দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
পাফ্ কী ?
উত্তর: পলিটিন ক্রোমােজোমের কিছু অংশ স্ফীত হয় যাকে পাফ্ বলে।
প্রশ্ন:২
রেকন কী ?
উত্তর: DNA-র যে ক্ষুদ্রতম অংশে ক্রসিংওভার ঘটতে পারে তাকে রেকন বলে।
প্রশ্ন:৩
ইউক্রোমাটিন কী ?
উত্তর: যে ক্রোমাটিন ইন্টারফেজ দশায় হালকাভাবে কিন্তু কোশ বিভাজনের সময় গাঢ়ভাবে রঞ্জিত হয় তাকে ইউক্রোমাটিন বলে।
প্রশ্ন:৪
সিস্ট্রন কী ?
উত্তর: জিনের ক্রিয়াগত একককে সিস্ট্রন বলে।
প্রশ্ন:৫
ক্রোমােজোম কাকে বলে ?
উত্তর: নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিওপ্রােটিন দ্বারা গঠিত যে সূত্রাকার বা দণ্ডকার বস্তু বংশানুক্রমে জৈব বৈশিষ্ট্য সঞ্চারিত করে, তাকে ক্রোমােজোম বলে।
প্রশ্ন:৬
মিউটন কাকে বলে ?
উত্তর: DNA অণুর পরিব্যক্তিক্ষম ক্ষুদ্রতম অংশ হল মিউটন।
প্রশ্ন:৭
হেটারােক্রোমাটিন কী ?
উত্তর: যে ক্রোমাটিন ইন্টারফেজ দশায় গাঢ়ভাবে কিন্তু বিভাজন কালে হালকা বর্ণ ধারণ করে তাকে হেটারােক্রোমাটিন বলে।
প্রশ্ন:৮
পলিটিন ক্রোমােজোম কী ?
উত্তর: অসংখ্য সূত্রাকার অংশ দিয়ে গঠিত ক্রোমােজোমকে পলিটিন ক্রোমােজোম বলে।
প্রশ্ন:৯
জিন কী ?
উত্তর: জিন হল বংশগতির গঠনগত ও কার্যগত একক।
প্রশ্ন:১০
বারবডি কাকে বলে ?
উত্তর: স্ত্রীলােকের দেহকোশে নিউক্লিয়াসের গায়ে এবং নিউট্রোফিল শ্বেতকণিকার নিউক্লিয়াসের ভিতরে ছােটো একটি হেটেরােক্রোমাটিন অংশ থাকে, তাকে বারবডি বলে।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment