বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
সমার্থক কোডন হল—
(a) AAA
(b) AAG
(c) UAA
(d) UAG
উত্তর: A, B
প্রশ্ন:২
পলিসিস্ট্রনীয় m-RNA দ্বারা যে উৎসেচকগুলি উৎপন্ন হয় সেগুলি হল—
(a) বিটাগ্যালাকটোসাইডেজ
(b) ল্যাক-পারমিয়েজ
(c) ট্রান্সঅ্যাসিটাইলেজ
(d) পেপটাইডিল ট্রান্সফারেজ
উত্তর: A, B, C
প্রশ্ন:৩
TΨC লুপে যে বেসগুলি থাকে—
(a) রাইবােথাইমিন
(b) সিউডােইউরাসিল
(c) সাইটোসিন
(d) গুয়ানিন
উত্তর: A, B, C
প্রশ্ন:৪
r-RNA-র অধঃক্ষেপণ গুণাঙ্ক হতে পারে—
(a) 18s
(b) 4s
(c) 5s
(d) 8s
উত্তর: A, C
প্রশ্ন:৫
পিরিমিডিনের মধ্যে পাওয়া যায়—
(a) ইউরাসিল
(b) অ্যাডেনিন
(c) সাইটোসিন
(d) গুয়ানিন
উত্তর: A, C
প্রশ্ন:৬
পিউরিনের মধ্যে পাওয়া যায়—
(a) গুয়ানিন
(b) ইউরাসিল
(c) অ্যাডেনিন
(d) সাইটোসিন
উত্তর: A, C
প্রশ্ন:৭
সংগঠন জিনগুলি হল—
(a) lac Z
(b) lac A
(c) lac P
(d) lac Y
উত্তর: A, B, D
প্রশ্ন:৮
দ্বিতন্ত্রী DNA হল—
(a) ϕ x 174 পলিফাজ
(b) E.coli
(c) পলিওমা ভাইরাস
(d) fd কলিফাজ
উত্তর: B, C
প্রশ্ন:৯
প্রােক্যারিওটিক কোশে তিন রকমের ইলংগেশন ফ্যাক্টর হল—
(a) EF-G
(b) EF-V
(c) EF-Tu
(d) EF-Ts
উত্তর: A, C, D
প্রশ্ন:১০
r-RNA- র কাজ হল—
(a) বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক রূপে কাজ করা
(b) প্রােটিন ও RNA সংশ্লেষ করা
(c) প্রােটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবােজোম গঠন করা
(d) রাইবােজোমকে m-RNA-র সঙ্গে যুক্ত হতে সাহায্য করা
উত্তর: C, D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment