ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
খ্রিস্টমাস রােগের অপর নাম হল—
(a) হিমােফিলিয়া B
(b) হেপাটাইটিস
(c) ডাউনের সিন্ড্রোম
(d) স্লিপিং সিকনেস
উত্তর: A
✸✸✸প্রশ্ন:২
Escherichia coli-এ লিংকেজ গ্রুপের সংখ্যা—
(a) 5
(b) 4
(c) 2
(d) 1
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৩
লিংকেজ আবিষ্কার করেন—
(a) সাটন
(b) ব্লাকসলি
(c) মুলার
(d) মরগ্যান
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৪
মঙ্গোলিজম হল—
(a) হাইপােথ্যালামিক সিন্ড্রোম
(b) ডাউনের সিন্ড্রোম
(c) ক্লাইনফেল্টারের সিন্ড্রোম
(d) টার্নারের সিন্ড্রোম
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
মেন্ডেলের কাজ প্রকাশিত হয়—
(a) 1901
(b) 1900
(c) 1884
(d) 1866
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৬
পাখিদের সেক্স-ক্রোমোজোম হয়—
(a) XO—XX
(b) XX—XY
(c) ZZ—WW
(d) ZZ—ZW
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৭
বারবডি দেখা যায়—
(a) পুরুষের নিউট্রোফিলে
(b) ইওসিনােফিলে
(c) স্ত্রী বেসােফিলে
(d) স্ত্রী নিউট্রোফিলে
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৮
কোন্টি বংশানুসরণ রােগ ?
(a) লেপ্রােসি
(b) পারকিনসনস ডিজিস
(c) এইডস
(d) অ্যালবিনিজম
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৯
মিউটেশনের জন্য দায়ী—
(a) হাইব্রিডাইজেশন
(b) X-রশ্মি
(c) কলচিসিন
(d) ক্রসিংওভার
উত্তর: B
✸✸✸প্রশ্ন:১০
XXY ক্রোমােজোম সম্পন্ন ব্যক্তিটি কোন্ রােগে ভুগছেন ?
(a) টার্নারের সিন্ড্রোম
(b) এইডস
(c) ক্লাইনফেল্টারের সিন্ড্রোম
(d) ডাউনের সিন্ড্রোম
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment