দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
মিউটেশন কাকে বলে ?
উত্তর: জীবের মধ্যে সঞ্চারণযােগ্য হঠাৎ জেগে ওঠা স্থায়ী কোনাে পরিবর্তন হল মিউটেশন।
প্রশ্ন:২
মানুষের বিবর্তনে কোন্ Homo গণটি প্রথম উদ্ভূত হয়েছিল ?
উত্তর: Homo habilis.
প্রশ্ন:৩
মিউট্যান্ট কী ?
উত্তর: মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে বলে মিউট্যান্ট।
প্রশ্ন:৪
পিকিং মানুষ কোন্ প্রজাতির অন্তর্গত জীবাশ্ম ?
উত্তর: Homo erectus.
প্রশ্ন:৫
বিভেদ কী ?
উত্তর: একই প্রজাতিভুক্ত জীবেদের আকার, গঠন ও ব্যবহারগত পার্থক্য হল বিভেদ।
প্রশ্ন:৬
জাভা মানুষ কোন্ প্রজাতির অন্তর্গত জীবাশ্ম ?
উত্তর: Homo erectus.
প্রশ্ন:৭
কনটিনিউয়াস ভেরিয়েশন কাকে বলে ?
উত্তর: যে সকল চরিত্রের প্রকাশকে গুণগত মান দ্বারা নির্দেশ করা যায়।
প্রশ্ন:৮
মানুষের বিবর্তনে উদ্ভূত প্রথম মানুষ কোনটি ?
উত্তর: Homo erectus.
প্রশ্ন:৯
মানুষের বিবর্তনে সবচেয়ে আদিম জীবাশ্ম কোনটি ?
উত্তর: অস্ট্রালােপিথেকাস।
প্রশ্ন:১০
একটি বেস অ্যানালগের নাম করাে।
উত্তর: 5-BU।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment