প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) ভারতবর্ষ' নামকরণ: আমাদের প্রিয় মাতৃভূমি 'ভারতবর্ষ'-বিশ্বের অন্যতম প্রাচীনতম দেশ। ডঃ রামশরণ শর্মা-র মতে, 'ভারত'-নামক এক প্রাচীন উপজাতির নামানুসারে আমাদের দেশের নাম হয় 'ভারতবর্ষ'। ভারবর্ষকে 'ইন্ডিয়া'ও বলা হয়ে থাকে। সম্ভবত 'সিন্ধু' শব্দ থেকে 'হিন্দু'র শব্দটির উৎপত্তি হয়েছে; আর গ্রিক ও রোমানদের 'হিন্দু' উচ্চারণ হত 'ইন্ডুস্' বা Indus থেকে। এই প্রাচীন Indus থেকেই বর্তমান India শব্দটির উৎপত্তি। আর, এ-থেকেই গ্রিস লেখক মেগাস্থিনিস-এর বিখ্যাত গ্রন্থটির নাম হয়েছে 'ইন্ডিকা'। ভারতবর্ষের মোট আয়তন ৩২,৮০,৪৮৩ বর্গকিলোমিটার। উত্তর-দক্ষিণে ৩,২০০ কিলোমিটার লম্বা এবং পূর্ব-পশ্চিমে ৩,০০০ কিলোমিটার চওড়া। ভারতবর্ষের উত্তরদিকে চিন, নেপাল ও ভুটান; উত্তর-পশ্চিম দিকে পাকিস্তান; পশ্চিমদিকে আরব সাগর; দক্ষিণদিকে ভারত মহাসাগর এবং পূর্ব দিকে ব্রহ্মদেশ, বাংলাদেশ ও বঙ্গোপসাগর অবস্থিত। এ ছাড়া আরবসাগরে অবস্থিত লাক্ষা, মিনিকয়; বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ...
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
খ্রিস্টমাস রােগের অপর নাম হল—
(a) হিমােফিলিয়া B
(b) হেপাটাইটিস
(c) ডাউনের সিন্ড্রোম
(d) স্লিপিং সিকনেস
উত্তর: A
✸✸✸প্রশ্ন:২
Escherichia coli-এ লিংকেজ গ্রুপের সংখ্যা—
(a) 5
(b) 4
(c) 2
(d) 1
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৩
লিংকেজ আবিষ্কার করেন—
(a) সাটন
(b) ব্লাকসলি
(c) মুলার
(d) মরগ্যান
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৪
মঙ্গোলিজম হল—
(a) হাইপােথ্যালামিক সিন্ড্রোম
(b) ডাউনের সিন্ড্রোম
(c) ক্লাইনফেল্টারের সিন্ড্রোম
(d) টার্নারের সিন্ড্রোম
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
মেন্ডেলের কাজ প্রকাশিত হয়—
(a) 1901
(b) 1900
(c) 1884
(d) 1866
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৬
পাখিদের সেক্স-ক্রোমোজোম হয়—
(a) XO—XX
(b) XX—XY
(c) ZZ—WW
(d) ZZ—ZW
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৭
বারবডি দেখা যায়—
(a) পুরুষের নিউট্রোফিলে
(b) ইওসিনােফিলে
(c) স্ত্রী বেসােফিলে
(d) স্ত্রী নিউট্রোফিলে
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৮
কোন্টি বংশানুসরণ রােগ ?
(a) লেপ্রােসি
(b) পারকিনসনস ডিজিস
(c) এইডস
(d) অ্যালবিনিজম
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৯
মিউটেশনের জন্য দায়ী—
(a) হাইব্রিডাইজেশন
(b) X-রশ্মি
(c) কলচিসিন
(d) ক্রসিংওভার
উত্তর: B
✸✸✸প্রশ্ন:১০
XXY ক্রোমােজোম সম্পন্ন ব্যক্তিটি কোন্ রােগে ভুগছেন ?
(a) টার্নারের সিন্ড্রোম
(b) এইডস
(c) ক্লাইনফেল্টারের সিন্ড্রোম
(d) ডাউনের সিন্ড্রোম
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment