ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
মিউটেশন কাকে বলে ?
উত্তর: জীবের মধ্যে সঞ্চারণযােগ্য হঠাৎ জেগে ওঠা স্থায়ী কোনাে পরিবর্তন হল মিউটেশন।
প্রশ্ন:২
মানুষের বিবর্তনে কোন্ Homo গণটি প্রথম উদ্ভূত হয়েছিল ?
উত্তর: Homo habilis.
প্রশ্ন:৩
মিউট্যান্ট কী ?
উত্তর: মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে বলে মিউট্যান্ট।
প্রশ্ন:৪
পিকিং মানুষ কোন্ প্রজাতির অন্তর্গত জীবাশ্ম ?
উত্তর: Homo erectus.
প্রশ্ন:৫
বিভেদ কী ?
উত্তর: একই প্রজাতিভুক্ত জীবেদের আকার, গঠন ও ব্যবহারগত পার্থক্য হল বিভেদ।
প্রশ্ন:৬
জাভা মানুষ কোন্ প্রজাতির অন্তর্গত জীবাশ্ম ?
উত্তর: Homo erectus.
প্রশ্ন:৭
কনটিনিউয়াস ভেরিয়েশন কাকে বলে ?
উত্তর: যে সকল চরিত্রের প্রকাশকে গুণগত মান দ্বারা নির্দেশ করা যায়।
প্রশ্ন:৮
মানুষের বিবর্তনে উদ্ভূত প্রথম মানুষ কোনটি ?
উত্তর: Homo erectus.
প্রশ্ন:৯
মানুষের বিবর্তনে সবচেয়ে আদিম জীবাশ্ম কোনটি ?
উত্তর: অস্ট্রালােপিথেকাস।
প্রশ্ন:১০
একটি বেস অ্যানালগের নাম করাে।
উত্তর: 5-BU।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment