দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
পাফ্ কী ?
উত্তর: পলিটিন ক্রোমােজোমের কিছু অংশ স্ফীত হয় যাকে পাফ্ বলে।
প্রশ্ন:২
রেকন কী ?
উত্তর: DNA-র যে ক্ষুদ্রতম অংশে ক্রসিংওভার ঘটতে পারে তাকে রেকন বলে।
প্রশ্ন:৩
ইউক্রোমাটিন কী ?
উত্তর: যে ক্রোমাটিন ইন্টারফেজ দশায় হালকাভাবে কিন্তু কোশ বিভাজনের সময় গাঢ়ভাবে রঞ্জিত হয় তাকে ইউক্রোমাটিন বলে।
প্রশ্ন:৪
সিস্ট্রন কী ?
উত্তর: জিনের ক্রিয়াগত একককে সিস্ট্রন বলে।
প্রশ্ন:৫
ক্রোমােজোম কাকে বলে ?
উত্তর: নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিওপ্রােটিন দ্বারা গঠিত যে সূত্রাকার বা দণ্ডকার বস্তু বংশানুক্রমে জৈব বৈশিষ্ট্য সঞ্চারিত করে, তাকে ক্রোমােজোম বলে।
প্রশ্ন:৬
মিউটন কাকে বলে ?
উত্তর: DNA অণুর পরিব্যক্তিক্ষম ক্ষুদ্রতম অংশ হল মিউটন।
প্রশ্ন:৭
হেটারােক্রোমাটিন কী ?
উত্তর: যে ক্রোমাটিন ইন্টারফেজ দশায় গাঢ়ভাবে কিন্তু বিভাজন কালে হালকা বর্ণ ধারণ করে তাকে হেটারােক্রোমাটিন বলে।
প্রশ্ন:৮
পলিটিন ক্রোমােজোম কী ?
উত্তর: অসংখ্য সূত্রাকার অংশ দিয়ে গঠিত ক্রোমােজোমকে পলিটিন ক্রোমােজোম বলে।
প্রশ্ন:৯
জিন কী ?
উত্তর: জিন হল বংশগতির গঠনগত ও কার্যগত একক।
প্রশ্ন:১০
বারবডি কাকে বলে ?
উত্তর: স্ত্রীলােকের দেহকোশে নিউক্লিয়াসের গায়ে এবং নিউট্রোফিল শ্বেতকণিকার নিউক্লিয়াসের ভিতরে ছােটো একটি হেটেরােক্রোমাটিন অংশ থাকে, তাকে বারবডি বলে।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment