নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
মানুষের ABO রক্ত গ্রুপ গঠনের কারণ হল—
(a) মালটিপল অ্যালিল
(b) অসম্পূর্ণ প্রকটতা
(c) প্লিওট্রপিক জিন
(d) পলিজেনিক সঞ্চারণ
উত্তর: A
✸✸✸প্রশ্ন:২
কলসিচিন ঘটায়—
(a) ক্রোমােজোমের দ্বিতকরণ
(b) ক্রোমােজোমীয় ত্রুটি
(c) দ্রুত প্রতিলিপি গঠন
(d) জিন মিউটেশন
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৩
বার বডি পাওয়া যায়—
(a) স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর প্রােফেজ কোশে
(b) পুরুষ স্তন্যপায়ী প্রাণীর প্রােফেজ কোশে
(c) পুরুষ স্তন্যপায়ী প্রাণীর ইন্টারফেজ কোশে
(d) স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর ইন্টারফেজ কোশে
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৪
যদি কন্যা বর্ণান্ধ হয়—
(a) পিতা ও মাতা বর্ণান্ধ হবে
(b) মাতা বর্ণান্ধ হবে
(c) পিতা বর্ণান্ধ হবে
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৫
অ্যালিল বলতে বােঝায়—
(a) একজোড়া যৌন ক্রোমােজোম
(b) একজোড়া ক্রোমােজোম
(c) একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৬
মানুষের দেহকোশের হ্যাপ্লয়েড ক্রোমােজোম সংখ্যা হল—
(a) 22
(b) 23
(c) 21
(d) 46
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৭
ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না—
(a) ম্যালেরিয়াতে
(b) টিটেনাসে
(c) এইডস্-এ
(d) হিমােফিলিয়ায়
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৮
ধারাবাহিক প্রকরণ যার ফলে ঘটে তা হল—
(a) বহু জিন উত্তরাধিকার
(b) পরিব্যক্তি
(c) পলিপ্লয়েডি
(d) ক্রোমােজোমের গাঠনিক পরিবর্তন
উত্তর: A
✸✸✸প্রশ্ন:৯
মানুষের ত্বকের রঙের জন্য দায়ী জিনটি—
(a) পলিজেনিক
(b) মনোজেনিক
(c) মালটিপল অ্যালিল
(d) লিঙ্গ সংযোজিত
উত্তর: A
✸✸✸প্রশ্ন:১০
কোন্ ক্রোমােজোমের ট্রাইজোমির ফলে এভােয়ার্ড সিন্ড্রোম ঘটে ?
(a) 18
(b) 15
(c) 9
(d) 5
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment