একটি গ্যামেটে অন্তর্ভুক্ত থাকে—
(a) একটি জিনের সমস্ত অ্যালিল
(b) একটি জিনের অনেক অ্যালিল
(c) একটি জিনের দুটি অ্যালিল
(d) একটি জিনের একটি অ্যালিল
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৯
সিকল সেল অ্যানিমিয়া হল—
(a) অভাবজনিত রােগ
(b) সংক্রমক রােগ
(c) অটোজোম জনিত বংশানুসরণ
(d) সেক্স-লিংকড বংশানুসরণ
উত্তর: C
✸✸✸প্রশ্ন:১০
যৌন জনন সম্পন্ন করে—
(a) জেনেটিক রিকম্বিনেশন
(b) ইউপ্লয়েডি
(c) অ্যানুপ্লয়েডি
(d) পলিপ্লয়েডি
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment