নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
সমার্থক কোডন হল—
(a) AAA
(b) AAG
(c) UAA
(d) UAG
উত্তর: A, B
প্রশ্ন:২
পলিসিস্ট্রনীয় m-RNA দ্বারা যে উৎসেচকগুলি উৎপন্ন হয় সেগুলি হল—
(a) বিটাগ্যালাকটোসাইডেজ
(b) ল্যাক-পারমিয়েজ
(c) ট্রান্সঅ্যাসিটাইলেজ
(d) পেপটাইডিল ট্রান্সফারেজ
উত্তর: A, B, C
প্রশ্ন:৩
TΨC লুপে যে বেসগুলি থাকে—
(a) রাইবােথাইমিন
(b) সিউডােইউরাসিল
(c) সাইটোসিন
(d) গুয়ানিন
উত্তর: A, B, C
প্রশ্ন:৪
r-RNA-র অধঃক্ষেপণ গুণাঙ্ক হতে পারে—
(a) 18s
(b) 4s
(c) 5s
(d) 8s
উত্তর: A, C
প্রশ্ন:৫
পিরিমিডিনের মধ্যে পাওয়া যায়—
(a) ইউরাসিল
(b) অ্যাডেনিন
(c) সাইটোসিন
(d) গুয়ানিন
উত্তর: A, C
প্রশ্ন:৬
পিউরিনের মধ্যে পাওয়া যায়—
(a) গুয়ানিন
(b) ইউরাসিল
(c) অ্যাডেনিন
(d) সাইটোসিন
উত্তর: A, C
প্রশ্ন:৭
সংগঠন জিনগুলি হল—
(a) lac Z
(b) lac A
(c) lac P
(d) lac Y
উত্তর: A, B, D
প্রশ্ন:৮
দ্বিতন্ত্রী DNA হল—
(a) ϕ x 174 পলিফাজ
(b) E.coli
(c) পলিওমা ভাইরাস
(d) fd কলিফাজ
উত্তর: B, C
প্রশ্ন:৯
প্রােক্যারিওটিক কোশে তিন রকমের ইলংগেশন ফ্যাক্টর হল—
(a) EF-G
(b) EF-V
(c) EF-Tu
(d) EF-Ts
উত্তর: A, C, D
প্রশ্ন:১০
r-RNA- র কাজ হল—
(a) বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক রূপে কাজ করা
(b) প্রােটিন ও RNA সংশ্লেষ করা
(c) প্রােটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবােজোম গঠন করা
(d) রাইবােজোমকে m-RNA-র সঙ্গে যুক্ত হতে সাহায্য করা
উত্তর: C, D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment