নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
পাফ্ কী ?
উত্তর: পলিটিন ক্রোমােজোমের কিছু অংশ স্ফীত হয় যাকে পাফ্ বলে।
প্রশ্ন:২
রেকন কী ?
উত্তর: DNA-র যে ক্ষুদ্রতম অংশে ক্রসিংওভার ঘটতে পারে তাকে রেকন বলে।
প্রশ্ন:৩
ইউক্রোমাটিন কী ?
উত্তর: যে ক্রোমাটিন ইন্টারফেজ দশায় হালকাভাবে কিন্তু কোশ বিভাজনের সময় গাঢ়ভাবে রঞ্জিত হয় তাকে ইউক্রোমাটিন বলে।
প্রশ্ন:৪
সিস্ট্রন কী ?
উত্তর: জিনের ক্রিয়াগত একককে সিস্ট্রন বলে।
প্রশ্ন:৫
ক্রোমােজোম কাকে বলে ?
উত্তর: নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিওপ্রােটিন দ্বারা গঠিত যে সূত্রাকার বা দণ্ডকার বস্তু বংশানুক্রমে জৈব বৈশিষ্ট্য সঞ্চারিত করে, তাকে ক্রোমােজোম বলে।
প্রশ্ন:৬
মিউটন কাকে বলে ?
উত্তর: DNA অণুর পরিব্যক্তিক্ষম ক্ষুদ্রতম অংশ হল মিউটন।
প্রশ্ন:৭
হেটারােক্রোমাটিন কী ?
উত্তর: যে ক্রোমাটিন ইন্টারফেজ দশায় গাঢ়ভাবে কিন্তু বিভাজন কালে হালকা বর্ণ ধারণ করে তাকে হেটারােক্রোমাটিন বলে।
প্রশ্ন:৮
পলিটিন ক্রোমােজোম কী ?
উত্তর: অসংখ্য সূত্রাকার অংশ দিয়ে গঠিত ক্রোমােজোমকে পলিটিন ক্রোমােজোম বলে।
প্রশ্ন:৯
জিন কী ?
উত্তর: জিন হল বংশগতির গঠনগত ও কার্যগত একক।
প্রশ্ন:১০
বারবডি কাকে বলে ?
উত্তর: স্ত্রীলােকের দেহকোশে নিউক্লিয়াসের গায়ে এবং নিউট্রোফিল শ্বেতকণিকার নিউক্লিয়াসের ভিতরে ছােটো একটি হেটেরােক্রোমাটিন অংশ থাকে, তাকে বারবডি বলে।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment