WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
বহুভ্রূণবীজতা প্রথম লক্ষ করা হয়—
(a) Cucurbita-তে
(b) Euphorbia-তে
(c) Citrus-তে
(d) Mangifera-তে
উত্তর: C
প্রশ্ন:২
নারকেলের সস্যল অংশটি তরল অবস্থায় থাকে কারণ—
(a) ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিসকে অনুসরণ করে
(b) ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিসকে অনুসরণ করে না
(c) নারকেলের তরল শস্য বা এন্ডােস্পার্মের উৎপত্তি ক্যারিওকাইনেসিস বা সাইটোকাইনেসিসের উপর নির্ভরশীল নয়
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৩
রুমিনেট এন্ডােম্পার্ম দেখা যায় কোন্ গোত্রে ?
(a) ইউফরবিয়েসি
(b) অ্যাপােসাইনেসি
(c) ক্রুসিফেরি
(d) অ্যাস্টারেসি
উত্তর: B
প্রশ্ন:৪
নিউসেলার পলিএমব্রায়ােনি দেখা যায়—
(a) তুলায়
(b) গমে
(c) সরিষায়
(d) লেবুতে
উত্তর: D
প্রশ্ন:৫
Cucumber-এ পরাগনালি ভ্ৰূণস্থলীর মধ্যে প্রবেশ করে কার মাধ্যমে—
(a) ডিম্বকরন্ধ্র
(b) ডিম্বকমূল
(c) ডিম্বকত্বক
(d) সস্য
উত্তর: C
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোনটি পক্ষীপরাগী উদ্ভিদ ?
(a) Erythrina
(b) Grevillea
(c) Agave
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৭
যদি মেগাম্পাের মাতৃকোশে 10 টি ক্রোমােজোম থাকে তবে অ্যালিউরোন স্তরে কটি ক্রোমােজোম থাকবে ?
(a) 20 টি
(b) 15 টি
(c) 10 টি
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৮
সপুষ্পক উদ্ভিদের পরাগনালিতে কতকগুলি পুংগ্যামেট উৎপন্ন হয় ?
(a) অসংখ্য
(b) দুটি
(c) তিনটি
(d) একটি
উত্তর: B
প্রশ্ন:৯
ভ্ৰূণস্থলীর মধ্যে পুংগ্যামেট এবং ডিম্বাণুর মিলনকে বলে—
(a) সিনগ্যামি
(b) অটোগ্যামি
(c) দ্বিনিষেক
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:১০
কোনাে গুপ্তবীজী উদ্ভিদের মাইক্রোম্পাের মাতৃকোশে 24 টি ক্রোমােজোম আছে, সেক্ষেত্রে এটির সস্যে কটি ক্রোমােজোম থাকবে ?
(a) 24 টি
(b) 48 টি
(c) 12 টি
(d) 36 টি
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment