ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
পাফ্ কী ?
উত্তর: পলিটিন ক্রোমােজোমের কিছু অংশ স্ফীত হয় যাকে পাফ্ বলে।
প্রশ্ন:২
রেকন কী ?
উত্তর: DNA-র যে ক্ষুদ্রতম অংশে ক্রসিংওভার ঘটতে পারে তাকে রেকন বলে।
প্রশ্ন:৩
ইউক্রোমাটিন কী ?
উত্তর: যে ক্রোমাটিন ইন্টারফেজ দশায় হালকাভাবে কিন্তু কোশ বিভাজনের সময় গাঢ়ভাবে রঞ্জিত হয় তাকে ইউক্রোমাটিন বলে।
প্রশ্ন:৪
সিস্ট্রন কী ?
উত্তর: জিনের ক্রিয়াগত একককে সিস্ট্রন বলে।
প্রশ্ন:৫
ক্রোমােজোম কাকে বলে ?
উত্তর: নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিওপ্রােটিন দ্বারা গঠিত যে সূত্রাকার বা দণ্ডকার বস্তু বংশানুক্রমে জৈব বৈশিষ্ট্য সঞ্চারিত করে, তাকে ক্রোমােজোম বলে।
প্রশ্ন:৬
মিউটন কাকে বলে ?
উত্তর: DNA অণুর পরিব্যক্তিক্ষম ক্ষুদ্রতম অংশ হল মিউটন।
প্রশ্ন:৭
হেটারােক্রোমাটিন কী ?
উত্তর: যে ক্রোমাটিন ইন্টারফেজ দশায় গাঢ়ভাবে কিন্তু বিভাজন কালে হালকা বর্ণ ধারণ করে তাকে হেটারােক্রোমাটিন বলে।
প্রশ্ন:৮
পলিটিন ক্রোমােজোম কী ?
উত্তর: অসংখ্য সূত্রাকার অংশ দিয়ে গঠিত ক্রোমােজোমকে পলিটিন ক্রোমােজোম বলে।
প্রশ্ন:৯
জিন কী ?
উত্তর: জিন হল বংশগতির গঠনগত ও কার্যগত একক।
প্রশ্ন:১০
বারবডি কাকে বলে ?
উত্তর: স্ত্রীলােকের দেহকোশে নিউক্লিয়াসের গায়ে এবং নিউট্রোফিল শ্বেতকণিকার নিউক্লিয়াসের ভিতরে ছােটো একটি হেটেরােক্রোমাটিন অংশ থাকে, তাকে বারবডি বলে।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment