WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
সূর্যের উপরিভাগের উষ্ণতা—
(a) 6000°C
(b) 10,000°C
(c) 2000-3000°C
(d) 50,000°C
উত্তর: A
প্রশ্ন:২
বিবর্তন প্রক্রিয়াটি হল—
(a) কোনাে জাতের উন্নতি
(b) কোনাে জাতের ইতিহাস
(c) প্রকরণসহ কোনাে জাতের (Race) উন্নতির ইতিহাস
(d) কোনাে জাতের (Race) ধারাবাহিক উন্নতি
উত্তর: C
প্রশ্ন:৩
লাল গ্রহ কোনটি ?
(a) মঙ্গল
(b) বৃহস্পতি
(c) ইউরেনাস
(d) শুক্র
উত্তর: A
প্রশ্ন:৪
কোন্ বিজ্ঞানী পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে H2, CH4, NH3, ও জলের মিশ্রণ থেকে অ্যামাইনাে অ্যাসিড সৃষ্টি হয় ?
(a) হ্যারল্ড উরে
(b) ডারউইন
(c) স্টানলে মিলার
(d) ল্যামার্ক
উত্তর: C
প্রশ্ন:৫
নীচের কোনটি ডারউইন বলেননি ?
(a) প্রাকৃতিক নির্বাচন
(b) যােগ্যতমের উদবর্তন
(c) জেনেটিক ড্রিফট
(d) বাঁচার জন্য সংগ্রাম
উত্তর: C
প্রশ্ন:৬
Big Bang-এর বয়স হল আনুমানিক—
(a) 10^4 মিলিয়ন বছর
(b) 10^4 বছর
(c) 10^6 মিলিয়ন বছর
(d) 10^9 মিলিয়ন বছর
উত্তর: A
প্রশ্ন:৭
পূর্বস্থিত জীবন থেকে জীবনের উৎপত্তিকে বলে—
(a) অতিরিক্ত স্থলচরতত্ত্ব
(b) বিশেষ উৎপত্তি তত্ত্ব
(c) অ্যাবায়ােজেনেসিস তত্ত্ব
(d) বায়ােজেনেসিস তত্ত্ব
উত্তর: D
প্রশ্ন:৮
সূর্যরশ্মির পৃথিবীতে আসতে সময় লাগে—
(a) 0.1 min
(b) 0.03 min
(c) 6.7 min
(d) 8.3 min
উত্তর: D
প্রশ্ন:৯
বিজ্ঞানী ওপারিনের তত্ত্বের মূল ভিত্তি হল—
(a) প্যানস্পারমিয়া
(b) স্বতঃস্ফূর্ত উৎপত্তি
(c) ঈশ্বরের সৃষ্টি
(d) কৃত্রিম সংশ্লেষ
উত্তর: D
প্রশ্ন:১০
সূর্যের মধ্যে কোনটি সবথেকে বেশি আছে ?
(a) অক্সিজেন
(b) হিলিয়াম
(c) কার্বন
(d) হাইড্রোজেন
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জিনতত্ত্ব ও বিবর্তন সেট ২৪[PREV]
জিনতত্ত্ব ও বিবর্তন সেট ২৬[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment