রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত উক্তি ১. "সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম।" ২. "আপনার জীবন পাতার ডগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন।" ৩. "আমরা পৃথিবীতে বাস করি যখন আমরা এটি ভালবাসি।" ৪. "মেঘ আমার জীবনে ভেসে আসে, আর বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রঙ যোগ করতে।" ৫. "যা তুমি দিতে পারো না, তা চাইতে এসো না।" ৬. "জীবনকে গভীর থেকে উপলব্ধি করো, তার সৌন্দর্য ও রহস্য উন্মোচন হবে।"
WBCS Special VSQsBiologyজিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
মিউটেশন কাকে বলে ?
উত্তর: জীবের মধ্যে সঞ্চারণযােগ্য হঠাৎ জেগে ওঠা স্থায়ী কোনাে পরিবর্তন হল মিউটেশন।
প্রশ্ন:২
মানুষের বিবর্তনে কোন্ Homo গণটি প্রথম উদ্ভূত হয়েছিল ?
উত্তর: Homo habilis.
প্রশ্ন:৩
মিউট্যান্ট কী ?
উত্তর: মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে বলে মিউট্যান্ট।
প্রশ্ন:৪
পিকিং মানুষ কোন্ প্রজাতির অন্তর্গত জীবাশ্ম ?
উত্তর: Homo erectus.
প্রশ্ন:৫
বিভেদ কী ?
উত্তর: একই প্রজাতিভুক্ত জীবেদের আকার, গঠন ও ব্যবহারগত পার্থক্য হল বিভেদ।
প্রশ্ন:৬
জাভা মানুষ কোন্ প্রজাতির অন্তর্গত জীবাশ্ম ?
উত্তর: Homo erectus.
প্রশ্ন:৭
কনটিনিউয়াস ভেরিয়েশন কাকে বলে ?
উত্তর: যে সকল চরিত্রের প্রকাশকে গুণগত মান দ্বারা নির্দেশ করা যায়।
প্রশ্ন:৮
মানুষের বিবর্তনে উদ্ভূত প্রথম মানুষ কোনটি ?
উত্তর: Homo erectus.
প্রশ্ন:৯
মানুষের বিবর্তনে সবচেয়ে আদিম জীবাশ্ম কোনটি ?
উত্তর: অস্ট্রালােপিথেকাস।
প্রশ্ন:১০
একটি বেস অ্যানালগের নাম করাে।
উত্তর: 5-BU।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment