প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
খ্রিস্টমাস রােগের অপর নাম হল—
(a) হিমােফিলিয়া B
(b) হেপাটাইটিস
(c) ডাউনের সিন্ড্রোম
(d) স্লিপিং সিকনেস
উত্তর: A
✸✸✸প্রশ্ন:২
Escherichia coli-এ লিংকেজ গ্রুপের সংখ্যা—
(a) 5
(b) 4
(c) 2
(d) 1
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৩
লিংকেজ আবিষ্কার করেন—
(a) সাটন
(b) ব্লাকসলি
(c) মুলার
(d) মরগ্যান
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৪
মঙ্গোলিজম হল—
(a) হাইপােথ্যালামিক সিন্ড্রোম
(b) ডাউনের সিন্ড্রোম
(c) ক্লাইনফেল্টারের সিন্ড্রোম
(d) টার্নারের সিন্ড্রোম
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
মেন্ডেলের কাজ প্রকাশিত হয়—
(a) 1901
(b) 1900
(c) 1884
(d) 1866
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৬
পাখিদের সেক্স-ক্রোমোজোম হয়—
(a) XO—XX
(b) XX—XY
(c) ZZ—WW
(d) ZZ—ZW
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৭
বারবডি দেখা যায়—
(a) পুরুষের নিউট্রোফিলে
(b) ইওসিনােফিলে
(c) স্ত্রী বেসােফিলে
(d) স্ত্রী নিউট্রোফিলে
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৮
কোন্টি বংশানুসরণ রােগ ?
(a) লেপ্রােসি
(b) পারকিনসনস ডিজিস
(c) এইডস
(d) অ্যালবিনিজম
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৯
মিউটেশনের জন্য দায়ী—
(a) হাইব্রিডাইজেশন
(b) X-রশ্মি
(c) কলচিসিন
(d) ক্রসিংওভার
উত্তর: B
✸✸✸প্রশ্ন:১০
XXY ক্রোমােজোম সম্পন্ন ব্যক্তিটি কোন্ রােগে ভুগছেন ?
(a) টার্নারের সিন্ড্রোম
(b) এইডস
(c) ক্লাইনফেল্টারের সিন্ড্রোম
(d) ডাউনের সিন্ড্রোম
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment