WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
ডিম্বাশয়ের প্রজনন কলার স্তরটি যে কোশ দিয়ে তৈরি সেটি হল—
(a) ঘনকাকার কোশ
(b) স্তম্ভাকার কোশ
(c) আঁইশাকার কোশ
(d) স্তরীভূত কোশ
উত্তর: A
প্রশ্ন:২
করপাস লিউটিয়াম হল—
(a) অপরিণত ডিম্বথলি
(b) ডিম্বাণু নিঃসরণের বিদীর্ণ ডিম্বথলির অবশিষ্টাংশ
(c) পরিণত গ্রাফিয়ান ফলিকল
(d) অতিরিক্ত ভ্রূণজ মেমব্রেন
উত্তর: B
প্রশ্ন:৩
গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি এবং পূর্ণতা প্রাপ্তি কোন্ হরমােন দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
(a) FSH-LH
(b) FSH-LTH
(c) ACTH-LH
(d) GH-ADH
উত্তর: A
প্রশ্ন:৪
করপাস লিউটিয়াম থাকে—
(a) জরায়ুতে
(b) ওভিডাক্টে/ডিম্বনালিতে
(c) ডিম্বাশয়ে
(d) যােনিপথে
উত্তর: C
প্রশ্ন:৫
প্রস্টেট গ্রন্থির কাজ হল—
(a) বীর্য সঞ্চিত রাখা
(b) শুক্রাণুর motality-তে অংশ নেওয়া
(c) বীর্য উৎপন্ন করা
(d) হরমােন ক্ষরণ করা
উত্তর: B
প্রশ্ন:৬
স্ত্রীলােকের দেহে গৌণ যৌন বৈশিষ্ট্যের আবির্ভাবকে নিয়ন্ত্রণ করে—
(a) প্রােজেস্টেরন
(b) টেস্টোস্টেরন
(c) ইসট্রোজেন
(d) প্রােল্যাকটিন
উত্তর: C
প্রশ্ন:৭
বীর্য/সিমেন যে প্রক্রিয়ায় যােনিপথে নিক্ষিপ্ত করা হয় তাকে বলে—
(a) ইজাকুলেশন
(b) ইমপ্লানটেশন
(c) ইনসেমিনেশন
(d) কপুলেশন
উত্তর: A
প্রশ্ন:৮
ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল নিঃসৃত করে—
(a) ইসট্রোজেন
(b) রিলাক্সিন
(c) প্রােজেস্টেরন
(d) কর্টিসন
উত্তর: A
প্রশ্ন:৯
করপাস লিউটিয়াম উৎপন্ন হয়—
(a) পরডিম্বাণু থেকে
(b) নেফ্রোস্টোম থেকে
(c) গ্রাফিয়ান ফলিকল থেকে
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:১০
গ্রাফিয়ান ফলিকল পাওয়া যায়—
(a) স্তন্যপায়ীর শুক্রাশয়ে
(b) ব্যাঙের ডিম্বাশয়ে
(c) আরশােলার ডিম্বাশয়ে
(d) স্তন্যপায়ীর ডিম্বাশয়ে
উত্তর: D
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
Comments
Post a Comment