প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
পাফ্ কী ?
উত্তর: পলিটিন ক্রোমােজোমের কিছু অংশ স্ফীত হয় যাকে পাফ্ বলে।
প্রশ্ন:২
রেকন কী ?
উত্তর: DNA-র যে ক্ষুদ্রতম অংশে ক্রসিংওভার ঘটতে পারে তাকে রেকন বলে।
প্রশ্ন:৩
ইউক্রোমাটিন কী ?
উত্তর: যে ক্রোমাটিন ইন্টারফেজ দশায় হালকাভাবে কিন্তু কোশ বিভাজনের সময় গাঢ়ভাবে রঞ্জিত হয় তাকে ইউক্রোমাটিন বলে।
প্রশ্ন:৪
সিস্ট্রন কী ?
উত্তর: জিনের ক্রিয়াগত একককে সিস্ট্রন বলে।
প্রশ্ন:৫
ক্রোমােজোম কাকে বলে ?
উত্তর: নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিওপ্রােটিন দ্বারা গঠিত যে সূত্রাকার বা দণ্ডকার বস্তু বংশানুক্রমে জৈব বৈশিষ্ট্য সঞ্চারিত করে, তাকে ক্রোমােজোম বলে।
প্রশ্ন:৬
মিউটন কাকে বলে ?
উত্তর: DNA অণুর পরিব্যক্তিক্ষম ক্ষুদ্রতম অংশ হল মিউটন।
প্রশ্ন:৭
হেটারােক্রোমাটিন কী ?
উত্তর: যে ক্রোমাটিন ইন্টারফেজ দশায় গাঢ়ভাবে কিন্তু বিভাজন কালে হালকা বর্ণ ধারণ করে তাকে হেটারােক্রোমাটিন বলে।
প্রশ্ন:৮
পলিটিন ক্রোমােজোম কী ?
উত্তর: অসংখ্য সূত্রাকার অংশ দিয়ে গঠিত ক্রোমােজোমকে পলিটিন ক্রোমােজোম বলে।
প্রশ্ন:৯
জিন কী ?
উত্তর: জিন হল বংশগতির গঠনগত ও কার্যগত একক।
প্রশ্ন:১০
বারবডি কাকে বলে ?
উত্তর: স্ত্রীলােকের দেহকোশে নিউক্লিয়াসের গায়ে এবং নিউট্রোফিল শ্বেতকণিকার নিউক্লিয়াসের ভিতরে ছােটো একটি হেটেরােক্রোমাটিন অংশ থাকে, তাকে বারবডি বলে।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment