ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
মিউটেশন কাকে বলে ?
উত্তর: জীবের মধ্যে সঞ্চারণযােগ্য হঠাৎ জেগে ওঠা স্থায়ী কোনাে পরিবর্তন হল মিউটেশন।
প্রশ্ন:২
মানুষের বিবর্তনে কোন্ Homo গণটি প্রথম উদ্ভূত হয়েছিল ?
উত্তর: Homo habilis.
প্রশ্ন:৩
মিউট্যান্ট কী ?
উত্তর: মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে বলে মিউট্যান্ট।
প্রশ্ন:৪
পিকিং মানুষ কোন্ প্রজাতির অন্তর্গত জীবাশ্ম ?
উত্তর: Homo erectus.
প্রশ্ন:৫
বিভেদ কী ?
উত্তর: একই প্রজাতিভুক্ত জীবেদের আকার, গঠন ও ব্যবহারগত পার্থক্য হল বিভেদ।
প্রশ্ন:৬
জাভা মানুষ কোন্ প্রজাতির অন্তর্গত জীবাশ্ম ?
উত্তর: Homo erectus.
প্রশ্ন:৭
কনটিনিউয়াস ভেরিয়েশন কাকে বলে ?
উত্তর: যে সকল চরিত্রের প্রকাশকে গুণগত মান দ্বারা নির্দেশ করা যায়।
প্রশ্ন:৮
মানুষের বিবর্তনে উদ্ভূত প্রথম মানুষ কোনটি ?
উত্তর: Homo erectus.
প্রশ্ন:৯
মানুষের বিবর্তনে সবচেয়ে আদিম জীবাশ্ম কোনটি ?
উত্তর: অস্ট্রালােপিথেকাস।
প্রশ্ন:১০
একটি বেস অ্যানালগের নাম করাে।
উত্তর: 5-BU।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment