শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
✸✸✸প্রশ্ন:১
খ্রিস্টমাস রােগের অপর নাম হল—
(a) হিমােফিলিয়া B
(b) হেপাটাইটিস
(c) ডাউনের সিন্ড্রোম
(d) স্লিপিং সিকনেস
উত্তর: A
✸✸✸প্রশ্ন:২
Escherichia coli-এ লিংকেজ গ্রুপের সংখ্যা—
(a) 5
(b) 4
(c) 2
(d) 1
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৩
লিংকেজ আবিষ্কার করেন—
(a) সাটন
(b) ব্লাকসলি
(c) মুলার
(d) মরগ্যান
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৪
মঙ্গোলিজম হল—
(a) হাইপােথ্যালামিক সিন্ড্রোম
(b) ডাউনের সিন্ড্রোম
(c) ক্লাইনফেল্টারের সিন্ড্রোম
(d) টার্নারের সিন্ড্রোম
উত্তর: B
✸✸✸প্রশ্ন:৫
মেন্ডেলের কাজ প্রকাশিত হয়—
(a) 1901
(b) 1900
(c) 1884
(d) 1866
উত্তর: C
✸✸✸প্রশ্ন:৬
পাখিদের সেক্স-ক্রোমোজোম হয়—
(a) XO—XX
(b) XX—XY
(c) ZZ—WW
(d) ZZ—ZW
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৭
বারবডি দেখা যায়—
(a) পুরুষের নিউট্রোফিলে
(b) ইওসিনােফিলে
(c) স্ত্রী বেসােফিলে
(d) স্ত্রী নিউট্রোফিলে
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৮
কোন্টি বংশানুসরণ রােগ ?
(a) লেপ্রােসি
(b) পারকিনসনস ডিজিস
(c) এইডস
(d) অ্যালবিনিজম
উত্তর: D
✸✸✸প্রশ্ন:৯
মিউটেশনের জন্য দায়ী—
(a) হাইব্রিডাইজেশন
(b) X-রশ্মি
(c) কলচিসিন
(d) ক্রসিংওভার
উত্তর: B
✸✸✸প্রশ্ন:১০
XXY ক্রোমােজোম সম্পন্ন ব্যক্তিটি কোন্ রােগে ভুগছেন ?
(a) টার্নারের সিন্ড্রোম
(b) এইডস
(c) ক্লাইনফেল্টারের সিন্ড্রোম
(d) ডাউনের সিন্ড্রোম
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment